করোনার বিরুদ্ধে পদক্ষেপে যোগী সরকারের ভূয়সী প্রশংসা করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

দেশ
who applauds yogi government
রাইজ়িং বেঙ্গল নিউজ় ব্যুরো:
যোগী সরকারের ভূয়সী প্রশংসা করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। করোনার বিরুদ্ধে যোগী সরকারের পদক্ষেপের উল্লেখ করে করল প্রশংসা। ৭ই মে হু কর্তৃক এই প্রশংসায়, হু জানায় যে, যোগী সরকারের ১ লক্ষ ৪১ হাজার ৬১০ জনের বিশেষ দল করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।
উল্লেখ্য, এই বিশেষ দলে ২১ হাজার ২৪২ জন সুপারভাইজার উপস্থিত। গ্রাম্য এলাকার কোনো দিকও যাতে কোনোভাবেও ছেড়ে না যায়, তা নজর রাখতেই এই সুপারভাইজার টিম নিয়োগ করা হয়েছে।

হু কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকারকে বিভিন্ন ট্রেনিং ও মাইক্রো প্ল্যানিং-এর মাধ্যমে হু সহায়তা করেছে। একই সঙ্গে ফিল্ড অফিসার গ্রাউন্ড লেভেলেও পর্যবেক্ষণ করেছে এবং এরপরে হু-এর তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, যোগী সরকারের তরফ ৫ই মে থেকে অভিযান শুরু হয়েছিল। এই অভিযানের অধীনে গ্রামবাসীদের র‍্যাপিড টেস্ট করানো হয়েছে এবং এর মধ্যে যে সমস্ত ব্যক্তিদের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁদেরকে মেডিসিন কিট দিয়ে করোনার সঙ্গে লড়াইয়ের পদ্ধতিও বর্ণনা করে দেওয়া হয়েছে। এমনকি, যারা করোনা রোগীদের সংস্পর্শে এসেছে তাঁদেরও করোনা পরীক্ষা করা হয়েছে।
এই অভিযান মোট ৭৫টি জেলার ৯৭ হাজার ৯৪১ গ্রামে হতে চলেছে। প্রত্যেক দলে দুজন করে ব্যক্তি থাকবে। এই দলগুলি প্রত্যেক গ্রামে গ্রামে যাবে, যাতে কেউ এই পরিষেবা থেকে বাদ না পড়ে যায়।