প্রাচীন ভারতের অস্ত্রশস্ত্র

History of India
weapons of ancient india
হাতে ধরে আঘাত করা হয় যা দিয়ে, তাই হলো "অস্ত্র", আর যা হাত দিয়ে ছুঁড়ে মারা হয়, তার নাম "শস্ত্র।"যুগে যুগে যুদ্ধ হয়েছে। তাই অস্ত্রশস্ত্রের ব‍্যবহার হয়েছে একে অপরকে দমাতে। প্রাচীন ভারতেও অনেকগুলি যুদ্ধ হয়েছে। কিন্তু যেসব যুদ্ধে ব‍্যবহৃত অস্ত্রশস্ত্র সম্পর্কে আজও আমাদের অনেকের কৌতূহল রয়েছে। আজকের লেখায় সেই অস্ত্রশস্ত্রের কথা। যুদ্ধাস্ত্রের বর্ণনা রয়েছে অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, হরিবংশ, কৃষ্ণযজুর্বেদ, শুক্রনীতি, অগ্নিপুরাণসহ বিভিন্ন প্রাচীন গ্রন্থের পাতায়।
আলেকজাণ্ডার তাঁর গুরু অ্যারিস্টটলকে যে পত্র লিখেছিলেন, তাতে ভারতবাসীদের ব‍্যবহৃত আগ্নেয়াস্ত্রের মতো এক ধরণের অস্ত্রের উল্লেখ আছে। আলেকজাণ্ডার "ভারতবর্ষে যুদ্ধের সময় তিনি ভারতীয় সৈন্যদলের মধ্য হইতে ভয়ানক অগ্নিবর্ষণ লক্ষ্য করিয়াছিলেন।"
---পৃথিবীর ইতিহাস, ৩ য় খণ্ড: দুর্গাদাস লাহিড়ী
কিন্তু কি ধরণের ছিল এইসব আগ্নেয়াস্ত্র? উইলিয়াম কেরি ও মার্শম‍্যান সাহেবের মতে, রামায়ণের আগ্নেয়াস্ত্রের নাম ছিল "শিখর।" আবার হরিবংশে রয়েছে "আগ্নেয়মস্ত্রং‌" কথাটি।
এছাড়া রামায়ণ ও মহাভারতে রয়েছে "নালিক" অস্ত্রের কথা। নলের মতো আকারবিশিষ্ট বলে এর নাম "নালিক।" কামানের গোলা একটি বড়ো নলের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে যেতো বলে ল‍্যাটিন 'canna' শব্দ থেকে এসেছে 'cannon' শব্দটি, যার অর্থ "কামান।" ' canna' মানে নল অর্থাৎ রামায়ণ-মহাভারতে বর্ণিত "নালিক।" এই কামানের আরেক নাম ছিল "শতঘ্নী।" এর আঘাতে একশোজনের মৃত্যু হতো বলে এই "শতঘ্নী" নাম।

এ প্রসঙ্গে হলহ‍্যাড্ সাহেব বলছেন, ---

"A cannon is called 'Sataghnee' (শতঘ্নী) or the weapon that killes one hundred men at once..."---Code of Jentoo Laws, Introduction; Halhead, 'The Theosophist', 1851, Speech of Col. Olcott.---পৃথিবীর ইতিহাস, ৩ য় খণ্ড: দুর্গাদাস লাহিড়ী

পরবর্তীকালে রাজস্থানের কবি চাঁদ বরদৈয়ের লেখায় আগ্নেয়াস্ত্রের কথা আছে। পোর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা উত্তমাশা অন্তরীপ (Cape of good hope ) ঘুরে দক্ষিণ ভারতের কালিকট বন্দর নগরে পৌঁছে দেখেন, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চলেছে এবং একজন নায়ার বন্দুকের আওয়াজ করছেন। ওই সময়ে দক্ষিণ ভারতের আরেকটি হিন্দু রাজ‍্য বিজয়নগর রাজ‍্যে আগ্নেয়াস্ত্রের বহুল ব‍্যবহার ছিল বলে জানা যায়।
weapons of ancient india
এছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরের গায়ে উৎকীর্ণ ভাস্কর্যগুলিও এ দেশে আগ্নেয়াস্ত্র ব‍্যবহারের সাক্ষী দিচ্ছে। যেমন, দক্ষিণ ভারতের মাদুরাইয়ের আদি জগন্নাথ মন্দিরের গায়ে আগ্নেয়াস্ত্রধারী কতকগুলি সৈন্য রয়েছে। আবার এই দক্ষিণ ভারতের কাঞ্চীর শতস্তম্ভ মণ্ডপ গায়ে এক বন্দুকধারী অন্য একজনকে মারতে বন্দুক তাক করার দৃশ্য রয়েছে। আবার কোয়েম্বাটুরের শিবমন্দির সংলগ্ন সভামণ্ডপে বন্দুকধারী সৈনিকের মূর্তি দেখা যায়। এছাড়াও দক্ষিণ ভারতের কুম্ভকোণমে এগারো তলায় বিভক্ত শাঙ্গর্পাণীশ্বরের বড়ো মন্দির দ্বারের মাথায় উপর থেকে পাঁচতলায় বন্দুকধারী সৈনিকের মূর্তি আছে।
weapons of ancient india
এ তো গেল আগ্নেয়াস্ত্রের কথা। এবার দেখা যাক, যুদ্ধরথের কথা। স্থলযুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন যুদ্ধরথের কথা তো রামায়ণ-মহাভারতে ভুরি ভুরি পাওয়া যায়। এছাড়াও রয়েছে বায়ুরথের কথা। যেমন, হরিবংশে পৌণ্ড্ররাজের 'বায়ুজব" রথের উল্লেখ রয়েছে। এছাড়া রামায়ণের লঙ্কাকাণ্ডে (১২৩, ১২৫, ১২৯ সর্গ) রয়েছে পুষ্পক রথের কথা। অন্যদিকে, মহাভারতের বনপর্বে (১৪-২১ অধ‍্যায়) শ্রীকৃষ্ণের সঙ্গে শাল্বরাজের যুদ্ধের বিবরণ রয়েছে। সেখানে "সৌভনগর" নামে একটি বড়ো যুদ্ধযানে চেপে শাল্বরাজ যুদ্ধে আসেন।
এই যুদ্ধযানের ভেতরে অনেক সৈন্য থাকার জায়গা ছিল বলে জানা যায়। শাল্বরাজ এই "সৌভনগর" যুদ্ধযানটি তৈরি করিয়েছিলেন। এটি জলে-স্থলে-অন্তরীক্ষে-পাহাড় চুড়োয় ঘুরে বেড়াতো এবং এই যুদ্ধযান থেকে শ্রীকৃষ্ণের দিকে লক্ষ্য করে অস্ত্র ও অঙ্গার ছোঁড়া হয়েছিল। বৌদ্ধ সাহিত্যেও রয়েছে আকাশযানের কথা।
যেমন, বৌদ্ধ সাহিত্য 'অবদান কল্পলতা'-য় (৯৩ পল্লব) উল্লেখ রয়েছে, কৌণ্ডিল‍্য, মহাকশ‍্যপ, এষ‍্যজিৎ, উপালী, কাত‍্যায়ণসহ মোট ১২ জন বৌদ্ধভিক্ষু এবং বুদ্ধপুত্র রাহুলের সঙ্গে স্বয়ং গৌতমবুদ্ধ বিমানযোগে শ্রাবস্তী থেকে একদিনে শতযষ্টি যোজনের বেশি পথ পেরিয়ে উত্তরবঙ্গের পৌণ্ড্রনগরে গিয়েছিলেন। পথটি আধুনিক মাপে ১২৮০ মাইলের বেশি।
এভাবেই বিভিন্ন ভারতীয় গ্রন্থের পাতায় ছড়িয়ে রয়েছে যুদ্ধাস্ত্র, যুদ্ধযান, আকাশযানের কথা। এ নিয়ে এখনও তেমন গবেষণা হয়নি আজও। আজকের লেখায় সেই মূল সূত্রের কিছু হদিশ দেবার চেষ্টা মাত্র।

তথ্যসূত্র:

1) Hindoo Chemistry: Dr. P.C. Roy.
2) Notes of Sanskript Manuscript, Vol. V:
Dr. Rajendra Lal Mitter.
3) ভারত রহস্য: রামদাস সেন
4) পৃথিবীর ইতিহাস, ৩য় খণ্ড: দুর্গাদাস মজুমদার।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.