বুদ্ধের চিকিৎসক মগধের রাজবৈদ্য জীবক ও ভারতের আয়ুর্বেদ শাস্ত্র

History of India
royal physician jivaka of gautama buddha at magadha and indian ayurveda
সময়কাল খ্রিস্ট পূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দী।
স্থান: ভারতের মগধ অর্থাৎ আজকের দক্ষিণ বিহার।
এ দেশে গৌতম বুদ্ধ তখন ধর্মপ্রচার করছেন। মগধের সিংহাসনে তখন রাজা বিম্বিসার। একদিন রাজা বিম্বিসারের পুত্র অভয় রাজগৃহের (অধুনা রাজগীর) কাছে এক বনে ঘুরছিলেন। হঠাৎ দেখলেন, এক জায়গায় একদল কাক তারস্বরে চিৎকার করছে। পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়াতেই দেখলেন, একটি ফুটফুটে সদ‍্যজাত শিশু! অভয় শিশুটিকে ঘরে এনে পুত্রস্নেহে বড়ো করে তুললেন। তার নাম রাখা হলো "জীবক।" ছোটবেলায় বন্ধুরা জীবককে তার মায়ের কথা জিজ্ঞেস করতো এবং উত্তর না পেয়ে যথারীতি ব‍্যঙ্গ-বিদ্রূপ করতো। দু: খিত জীবক একদিন রাজপুত্র অভয়ের কাছে নিজের মায়ের কথা জানতে চাইলেন।
সত্যি কথাটাই বললেন অভয়, জানালেন, জীবককে তিনি বনের মধ্যে পেয়েছেন। পিতা-মাতার পরিচয় তাঁর জানা নেই।
জীবক বুঝলেন, রাজকুমার অভয় তার পালক পিতা এবং তাই তাঁর বিষয়-সম্পত্তিতে জীবকের কোনো অধিকার নেই।
এরপর জীবক নিজের জীবন-জীবিকার জন্য আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে পড়াশুনো করার সিদ্ধান্ত নিলেন এবং চলে গেলেন গান্ধার দেশের তক্ষশীলায়। আজকের পাকিস্তানের রাওয়ালপিণ্ডি-পেশোয়ার অঞ্চল ছিল তখনকার গান্ধার দেশ।
রাজগৃহ থেকে তক্ষশীলা ছিল অনেক দূরের পথ। তবুও একদিন তক্ষশীলায় পৌঁছলেন জীবক। এরপর সেখানে এক আয়ুর্বেদাচার্যের কাছে হাজির হয়ে জীবক তার মনোবাসনার কথা জানালেন। কেউ কেউ বলেন, এই আয়ুর্বেদাচার্যের নাম আত্রেয়। কিন্তু বিদ‍্যাশিক্ষার জন্য তখন বিদ‍্যার্থীদের গুরুদক্ষিণা দিতে হতো। গুরু যথারীতি জিজ্ঞেস করলেন, জীবক কতটা দক্ষিণা এনেছে।
জীবক জানালেন, তিনি কাউকে কিছু না বলেই পালিয়ে এসেছেন। তিনি একেবারে কপর্দকশূন‍্য। সেই সঙ্গে জীবক জানালেন, তিনি প্রতিজ্ঞা করছেন, শিক্ষা শেষে গুরুর দাস হয়ে থাকবেন। গুরুদেব জীবককে আয়ুর্বেদ শিক্ষা দিতে রাজি হয়ে গেলেন। এরপর জীবক মন দিয়ে শিখতে লাগলেন সবকিছু। যে শিক্ষা শেষ করতে অন্য শিক্ষার্থীদের চৌদ্দ বছর লাগে, জীবক তা আয়ত্ত করে ফেললেন মাত্র সাত বছরেই। এরপর একদিন জীবক তাঁর গুরুকে জিজ্ঞেস করলেন, আর কতদিন তাঁকে এভাবে শিক্ষা নিতে হবে। গুরু এবার তাঁকে চারদিন সময় দিয়ে বললেন, এই নগরীর দু'যোজন এলাকার মধ্যে যত গাছপালা দেখবে, সেসব পরীক্ষা করে এসে জানাবে, কোনটির মধ্যে ওষুধিগুণ নেই! তারপর আমি তোমাকে জানাবো।
royal physician jivaka of gautama buddha at magadha and indian ayurveda
জীবক চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও ওষুধিগুণহীন কোনো গাছপালা পেলেন না। এবার অতি সঙ্কোচের সঙ্গে গুরুকে বিষয়টি জানালেন। কিন্তু একথা শুনে মুগ্ধ গুরুদেব জানালেন, জীবকের শিক্ষা সম্পূর্ণ‌। এরপর জীবক ফিরলেন স্বদেশে। চলতে চলতে একসময় জীবক পৌঁছলেন অয‍্যোধ‍্যার কাছে সাকেতনগরে। এখানে এক অভিজাত পরিবারের জনৈকা মহিলা সাত বছর ধরে মাথা ব‍্যথায় কষ্ট পাচ্ছিলেন। বহু বৈদ‍্য চিকিৎসা করে ব‍্যর্থ। জীবক গরম মাখনে ওষুধ মিশিয়ে তৈরি করলেন এক ধরণের নস‍্য। এই নস‍্য কয়েকদিন নাকে টেনে আরোগ্যলাভ করলেন রোগিনী। এরপর তিনি জীবককে পুরস্কার হিসেবে দিলেন প্রচুর অর্থ। জীবক সেই অর্থ তাঁর পালকপিতা রাজকুমার অভয়কে দিয়ে দিলেন। অভয় সন্তুষ্ট হয়ে জীবককে তাঁর ঘরেই থাকতে দিলেন এবং সেই সঙ্গে তাঁর সমস্ত সম্পদ ভোগের অনুমতি দিলেন।
মগধরাজ বিম্বিসারের হয়েছিল ভগন্দর। ভীষণ কষ্ট পাচ্ছিলেন তিনি। জীবক এক প্রকার প্রলেপ দিয়ে আরোগ্য করলেন রাজা বিম্বিসারের রোগ। এরপর বিম্বিসার খুশি হয়ে জীবককে তাঁর রাজবৈদ‍্য নিযুক্ত করলেন এবং সেই সঙ্গে তাঁর জীবন-যাপনের জন্য তাঁকে অনেকগুলি গ্রাম জায়গির হিসেবে দিলেন। এবার রাজগৃহের এক অভিজাত ব‍্যক্তির মাথায় অস্ত্রপ্রচার করে তার মাথা ব‍্যথা সারিয়ে দিলেন জীবক। এর আগে দু'জন বৈদ‍্য ব‍্যর্থ হোন। চারদিকে ছড়িয়ে পড়লো রাজবৈদ‍্য জীবকের খ‍্যাতি। বারাণসীর এক ধনী পুত্রের অন্ত্রে গিঁট লেগে গিয়েছিল। লাফ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ছেলেটি কোনোরকম শক্ত খাবার খেতে পারছিল না। তরল খাবার খেয়ে আধমরা হয়ে বেঁচেছিল। রাজা বিম্বিসারের অনুমতিক্রমে সেই ধনী ব‍্যক্তিটি জীবককে তাঁর ঘরে নিয়ে গেলেন। এক্ষেত্রেও রোগির বস্তিপ্রদেশে অস্ত্রপ্রচার করে জীবক অন্ত্রটিকে পুনরায় আগের জায়গায় ফেরালেন। ফের জীবকের চিকিৎসায় চমকে গেলেন সবাই।
royal physician jivaka of gautama buddha at magadha and indian ayurveda
মগধরাজ বিম্বিসারের বন্ধু ছিলেন অবন্তীরাজ চণ্ডপ্রদ‍্যোৎ মহাসেন। তাঁর হয়েছিল মারাত্মক জণ্ডিস। তেল, ঘিয়ের গন্ধ পর্যন্ত অসহ্য লাগছিল তাঁর কাছে। বন্ধুর অনুরোধে জীবককে পাঠানো হলো অবন্তীরাজের কাছে। জীবক সেখানে গিয়ে প্রথমেই ওষুধ খোঁজার জন্য একটি হাতি ও তার মাহুত চাইলেন। এরপর একদিন অবন্তীরাজকে ঘি মেশানো ওষুধ খাইয়ে হাতির পিঠে চেপে পালালেন জীবক। অবন্তীরাজ রেগে গিয়ে জীবককে ধরার আদেশ দিলেন। কিন্তু তাঁকে ধরা গেল না। কারণ, জীবক ততক্ষণে নাগালের বাইরে। এদিকে কিছুদিনের মধ্যেই সেরে উঠলেন অবন্তীরাজ। ভুল বুঝতে পেরে এবার পুরস্কৃত করলেন জীবককে।
গৌতম বুদ্ধের একবার প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য হয়েছিল। তিনটি পদ্মফুলের মধ্যে ওষুধ রেখে তার ঘ্রাণ নেওয়ার পরামর্শ দিলেন জীবক। রোগমুক্ত হলেন বুদ্ধ। পরে বুদ্ধের পায়ে একবার বিষাক্ত ক্ষত হয়েছিল এবং জীবক তা সারিয়ে তোলেন।
সে সময় মগধে শোথ, কুষ্ঠ, ধবল, যক্ষ্মার মতো মারাত্মক মারণব‍্যাধিতে আক্রান্ত হয়েছিল বহু মানুষ। এ সময় অনেক রোগিকেই জীবক চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন। উপরের সব রোগ ও রোগির চিকিৎসা হয়েছিল ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রমতে। দুর্ভাগ্যের বিষয়, সেই আয়ুর্বেদ এখন হারিয়ে গেছে। আর জীবকের মতো আয়ুর্বেদিক চিকিৎসকও নেই।
তথ্যসূত্র:
1) Dictionary of Pali Proper Names by G.P. Malalasekera, London, 1960, Vol.I, PP.957-58 (Jivaka-Komarabhachha).
2) জাতক: অনুবাদ --ঈশানচন্দ্র ঘোষ, প্রথম খণ্ড, কলকাতা, ১৩২৩ বঙ্গাব্দ, পৃ: ২৮২-৮৪.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.