বিতস্তার পূর্ব তীরে কররি প্রান্তরে পুরু বনাম আলেকজাণ্ডার

History of India
war between puru vs alexander
যে ত্রিশ হাজার সৈন্য নিয়ে আলেকজাণ্ডার ভারত অভিযানে এসেছিলেন, তাদের মধ্যে কোনো রকম ঐক্য ও আদর্শ ছিল না। কারণ, এদের কেউ ছিল ভাড়াটে সৈন্য, কেউ বা ম‍্যাসিডোনিয়ার পদাতিক বা অশ্বারোহী, কেউ বলকান বা থ্রেসের তীরন্দাজ, কেউ ইরান বা মধ্য এশিয়ার অশ্বারোহী, আবার কেউ ফোনিশিয়া বা মিশরের নাবিক। এদের সবাইকে নিয়ে পথ চলা বাস্তবে স্বভাবতই ছিল কঠিন। এর আগে পুরুর সঙ্গে ভয়ংকর যুদ্ধে গ্রীক সৈন্যদের ভারতীয় বীর যোদ্ধাদের সম্পর্কে যে প্রত‍্যক্ষ অভিজ্ঞতা হয়েছিল, তার জেরেই বিপাশা পেরিয়ে ওপারে আরও কঠিন লড়াইয়ের ময়দানে নামতে সাহস করেনি আলেকজাণ্ডারের বাহিনী।
বিতস্তা ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী ভূভাগে ছিল জ‍্যেষ্ঠ পুরুর রাজ‍্য। দু'জন পুরু ছিলেন, তাই একজন "জ‍্যেষ্ঠ পুরু", অন্যজন "কনিষ্ঠ পুরু" নামে ইতিহাসে চিহ্নিত। আলেকজাণ্ডারের সঙ্গে যিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, যাঁর কথাই আমরা জানি, তিনি "জৈষ্ঠ পুরু", অর্থাৎ "সিনিয়র পুরু।" অন্যদিকে, "কনিষ্ঠ পুরু" বা "জুনিয়র পুরু" ছিলেন চন্দ্রভাগা ও ইরাবতী নদীর মধ্যবর্তী একটি ছোট্ট ভুখণ্ডের রাজা। যদিও তিনি সিনিয়র পুরুর নিকট আত্মীয় ছিলেন, কিন্তু দু'জনের মধ্যে কোনো সদ্ভাব ছিল না। আলেকজাণ্ডার জুনিয়র পুরুর রাজ‍্য আক্রমণ করলে তিনি পালিয়ে মগধে নন্দরাজের কাছে আশ্রয় নেন।
সিনিয়র পুরু যুদ্ধক্ষেত্রে আলকজাণ্ডারের মুখোমুখি হোন। যুদ্ধ শেষে আলেকজাণ্ডার পুরুকে জিজ্ঞেস করেন, তাঁর কাছে তিনি কিরূপ ব‍্যবহার প্রত‍্যাশা করেন? সাড়ে ছ'ফুট লম্বা সিনিয়র পুরু মাথা উঁচু করে সেই ঐতিহাসিক জবাব দেন, রাজার মতো। আলেকজাণ্ডার পুরুকে এর ব‍্যাখ‍্যা করতে বলেন। পুরু জবাব দেন, "রাজার মতো" কথার মধ্যেই তিনি তা স্পষ্ট করে দিয়েছেন, নতুন কিছু বলার নেই। পুরুর উত্তরে সন্তুষ্ট আলেকজাণ্ডার তাঁর রাজ‍্য ফিরিয়ে দেন এবং সেই সঙ্গে আরও কয়েকটি রাজ‍্য তাঁকে উপহার দেন। আলেকজাণ্ডার বুঝেছিলেন, ভারতে টিকে থাকতে গেলে পুরুর মতো বীর বন্ধুকেই তাঁর প্রয়োজন।
পুরুর সঙ্গে যুদ্ধে মারা গিয়েছিল আলেকজাণ্ডারের প্রিয় ঘোড়া "বুকিফেলা।" বিতস্তার তীরে আলেকজাণ্ডার দুটি বসতি তৈরি করেন---বুকিফেলা ও নিকিয়া। এর মধ্যে একটি তাঁর এই প্রিয় ঘোড়া "বুকিফেলা"-র নামে তৈরি হয়। বিতস্তা নদীর পূর্ব তীরে কররি প্রান্তরে পুরুর সঙ্গে ভয়ংকর যুদ্ধ আলেকজাণ্ডারের মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এই যুদ্ধের স্মরণে তিনি এক ধরণের রূপোর মুদ্রা তৈরি করেন, যার একদিকে এক পুরুষের প্রতিকৃতি। তাঁর মাথায় শিরস্ত্রাণ, শরীরে বর্ম, কোমরে তরবারি, এক হাতে বর্শা, অন্য হাতে বজ্র। এটি আলেকজাণ্ডারের প্রতিকৃতি বলে ঐতিহাসিকদের অভিমত।
অন্যদিকে, মুদ্রার অপর পিঠে রয়েছে হাতির পিঠে বসা দুই ব‍্যক্তি। এঁদের একজনকে দেখা যাচ্ছে, পিছনে ছুটে আসা এক অশ্বারোহীকে লক্ষ্য করে তিনি পিছন ফিরে বর্শা ছুঁড়ছেন। অশ্বারোহীও একটি লম্বা বর্শা দিয়ে আঘাত করছেন হাতিটিকে। ঐতিহাসিকদের মতে, এঁদের একজন পুরু এবং অন্যজন তাঁর দেহরক্ষী বা মাহুত। এই মুদ্রা ছাড়াও আরও দু'ধরণের মুদ্রায় বিতস্তার যুদ্ধের দৃশ্য প্রতিফলিত হয়েছে। তবে এসব মুদ্রা ভারতে পাওয়া যায় নি, পাওয়া গেছে ইরাণে।
(--টাকাকড়ি আবির্ভাবের যুগ: ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, পৃ: ৭৭-৭৮)
war between puru vs alexander
আবহাওয়া অনুকূল থাকলে বিতস্তার তীরেই পুরুর হাতে চরম পরিণতি ঘটতে পারতো আলেকজাণ্ডারের। কারণ, আলেকজাণ্ডারের চেয়ে পুরুর সৈন্যসংখ্যা ছিল বেশি। কিন্তু সময়টা ছিল বর্ষাকাল। তাই তীরন্দাজিরা কাদামাটিতে ঠিকমতো ধনুক রেখে নিশানা করতে পারে নি। এছাড়া প্রতিরক্ষা ব‍্যবস্থা জোরালো করতে অশ্বারোহী সৈন্যদের সামনে পুরু তিনশোটি যুদ্ধরথ সাজিয়ে রেখেছিলেন, যেগুলি অশ্বারোহীদের অবাধ চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছিল। মাটি ভিজে থাকায় রথের চাকাও কাদায় বসে গিয়েছিল। হাতিগুলিকেও ঠিকমতো শত্রুদের পিছনে লেলিয়ে দেওয়া যায় নি। পুরুর দুই পুত্র যুদ্ধক্ষেত্রেই মারা যান।
তবুও পৌরব ক্ষত্রিয় পুরু বিতস্তার পূর্ব তীরে কররি প্রান্তরে আলেকজাণ্ডারের সঙ্গে যুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষার জন্য যে লড়াই করে গেছেন, তা ইতিহাসে এক স্মরণীয় অধ‍্যায়। তবে শুধুমাত্র পশ্চিম ভারতেই সীমাবদ্ধ ছিল আলেকজাণ্ডারের ভারত অভিযান। এই সামান্য অংশ জয় করতেই তাঁর সময় লেগেছিল প্রায় আড়াই বছর। ৩২৭ খ্রিস্ট পূর্বাব্দে গ্রীষ্মে তিনি ভারত অভিযানে আসেন, ফিরে যান ৩২৫ খ্রিস্ট পূর্বাব্দের ভাদ্র-আশ্বিন নাগাদ। ভারতে থাকাকালীন সময়েই তাঁর অধিকৃত এলাকায় একবার বিদ্রোহ দেখা দেয়। আর তাঁর মৃত্যুর পাঁচ বছরের মধ্যেই ভারতে শেষ হয়ে যায় ম‍্যাসিডোনিয়ার শাসন। গ্রীক ঐতিহাসিকদের লেখা না থাকলে আলেকজাণ্ডারের ভারত অভিযানের কথা অজানাই থেকে যেতো।
war between puru vs alexander
কারণ, ভারতীয় সাহিত্য বা লোকগাথায় আলেকজাণ্ডারের ভারত অভিযানের কোনো উল্লেখ নেই। এ থেকেই প্রমাণিত, আলেকজাণ্ডারের ভারত অভিযান এদেশের মানুষের মনে তেমন কোনো রেখাপাত করে নি। পাঞ্জাবে বুকিফেলা ও নিকিয়া নামে যে দুটি বসতি পত্তন করেছিলেন আলেকজাণ্ডার, সে দুটির কোনোটিই শহর হয়ে ওঠে নি। আলেকজাণ্ডারের ফিরে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এই দুটি স্থানের গ্রীক বাসিন্দারা এ স্থান ছেড়ে অন‍্যত্র চলে যায়। তবে লুটপাট, হত্যার দিক দিয়ে পরবর্তীকালে সুলতান মামুদ, তৈমুর লঙ, নাদির শাহ, আহম্মদ শাহ আবদালির মতো ভারত আক্রমণকারীদের সঙ্গেই তুলনীয় আলেকজাণ্ডারের ভারত অভিযান।
পরবর্তীকালে ৩২৪ খ্রিস্ট পূর্বাব্দে ম‍্যাসিডোনিয়দের হঠিয়ে নিম্ন সিন্ধু উপত্যকায় এক স্বাধীন রাজ‍্য প্রতিষ্ঠা করেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। প্রায় একশো বছর ধরে ভারত ছিল মৌর্য শাসনাধীনে। অনেকে বলেন, পুরুর তীরের আঘাতে আহত আলেকজাণ্ডারের মৃত্যু হয়। তাঁর দেহ মধুর মধ্যে সংরক্ষণ করে নিয়ে যাওয়া হয়েছিল গ্রীসের ম‍্যাসিডোনিয়ায়। কিন্তু ইওরোপীয় ঐতিহাসিকরা আলেকজাণ্ডারকে এভাবে মরতে দিতে নারাজ। তাই ইওরোপীয় ঐতিহাসিকদের লেখায় কয়েকদিনের ম‍্যালেরিয়া জ্বরে ভুগে ব‍্যাবিলনে মরতে হয়েছে আলেকজাণ্ডারকে। আবার কারো মতে, বিষমদে মৃত্যু হয় তাঁর। এ নিয়ে আগামী পর্বে থাকবে আলেকজাণ্ডারের সেই মৃত্যু রহস্য।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.