রাজ‍্য শাসনে প্রাচীন ভারতের নারীরা

History of India
history of women rule in old india
হাল আমলে বলা হচ্ছে, নারী-পুরুষ সমান সমান। কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছে নারী শাসনের প্রমাণ। শুধুমাত্র ঘরের হাঁড়ি-হেঁসেলে আটকে না থেকে প্রাচীন ভারতের নারীরা সাফল্যের সঙ্গে রাজ‍্য শাসন করেছেন। এ সম্পর্কে আমাদের কাছে যথেষ্ট অজানা একটি বিষয় হলেও ভারতের ইতিহাসে নারী শাসিত রাজ‍্যের উদাহরণ রয়েছে। দক্ষ নারী শাসক হিসেবে প্রাচীন কাশ্মীরের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে রাণী দিদ্দা। তিনি ছিলেন কাশ্মীররাজ ক্ষেমগুপ্তের রাণী। রাজা ক্ষেমগুপ্ত ৯৫০ থেকে ৯৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত কাশ্মীর শাসন করেছিলেন। স্বামীর জীবদ্দশাতেই রাণী দিদ্দা রাজকাজে অংশ নিয়ে সুনাম অর্জন করেছিলেন। এর প্রমাণ রয়েছে রাজা ক্ষেমগুপ্তের মুদ্রায়। ক্ষেমগুপ্তের মুদ্রায় "দি-ক্ষেম" নামটি উৎকীর্ণ আছে। গবেষকদের মতে, "দি-ক্ষেম" হচ্ছেন "দিদ্দা-ক্ষেম।"
ক্ষেমগুপ্তের মৃত্যুর পর তাঁর পুত্র অভিমন্যুসহ তিন পৌত্র ৯৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত কাশ্মীর শাসন করেন। তবে এই সময় কার্যত: বিধবা রাণী দিদ্দাই রাজপাট পরিচালনা করতেন। এরপর নিজেই কাশ্মীরের সিংহাসনে বসেন রাণী দিদ্দা এবং প্রায় ২২ বছর দক্ষতার সঙ্গে শাসনকাজ পরিচালনা করেন। প্রাচীন ভারতের ইতিহাসে আরেকজন নারী রাজ‍্য শাসন করে বিখ্যাত হয়ে আছেন। তিনি প্রাচীন বিদর্ভ অর্থাৎ বেরার অঞ্চলের বাকাটক বংশীয়া রাজা রুদ্রসেনের প্রধানা মহিষী প্রভাবতীগুপ্তা। খ্রিস্টিয় পঞ্চম শতাব্দীতে বিদর্ভ অঞ্চলের বাকাটক বংশীয় শাসক দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যু হয়। এরপর "যুবরাজের জননী" হিসেবে সেখানকার সিংহাসনে বসেন রাণী প্রভাবতীগুপ্তা। তিনি প্রায় ১৩ বছর দক্ষতার সঙ্গে বাকাটক শাসন পরিচালনা করেছিলেন। প্রাচীন ভারতের ইতিহাসে নারী শাসক হিসেবে যাঁর কথা শ্রদ্ধার সঙ্গে উঠে আসে, তিনি দাক্ষিণাত‍্যের কাকতীয়া বংশীয়া রাণী রুদ্রাম্মা বা রুদ্রাম্বা।
কাকতীয়রাজ গণপতি অপুত্রক অবস্থায় মারা যান। এরপর ১২৬১ খ্রিস্টাব্দে সিংহাসনে বসে রাজ‍্যের শাসনভার তুলে নেন রাণী রুদ্রাম্মা‌। ভেনিস থেকে ভারতে আসা পর্যটক মার্কো পোলো রাণী রুদ্রাম্মার শাসন দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। দীর্ঘ ৩১ বছর দক্ষতার সঙ্গে দক্ষিণ ভারতের পূর্বাঞ্চলের বিশাল কাকতীয় সাম্রাজ্য শাসন করে গিয়েছেন রাণী রুদ্রাম্মা। প্রাচীন উড়িষ্যা দেশেও বেশ কয়েকজন নারী রাজপাট পরিচালনা করে দক্ষ শাসক হিসেবে উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারিণী হয়েছিলেন। এঁদের মধ্যে রয়েছেন---রাণী গোস্বামীনী, রাণী ত্রিভুবন মহাদেবী, রাণী পৃথ্বিমহাদেবী, রাণী গৌরী মহাদেবী, দণ্ডি মহাদেবী, বকুল মহাদেবী, ধর্মমহাদেবী।
গোস্বামীনীর বিষয়ে বিশেষ কিছু জানা যায় না। তবে তাঁর শাসনকালে প্রজারা নি: সন্দেহেই সুখে-শান্তিতে বসবাস করতেন, তা গবেষকরা বলেন। কারণ, পরবর্তীকালে উড়িষ্যার ভৌম-কর বংশীয় রাজা তৃতীয় শুভাকরগুপ্ত (আনুমানিক ৯৩৪ খ্রি: ) অল্প বয়সে মারা গেলে রাণী গোস্বামীনীর দৃষ্টান্ত অনুসরণ করেই প্রজারা রাজমাতা ত্রিভুবনমহাদেবী ( অপর নাম---সিন্দগৌরী)-কে রাজপদে বরণ করে নিয়েছিলেন। এই রাণী ত্রিভুবনমহাদেবীর শাসন আমলের (আনুমানিক ৯৫১ খ্রি: ) তাম্রশাসন আবিষ্কৃত হয়েছে। সুতরাং, তিনি যে একজন দক্ষ শাসক ছিলেন, তা বলাই বাহুল্য। রাণী ত্রিভুবনমহাদেবী কয়েক বছর রাজ‍্য শাসন পরিচালনা করেন। এরপর সিংহাসনে বসেন তাঁর পৌত্র। পরবর্তী সময়ে ভৌম-কর বংশীয় রাজা চতুর্থ শুভাকরের রাণী পৃথামহাদেবী (আনুমানিক ৯৮৯ খ্রি: ) সিংহাসনে বসেন। এরপর ভৌম-কর শাসক রাজা পঞ্চম শুভাকর অপুত্রক অবস্থায় মারা যান। সিংহাসনে বসেন তাঁর রাণী গৌরী মহাদেবী।
রাণী গৌরী মহাদেবীর পর ভৌম-কর সিংহাসনে বসেন তাঁর কন্যা দণ্ডি মহাদেবী। শাসনকাল আনুমানিক ১০১১-১১১৮ খ্রিস্টাব্দ। এরপর উড়িষ্যার ভৌম-কর রাজসিংহাসনে বসেন দণ্ডি মহাদেবীর বিমাতা ভঞ্জকুল বংশোদ্ভূতা বকুল মহাদেবী। বকুল মহাদেবীর পর সিংহাসনে বসেন ভৌম-কর বংশীয় রাজা পঞ্চম শুভাকরের দাদার বিধবা রাণী ধর্মমহাদেবী। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দক্ষিণ-পশ্চিম অংশ থেকে উড়িষ্যার গঞ্জাম জেলার অধিকাংশ এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই ভৌম-কর বংশের সাম্রাজ্য। আজকের অঙ্গুল, ঢেঙ্কানল, ময়ূরভঞ্জ ও কেওনঞ্ঝড় অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল এই ভৌম-কর বংশের রাজপাট। রাজধানী ছিল তোসলী বা তোসলা। ভৌম-কর বংশীয় রাজাদের আমলে এই তৌসলী দুটি প্রদেশে বিভক্ত ছিল---উত্তর তোসলী ও দক্ষিণ তোসলী। ভৌম-কর রাজাদের রাজধানী ছিল বিরজা বা গুহেশ্বরপাটক নগর, যেটি অবস্থিত ছিল বর্তমান যাজপুরে। আর তৌসলীকে বর্তমান ধৌলী বলে গবেষকদের অভিমত। খ্রিস্টিয় নবম, দশম ও একাদশ শতাব্দীতে ভৌম-কর বংশীয় রাজারা উড়িষ্যা শাসন করতেন। তাঁরা "ভৌম-করাব্দ" নামে একটি সাল বা অব্দের প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, ৮৩১ খ্রিস্টাব্দ থেকে এই সাল গণনা শুরু হয়েছিল।
উড়িষ্যার এই ভৌম-কর বংশীয়া শাসক রাণী দণ্ডিমহাদেবীর একখানি তাম্রশাসন আবিষ্কৃত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ১৮০ ভৌম-করাব্দে অর্থাৎ ১০১১ খ্রিস্টাব্দে সূর্যগ্রহণ উপলক্ষে পরমভট্টারিকা মহারাজাধিরাজ পরমেশ্বরী দণ্ডি মহাদেবী একখানি গ্রাম দান করছেন ধর্মপাটি নামে এক ব্রাহ্মণকে।

এছাড়া এই রাণী দণ্ডি মহাদেবীর সম্পর্কে তাম্রশাসনে বলা হয়েছে, ---

"তস‍্য ত্রিবিষ্টপ-জুষ: পরমেশ্বরস‍্য
দেবী সমস্ত-জনতা-নত-পাদপদ্মা।
সিংহাসনং শশিকরামল-কীর্ত্তি-গৌরী
গৌরীব গৌরবপদং চিরমধরোহৎ। ।
ততো দণ্ডিমহাদেবী সুতা তস‍্যা মহীয়সী।
মহীমহীন-সামর্থ্যা চিরকালমপালয়ৎ। ।
অবিচ্ছিন্নায়তি-প্রাংশৌ বংশে কর-মহীভৃতাম্।
চিহ্নভূতা পতাকেব যা বভূব বিভূষণম্। ।
লাবণ্যামৃত-নিষ‍্যন্দ-সুন্দরং দধতী বপু: ।
যা রাজচ্চন্দ্রলেখেব বিলস‍ৎকীর্ত্তি-চন্দ্রিকা। ।"
তথ্যসূত্র:
1) Great Women of North India(C.400 B.C. to1200 A.D.), Bharatiya Vidya. Bombay, Vol.XV, 1954, PP-23-27,
Studies in the Society and Administration, etc., PP-237-243
2) Great Women of India, edited by Swami Madhavananda and R. C. Majumder, Almora, 1953, PP-286-297.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.