মমতাকে জিতিয়ে নষ্ট হয়েছে একটি দশক, এ বার প্রকৃত পরিবর্তন চান মানুষ

Column
people want real change in west bengal for a decade wasted by winning mamata banerjee

-সঞ্জু ভার্মা

(শেষ পর্ব)
বাংলাদেশের জেহাদি মনোভাবাপন্ন, উগ্র ইসলামে দীক্ষিত যুবকেরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে বাংলার রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরাচ্ছে। মমতা এ সব দেখেও না দেখার ভান করছেন। লাভ জেহাদ নামে প্রায় ছশো মহিলার উপর অত্যাচার করা হয়েছে শুধু মালদাতেই। গজওয়া-ই হিন্দ নামে একটি উগ্রবাদী সংগঠনকে মমতাকে কৌশলে বাড়তে দিয়েছেন।

২০১৯ সালের জন্য ন্যাশন্যাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর জন্য কোনও তথ্য দিতে পারেনি পশ্চিমবঙ্গ। এমনিতেই তথ্য বিকৃত করা, ভুল তথ্য দেওয়ার বিষয়ে তৃণমূল সরকারের বদনাম আছে। সুতরাং, যা তথ্যই তারা দিক, অপরাধের মূল ছবিটা তার চেয়ে খারাপ হওয়ারই আশঙ্কা। ২০১৮ সালে ভারতের মধ্যে হিংস্র অপরাধে পশ্চিমবঙ্গের স্থান ছিল তৃতীয়। প্রায় ১৬ হাজার মহিলা রাজ্য থেকে নিখোঁজ ছিলেন, যা দেশের মধ্যে দ্বিতীয়। সেই বছরে বাংলায় ১০৬৯টি ধর্ষণ ও ৯৪৪টি ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছিল। খোদ কলকাতা থেকে ২০১৮ সালে নিখোঁজ হয়েছেন ২৫৮৪ জন মহিলা। অপরাধের কারণে সাজার হার ওই বছরে ছিল মাত্র ১৩.৪ শতাংশ, যেখানে সারা ভারতে তার হার ছিল ৪৯.৯ শতাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা শুধু যে অপরাধ দমনে তাই নয়, ভিখারীদের সংখ্যার নিরিখেও বাংলা একদম উপরের দিকে।

বেকারত্ব বেড়ে যাওয়া ও গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট পড়তে থাকা বাংলার পক্ষে খুব উদ্বেগের বিষয়। পরিষ্কার-পরিচ্ছন্নতাতেও পিছিয়ে আছে বাংলা। ২০১৮ সালে স্বচ্ছ সর্বেক্ষণ (আর্বান) যে সমীক্ষা করেছিল, তাতে পশ্চিমবঙ্গের ২৯টি শহরকে নেওয়া হয়েছিল। তার মধ্যে ২৫টি শহরই দেশের ৫০টি সবচেয়ে নোংরা শহরের মধ্যে পড়েছিল। তা হলে মমতার নিজস্ব নির্মল বাংলা কর্মসূচি যে মুখ থুবড়ে পড়েছে, এটা বলাই যায়। শহরাঞ্চলে খোলা জায়গায় মলত্যাগ করা থেকে পুরোপুরি মুক্ত করার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলার ৪৫টি আর্বান লোকাল বডি। স্বচ্ছ ভারত মিশন দেখাশোনা করে যারা, সেই আবাসন ও নগরবিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রীর এই কমর্সূচির জন্য টার্গেট বেঁধে দিলেও তাকে উপেক্ষা করেছে তৃণমূল সরকার।
এক তো দলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি দিনে দিনে খারাপ হয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতি। পঞ্চায়েত ও বিডিও অফিসে হামলা, তহবিল তছরুপ ও দুর্নীতির ২১০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে সরকারের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের সদস্যেরা নিজেদের পকেট ভারী করেন বলে অভিযোগ ওঠে। আমফান ঝড়ের সময় মোদী সরকার থেকে যে পাঁচ হাজার কোটি টাকা সাহায্য পেয়েছিল বাংলা, তা দলের নেতাকর্মীদের পকেটে চলে যায় বলে সর্ব স্তরে অভিযোগ ওঠে। অথচ যাঁদের জন্য এই সাহায্য, তাঁরা কিছুই পাননি।
দলের সদস্যদের পাইয়ে দেওয়ার রাজনীতির অজস্র উদাহরণ রয়েছে। সম্প্রতি মেডিক্যাল এডুকেশন সার্ভিসের বিভিন্ন পদের জন্য ৬৪৭ জনের একটি তালিকা প্রকাশ করেছে বাংলার সরকার। অভিযোগ, সেই তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের যোগ্যতা দেখে চাকরি হয়নি, হয়েছে তৃণমূলের সঙ্গে তাঁদের যোগাযোগ দেখে। উদাহরণ, ২৫ বছর বয়সে সদ্য এমবিবিএস পাশ করে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির আরএমও হিসেবে চাকরি পেয়েছেন এক যুবক। অথচ এই পদের জন্য যোগ্য বিবেচিত হতে গেলে এমডি ও ডিএম ডিগ্রি থাকা আবশ্যিক। ওই যুবকের বাবা এক জন প্রভাবশালী টিএমসি নেতা। বলাই বাহুল্য সেই কারণেই চাকরি পেয়েছেন ছেলে। গত ২০১১ থেকে ২০২১ এই দশ বছর মমতার নেত্বত্ব বা বলা ভালো, নেতৃত্বের অনুপস্থিতির কারণে পশ্চিমবঙ্গ মূল্যবান সময় নষ্ট হয়েছে। পাশাপাশি, বিজেপি বাংলায় ক্ষমতায় না থাকলেও মোদী কখনও দলবাজির রাজনীতিকে প্রশ্রয় দেননি। ২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবাংলায় ৬৭৫ কিমি হাইওয়ে তৈরির জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সম্প্রতি মোদী চারটি পরিকাঠামো প্রকল্পের জন্য ৪৭০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। ভারত পেট্রোলিয়ম কর্পোরেশন লিমিটেড, এলপিজি টার্মিনাল, গেল-এর পাইপলাইন, হাইওয়ে প্রকল্প ইত্যাদির জন্য। গ্যাসের অভাবে পূর্বাঞ্চলে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের মাধ্যমে পূর্বাঞ্চলকে বিভিন্ন বন্দরের সঙ্গে যুক্ত করার কথা ভাবা হয়েছিল। এই প্রকল্পে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। পাইপে এলপিজি যাবে বহু রান্নাঘরে, সিএনজিতে গাড়ি চালানো সম্ভব হবে। দুর্গাপুর সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের আধুনিকীকরণের পরিকল্পনাও আছে মোদী সরকারের। কেন্দ্রীয় সরকারের এই সব নানা উন্নয়নমূলক ও পরিকাঠানোর কর্মসূচি আত্মনির্ভরতার দিকে পদক্ষেপ করবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, পরিষ্কার জ্বালানির ফলে জীবনযাত্রার মানের উন্নতি ও শিল্প ও ব্যবসার উন্নতি হবে। হলদিয়া আমদানি ও রফতানির বড় কেন্দ্র হবে। মোদী কিছুদিন আগেই কলকাতা মেট্রোর সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন যা এখন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে। কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তৃতীয় লাইন স্থাপন, আজিমগঞ্জ থেকে খড়গপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ, ডানকুনি থেকে বারুইপাড়া এবং রসুলপুর থেকে মগরায় রেলপথের সম্প্রসারণ করা হয়েয়ে কেন্দ্রীয় রেল প্রকল্পে।
পরিশেষে একটা কথা পরিষ্কার, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিপরায়ণ ও ব্যর্থ সরকারের বিরুদ্ধে নড়ে বসেছেন ও বিজেপির পক্ষে চলে এসেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি, পরিবর্তন। বাংলার মানুষ কি স্থিতিশীলতা, আইনশৃঙ্খলার পরিস্থিতি, চাকরি, উন্নয়ন ইত্যাদি পেতে পারেন না? প্রথমে ৩৪ বছরের বাম অপশাসন তার পর মমতার দশ বছরের দুর্নীতির শৃঙ্খলে বাঁধা পড়েছে বাংলা। এ বার বাংলা তার প্রাপ্য সুদিন ফিরে পেতে চায়।
গত ৭ মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভা এক ঐতিহাসিক যুগের সূচনা করে। ব্রিটিশ শাসনের সময় কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে এই মাঠেই প্রতিবাদ সভা করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
এই মাঠেই ১৯৯২ সালে কংগ্রেসে থাকাকালীন মমতা সভা করেছিলেন। ব্রিগেডে মোদীর সভায় জনসমুদ্র থেকে যে ভাবে জয় শ্রীরাম ও ভারতমাতা কি জয় ধ্বনি উঠেছে, তা এক কথায় এক যুগান্তকারী ঘটনা। সংখ্যা কখনও মিথ্যে বলে না। ব্রিগেডের জনসংখ্যা পরিষ্কার বলে দিচ্ছে যে বাংলা এ বার পরিবর্তন ও সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রস্তুত। বাংলার মানুষ সঠিক সরকার নির্বাচনের পথেই এগোচ্ছেন।
(শেষ)
people want real change in west bengal for a decade wasted by winning mamata banerjee

লেখক অর্থনীতিবিদ ও বিজেপির জাতীয় মুখপাত্র। তাঁর লেখা ‘Truth & Dare: The Modi Dynamic’ একটি বেস্টসেলিং বই। এখানে লেখকের মতামত তাঁর ব্যক্তিগত লেখাটি thedailyguardian.com এ প্রকাশিত

Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.