পারস্য থেকে ভারতে এসেছিলেন ব্যবসা করতে। পারসিক ব্যবসায়ী মীরজুমলা এরপর মোগল সম্রাট আওরঙ্গজেবের সুনজরে পড়ে যান এবং তারপর হয়ে যান বাংলার মোগল বাহিনীর সেনাপতি।
১৫৫১ খ্রিস্টাব্দে ইস্পাহানের আর্দিস্থানে জন্ম মীরজুমলার। আসল নাম---মীর মহম্মদ সাইদ আর্দেস্থানী। আওরঙ্গজেবের নেকনজরে পড়ে ভাগ্য খুলে যায় তাঁর। জোটে বেশ কয়েকটি জমকালো উপাধি---মুয়াজম খান, খান-ই-খানান, সিপাহশালার, ইয়ার-ই-বাফাদার। ১৬৬২ খ্রিস্টাব্দের জানুয়ারিতে মীরজুমলা আক্রমণ করেন অসম। মোগল শক্তির সাহায্যে কব্জা করেন অসমের রাজধানী গুরগাঁও।
কিন্তু এখানেই থেমে যেতে হয় মীরজুমলাকে। কারণ, ইতিমধ্যে দেশে শুরু হয়ে যায় বর্ষা। পাহাড়ি এলাকায় অনভ্যস্ত মোগল সেনা ঘোড়া নিয়ে আর চলাচল করতে সক্ষম হয় না। এই সুযোগকে পুরোপুরি কাজে লাগায় অসম সেনাবাহিনী। রাতের অন্ধকারে চারদিক থেকে মোগল সৈন্যদের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে অসম সেনারা। এভাবেই অসম সেনাবাহিনী নিজেদের বেদখল হয়ে যাওয়া জায়গাগুলিকে পুনরুদ্ধার করে নেয়। এদিকে খাদ্য-পানীয়ের অভাবে মোগল সৈন্যরা মথুরাপুর শিবির ত্যাগ করতে বাধ্য হয়।
এরপর রীতিমতো মহামারীতে আক্রান্ত হয় মোগল বাহিনী। এর ফলে মৃত্যু হয় দুই-তৃতীয়াংশ মোগল সেনার। কঠিন আমাশয় রোগে ধরে মীরজুমলাকে। এরমধ্যে মোগল বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অসমরাজ জয়দেবরাজ সিংহ। ইতিমধ্যে শেষ হয়ে যায় বর্ষাকাল। বৃষ্টি কমে গেলে ফের মোগল বাহিনী আরও একবার চড়াও হয় অসমের ওপর। তবে এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোগল সেনাপতি মীরজুমলা।
১৬৬৩ খ্রিস্টাব্দের জানুয়ারিতে অসমরাজ ও মীরজুমলার মধ্যে খিলাজহরিঘাটের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর মীরজুমলা রাজধানী ঢাকার পথে রওনা দেন। এদিকে জয়দেবরাজের পর অসমের রাজা হোন চক্রধ্বজ সিংহ। তিনি মোগলদের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃত হোন। আর মীরজুমলা অসম ছাড়তেই অসমীয়ারা ফের তাদের জায়গাগুলি দখল করে নেয়।
এদিকে অসম থেকে ঢাকা ফেরার পথেই ১৬৬৩ খ্রিস্টাব্দের ৩০ শে মার্চ খিজিরপুরের কাছে নৌকাতেই মারা গেলেন মীরজুমলা। তাঁর আর রাজধানী ঢাকায় ফেরা হলো না। এরপরের ঘটনা ইতিহাসের নেপথ্যের কথা। আর সেটি হলো, --
"ঔরঙ্গজেব মিরজুমলার সৈন্যদিগকে ভয় করিতেন বলিয়া ঐ সৈন্যগণের আর রসদের ব্যবস্থা করিলেন না। কিম্বা তাহাদিগকে দিল্লী পাঠাইবার ব্যবস্থা করেন নাই। ফলে সৈন্যগণ চট্টগ্রাম, নোয়াখালি, বরিশাল এবং কুমিল্লার দুর্বল হিন্দু পুরুষদিগকে হত্যা করিয়া তাহাদের স্ত্রীপুরুষ ও ভূসম্পত্তি অধিকার করিয়া বাংলার অধিকারী হয়। এই সকল কারণে পূর্ববঙ্গে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হইয়াছিল।"
---বাংলা ও বাঙালীর ইতিহাস, ১ ম খণ্ড, পৃষ্ঠা-১৮৯: ধনঞ্জয় দাশ মজুমদার
আওরঙ্গজেবের এই পদক্ষেপ ওপার বাংলায় মুসলমানের সংখ্যা বৃদ্ধির একটি কারণ।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
I am a history aficionado, wandering along the path in search of history, archaeology and folk culture. This journey is aimed at constructing an undiscussed chapter of the forgotten Bangla with the information obtained from field survey.