হূণ আক্রমণ প্রতিরোধে ভারতীয় যোদ্ধারা

History of India
indian warriors to resist the hun attack
খ্রিস্টিয় ষষ্ঠ শতাব্দীর ভারতীয় ইতিহাস হলো হূণ আক্রমণের তাণ্ডবে রক্তাক্ত, বিপর্যস্ত। সেই দুর্ধর্ষ হূণদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ভারতের গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত, বালাদিত‍্য নরসিংহগুপ্ত, মৌখরীরাজ ঈশানবর্মা ও মালবরাজ যশোধর্মা। আজকের লেখায় সেই হূণ প্রতিরোধের কথা।

শুরুতেই হূণদের সম্পর্কে পরিচয় দেওয়া দরকার। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের (৪৫৬ খ্রি: ) রাজত্বের শেষদিকে মধ‍্য এশিয়া থেকে শ্বেত হূণ নামে এক দুর্ধর্ষ জাতি ভারতে ঢুকে ত্রাসের সঞ্চার করে। এদের নেতা ছিলেন এটিলা। হূণ নেতা এটিলার আক্রমণে পূর্ব ইওরোপ বিধ্বস্ত হয়। এরপর এটিলা বাহিনী রোমে হাজির হলে রোম সম্রাট তৃতীয় ভ‍্যালেনটিয়ান পালিয়ে বাঁচেন।

কিন্তু ভারতে এসে হূণরা প্রবল আক্রমণের সম্মুখীন হয়। গুপ্তরাজ স্কন্দগুপ্তের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়ে হূণরা ভারত ছেড়ে পারস্যের দিকে রওনা হয়। পারস্যরাজ নিহত হোন এবং পারস্য হূণদের দখলে আসে।
এটা সত্য, যে হূণরা হেলায় পূর্ব ইওরোপ ও পারস্য জয় করে, সেই দুর্ধর্ষ হূণরা ভারতে স্কন্দগুপ্তের কাছে এমনভাবে পরাজিত হয় যে, স্কন্দগুপ্তের মৃত্যুর বহুকাল পরেও হূণরা আর ভারতমুখো হয়নি। এরপর খ্রিস্টিয় ষষ্ঠ শতকের প্রথমদিকে শুরু হয় ভারতে দ্বিতীয়বার হূণ আক্রমণ। হূণ নেতা তোরমানের নেতৃত্বে হূণরা ভারতের একের পর এক কাশ্মীর, পঞ্জাব, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ‍্য প্রদেশের কিছু অঞ্চল দখল করে এক হূণ রাজ‍্য গড়ে তোলে। সে সময় বৈন‍্যগুপ্ত ও ভানুগুপ্তের মতো দুর্বল গুপ্ত শাসকরা ভারতের শাসন ক্ষমতায় ছিলেন। অথচ তখন দরকার ছিল স্কন্দগুপ্তের মতো শক্তিশালী শাসকের। এরান লিপি, পশ্চিম পঞ্জাবের কুরা গ্রামের তোরমানের প্রচারিত অভিলেখ, শতদ্রু ও যমুনার মধ‍্যবর্তী অঞ্চলে আবিষ্কৃত তোরমানের মুদ্রা, সোমদেব সূরীর লেখা থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে।
আনুমানিক ৫১৫ খ্রিস্টাব্দে তোরমানের মৃত্যু হলে তাঁর পুত্র মিহিরকুলের হাতে হূণ নেতৃত্বের দায়িত্ব আসে। সমসাময়িক গ্রীক লেখক কসমস্ ইণ্ডিকো প্লেউসটিস ও চীনা পর্যটক হিউয়েন সাঙের লেখায় মিহিরকুলের সম্পর্কে জানা যায়।
বেঁটে-খাটো চেহারা, চ‍্যাপ্টা নাক, চওড়া কাঁধ, কোটরগত দুটো ছোট চোখ, গোঁফ-দাড়িবিহীন মুখবিশিষ্ট হূণদের দেখে আতঙ্কিত হয়ে পড়তো এলাকার প্রজারা। দ্রুতগামী ঘোড়ায় চেপে এসে আগুন জ্বালিয়ে, লুটপাট ও খুন-জখম করে গ্রামের পর গ্রাম রক্তাক্ত করে তুলছিল নিষ্ঠুর হূণদের দল। এই হূণদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মৌখরীরাজ ঈশানবর্মা। তিনি হূণদের পরাজিত করে নিজের এলাকা থেকে হূণ ভীতি দূর করেন।
প্রজাদের ওপর এই নির্মম অত‍্যাচার সহ‍্য করতে পারলেন না মালবরাজ ( অন্যমতে ঔলিকররাজ ) যশোধর্মা। হূণ দমনে মালবরাজ যশোধর্মার সঙ্গে গুপ্তসম্রাট নরসিংহগুপ্তের বন্ধুত্ব গড়ে উঠলো। এই দুই সম্রাটের যৌথ বাহিনীর সাঁড়াশি আক্রমণে হূণরা প্রাণভয়ে পাহাড়-জঙ্গলে পালিয়ে গেল। মালবরাজ যশোধর্মার দখলে এলো হূণদের রাজধানী শিয়ালকোট।
এই হূণ বিজয়ের পাঁচ বছর পর মধ‍্য প্রদেশের মান্দাসোরের দশপুর নগরীর প্রান্তে দুটি বিজয়স্তম্ভ তৈরি করেন মালবরাজ যশোধর্মা। ৫৩৩ খ্রিস্টাব্দে উৎকীর্ণ এই মান্দাসোর লিপিতে রাজা যশোধর্মা দাবি করছেন,
"মিহিরকুল-নৃপেণ-অর্চিতং পাদযুগ্মম্",
অর্থাৎ তাঁর চরণ বন্দনা করতেন মিহিরকুল।
ভারতের রাজনীতিতে ধূমকেতুর মতো দেখা দিয়ে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছিলেন মালবরাজ যশোধর্মা। আনুমানিক ৫৩০ খ্রিস্টাব্দ থেকে ৫৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র দশ বছর সময়কালে হূণ আতঙ্ক দূর করে প্রজাদের জীবনে নিরাপত্তা দিতে সমর্থ হয়েছিলেন তিনি। ঐতিহাসিক কাশীপ্রসাদ জয়সোয়াল এই মালবরাজ যশোধর্মাকে পুরাণ বর্ণিত দশম অবতার কল্কিদেব বলে উল্লেখ করেছেন। এটিও যশোধর্মার বীরত্বের এক উজ্জ্বল পরিচয়।

তথ্যসূত্র:

1) The Age of the Imperial Guptas (Banaras, 1933): R.D. Banerji.
2) A History of the Imperial Guptas (Allahabad, 1967): S. R. Goyal.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.