কর্তাভজার উপদল 'রামবল্লভী': বাংলায় সর্বধর্ম সমন্বয়ের একটি প্রচেষ্টা

ভারতের ইতিহাস
kartabhajas sub community ramballavi and attempt to unite all religions in bengal
কর্তাভজা সম্প্রদায়ের মতকে অনেকেই বলতেন "ঘোষপাড়ার মত।" "ঘোষপাড়া" মানে নদীয়া জেলার কল‍্যাণী রেলওয়ে স্টেশনের কাছে ঘোষপাড়া, যেখানে আয়োজিত হয় সতী মার দোলমেলা। কর্তাভজা সম্প্রদায়ের অন্যতম "কর্তা" দুলালচাঁদ পালের জীবদ্দশাতেই গড়ে ওঠে এই ধর্মের একটি উপদল "রামবল্লভী।" ঘোষপাড়ার পালদের একাধিপত্য মেনে নিতে পারেননি বেশকিছু কর্তাভজা ভক্ত। এঁদের মধ্যে হুগলির বাঁশবেড়িয়ার শ্রীনাথ মুখোপাধ্যায়, কৃষ্ণকিঙ্কর ও মতিলালের নাম ওঠে আসে।

বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরির কাছে গঙ্গার পাড়ে তাঁরা রামবল্লভীদের একটি আখড়া গড়ে তুলেছিলেন। সেসব এখন গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া রামবল্লভীদের একটি জমজমাট আখড়া ছিল কাঁচড়াপাড়ার কাছে পাঁচঘড়া গ্রামে। সেখানে এক পৌণ্ড্র জাতির ব‍্যক্তির বাড়িতে ইঁটের তৈরি একটি বেদিতে চৌকি পেতে তৈরি করা হয়েছিল "পরম সত‍্য " বেদি। ফুলমালা দিয়ে সে বেদি সাজানো হয়েছিল। এরপর এলাকার প্রায় পাঁচ হাজার বিভিন্ন জাতি-ধর্মের মানুষকে এক পংক্তিতে বসিয়ে ভাত-তরকারি খাওয়ানো হয়। এছাড়া ত্রিবেণী, বাঁশবেড়িয়া ও হালিশহর থেকে আসা আমন্ত্রিত একশো জন ব্রাহ্মণকে একখানি করে পিতলের থালা ও সেই সঙ্গে সন্দেশ দিয়ে বিদায় করা হয়েছিল। ওই অনুষ্ঠানে একদিকে ব্রাহ্মণ পণ্ডিত গীতা পাঠ করেছেন, পাশাপাশি ফিরিঙ্গিরা বাইবেল পাঠ করেছেন, মুসলমান ব‍্যক্তি কোরান পাঠ করেছেন।

এককথায়, সর্বধর্ম সমন্বয়ের একটা প্রচেষ্টা এই রামবল্লভী সম্প্রদায়ের লোকজন করেছিলেন। কিন্তু রামবল্লভীদের এইসব নেতাদের মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে এসব কিছুই থেমে যায়। এপার বাংলায় নদীয়া জেলার ঘোষপাড়ায় যখন কর্তাভজা উপধর্ম সম্প্রদায় গড়ে ওঠে, তেমনি ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে গড়ে ওঠে ভগবানিয়া সম্প্রদায়। আউলচাঁদের শিষ‍্য রামশরণ পাল যেমন পশ্চিমবঙ্গে কর্তাভজা সম্প্রদায় তৈরি করেছিলেন, তেমনি বাংলাদেশে আউলচাঁদের আরেক শিষ‍্য শিশুরাম বা শিবরাম মোহান্ত তৈরি করেন এই ভগবানিয়া সম্প্রদায়। অনেকে অবশ্য নফরচন্দ্র দাসকে ভগবানিয়া সম্প্রদায়ের প্রবক্তা বলে মনে করেন।
বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের ভগবানিয়া সম্প্রদায়ের মানুষজন নফরচন্দ্র দাসকে এই মতের প্রবক্তা হিসেবে দাবি করেন। অন্যদিকে, আরেকটি অংশ দাবি করেন শিশুরাম চক্রবর্তীকে। শিশুরামপন্থীরা তাঁদের পাড়ার নাম রেখেছেন "ভগবানিয়া।" যশোরের বোয়ালিয়া গ্রামে ছিল নফরচন্দ্র দাসের বাড়ি। অন্যদিকে, শিবরাম ঠাকুরের জন্মস্থান হলো জগদানন্দ কাঠি। নফর অনুগামীরা শিশুরামপন্থীদের হেয়জ্ঞান করেন।
তবে ক্ষেত্রসমীক্ষায় শিশুরাম বা শিবরাম মোহান্তের নামই উঠে আসে ভগবানিয়া সম্প্রদায়ের প্রবক্তা হিসেবে। ভগবানিয়া সম্প্রদায়ের কাছে আউলচাঁদ পরিচিত হোন "কর্তাঠাকুর" বা "ফকির ঠাকুর" নামে। আসলে শ্রীচৈতন্যের মতের সঙ্গে আউলচাঁদের মত অভিন্ন হবার কারণে আউলভক্তরা তাঁকে শ্রীচৈতন্যের অবতার হিসেবে প্রতিষ্ঠিত করেন। এভাবেই কর্তাভজাদের সঙ্গে ভগবানিয়া (চলতি কথায় "ভগবেনে") সম্প্রদায়ের কাছেও আউলচাঁদ স্বীকৃতি পান শ্রীচৈতন্যের অবতার হিসেবে। এভাবেই শ্রীচৈতন্যের (১৪৮৬-১৫০৩ খ্রি: ) পর মূল বৈষ্ণবধর্ম ভেঙে কর্তাভজা ও ভগবানিয়ার মতো অনেকগুলি উপধর্ম তৈরি হয়।
এঁরা সবাই ব্রাত্যজনগোষ্ঠীর লোকজনকে নিজেদের উপধর্মে আশ্রয় দেন। ইসলামপন্থীদের ধর্মান্তরকরণের বেগ এইসব চৈতন্য পরবর্তী উপধর্মের কাছে এসে থেমে যায়। উল্টে বহু ইসলামধর্মী মানুষ এইসব উপধর্মে সামিল হোন। বাংলার সামাজিক ইতিহাসে ধর্ম বদলের উল্টোপথে ব্রাত্যজনগোষ্ঠীকে সংগঠিত করার ক্ষেত্রে তাই এইসব চৈতন্য পরবর্তী উপধর্মগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।

তথ্যসূত্র:

১) ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় (১ম ): অক্ষয়কুমার দত্ত
২) গভীর নির্জন পথে: সুধীর চক্রবর্তী
৩) কর্তাভজা ধর্মের আদি বৃত্তান্ত বা সহজ তত্ত্বপ্রকাশ: মনুলাল মিশ্র
৪) কর্তাভজা ধর্মের ইতিবৃত্ত: দেবেন্দ্রনাথ দে।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.