হিন্দু কলেজের নামে কলেজ স্ট্রীট

History of India
college street in the name of hindu college
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর না থাকলেও অ্যালবার্ট হল আছে, তার পেটে কফি হাউস আছে, আর আছে বই পাড়া "কলেজ স্ট্রীট।" হিন্দু কলেজের নামে তৈরি মধ্য কলকাতার ১.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার নাম "কলেজ স্ট্রীট।" হিন্দু কলেজ নাম বদলে এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কিন্তু হিন্দু কলেজের নামে "কলেজ স্ট্রীট" আজও আছে, নাম বদলায়নি। তবে পাশাপাশি এটি বইপাড়া বলে সাধারণভাবে পরিচিত। বৌবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের মোড় থেকে শুরু করে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত প্রসারিত এই "কলেজ স্ট্রীট।"

কলেজ স্ট্রীট একদিনে গড়ে ওঠেনি। যখন হুগলির শ্রীরামপুর ও কলকাতা থেকে বাংলা বই ছেপে বেরোতে লাগলো, তখন সেসব বই থাকতো লেখক, মুদ্রাকর কিংবা কোনো ব‍্যক্তির সংগ্রহে। ১৮৫৭ খ্রিস্টাব্দে জেমস লঙ কলকাতায় বই দোকান নেই বলে আক্ষেপ করেছেন। আসলে তখন দোকান ছিল না, কিন্তু বইয়ের ফেরিওয়ালা ছিল। এইসব ফেরিওয়ালারা মাথায় বই নিয়ে পাড়ায় পাড়ায় ফেরি করে বেড়াতো। কলকাতার প্রথম বই বিক্রেতা গঙ্গাকিশোর ভট্টাচার্য। বই বেচতে বেচতে প্রকাশক হোন তিনি। এরপরের বই বিক্রেতা হলেন শোভাবাজার রাজবাড়ির বিশ্বনাথ দেব। বিশ্বনাথ দেব সস্তার বটতলার বইয়ের স্রষ্টা। এরপর ভবানীচরণ বন্দোপাধ্যায় কলুটোলায় চন্দ্রিকা যন্ত্রালয় স্থাপন করেন। এখান থেকে বহু বাংলা বই ছাপা হয়েছিল।

তবে ১৮৪৭ খ্রিস্টাব্দে কলকাতার আমহার্স্ট স্ট্রীট অঞ্চলে একটি সংস্কৃত যন্ত্রালয় স্থাপন করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর এবং সেই সঙ্গে আরপুলি লেনের কাছে খোলেন একটি বইয়ের দোকান "সংস্কৃত প্রেস ডিপজিটরি।" এরপর ১৮৮১ খ্রিস্টাব্দে কলুটোলায় গড়ে ওঠে বঙ্গবাসী কার্যালয়। পরে ১৮৯১ খ্রিস্টাব্দে এই কলুটোলায় স্থাপিত হয় হিতবাদী কার্যালয়। এঁরাই প্রথম "রবীন্দ্র গ্রন্থাবলী" ছেপে গ্রাহকদের বিনামূল্যে বিতরণ করেন। পরবর্তীতে সৎ সাহিত্য প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা নেয় বঙ্গবাসী ও বসুমতী। আরপুলি লেন ও কলুটোলা ছিল কলেজ স্ট্রীটের কাছেই। তবুও কলেজ স্ট্রীটে তখনও পর্যন্ত বইয়ের দোকান ছিল না।
কলেজ স্ট্রীটে প্রথম যিনি বইয়ের দোকান খোলেন, তিনি গুরুদাস চট্টোপাধ্যায়। হিন্দু হোস্টেলের সিঁড়ির কোণে দুর্গাদাস করের "মেটেরিয়া মেডিকা" বেচতেন তিনি। এরপর তিনি কলেজ স্ট্রীটে "বেঙ্গল মেডিক্যাল লাইব্রেরী" প্রতিষ্ঠা করে ডাক্তারি বই বেচতে থাকেন। এরপর ১৮৮৫-তে কলেজ স্ট্রীট থেকে দোকান সরিয়ে আনেন কর্ণওয়ালিশ স্ট্রীটে। তার দু'বছর আগে ১৮৮৩-তে কলেজ স্ট্রীটে দোকান দেন শরৎকুমার লাহিড়ী, নাম "এস.কে.লাহিড়ী অ্যাণ্ড কোম্পানি।"
এরপর ১৮৮৬-তে কলেজ স্ট্রীটে আরেকটি দোকান হয় "দাশগুপ্ত অ্যাণ্ড কোম্পানি।" এই সময় ৯৭ নম্বর কলেজ স্ট্রীটে তৈরি হয় "সোমপ্রকাশ ডিপজিটরি।"
কলেজ স্ট্রীটের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো অ্যালবার্ট হল, যেখানে বিখ্যাত "কফি হাউস।" এই অ্যালবার্ট হল্ ভেঙে তৈরি হয় নতুন বাড়ি। আর এই বাড়ির কলেজ স্ট্রীটের দিকে নিচের তলার ঘরগুলো ভাড়া নেন বিভিন্ন বই ব‍্যবসায়ীরা। এই বাড়ির উত্তরদিকে শেষ ঘরটায় ছিল "সেন ব্রাদার্স।" মালিক মিষ্টভাষী অমায়িক ভদ্রলোক ভোলানাথ সেন। একটি বইয়ে ইসলাম অবমাননার অভিযোগে সন্দেহের বশে নিজের দোকানেই এক মুসলিম যুবক ছুরি মেরে খুন করে ভোলানাথ সেনকে।
রক্তাক্ত হয় সেদিন সরস্বতীর পাদপীঠ কলকাতার কলেজ স্ট্রীট। অথচ তিনি ওই বইয়ের লেখক ছিলেন না। বই বেচতে গিয়ে শুধুমাত্র সন্দেহের বশেই মৌলবাদী যুবকের হাতে হাতে প্রাণ যায় তাঁর। চল্লিশের দশকের শেষদিকে জমে উঠলো জমজমাট কলেজ স্ট্রীট বইপাড়া। ২০০৭-এ টাইম ম‍্যাগাজিনে "বেস্ট অব্ এশিয়া"-র তালিকায় উঠে আসে কলকাতার কলেজ স্ট্রীট।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.