দু'দিকে লেখা যেতো না বলে পোস্টকার্ড নিয়ে আন্দোলন হয়েছিল ব্রিটিশ ভারতে

History of India
movement in british india for post cards that could not be written on both sides
চিঠি লেখা প্রায় উঠেই গেছে এখন। তাই এ প্রজন্মের কাছে পোস্টকার্ড অনেকটাই গুরুত্বহীন। আকাশবাণী কলকাতা কেন্দ্রে "প্রাত্যহিকী" বিভাগে তবুও এখনো প্রচলিত রয়েছে চিঠি। আকাশবাণীর অন্য বিভাগেও চিঠির প্রচলন রয়েছে। তবে সেখানেও এখন ঢুকে গেছে বিকল্প ই-মেল। অথচ বাংলা পত্র সাহিত্য একসময় ছিল আলোচনার বিষয়। এখন মেল, হোয়াইস আপ, টুইটারের যুগে পোস্টকার্ড সেকেলে হলেও এখনো নস্টালজিক। পোস্টকার্ডের জন্ম ব্রিটিশ ভারতে। ১৮৭৯ খ্রিস্টাব্দে এ দেশে প্রথম পোস্টকার্ড চালু হয়। আজকের তুলনায় বড়ো ছিল সে পোস্টকার্ড। সেটি ছিল ৪৩/৪" X ৩" সাইজের। দাম ছিল এক পয়সা।

কেমন ছিল সে পোস্টকাড?

পোস্টকার্ডের ডানদিকে খয়েরি রঙে তৎকালীন ভারত সম্রাজ্ঞী মহারাণী ভিক্টোরিয়ার ছবি ছিল। আর তার মাঝখানে ছিল ইংরেজ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির প্রতীক চিহ্ন হিসেবে একটি শীলমোহর। এই শীলমোহরের নিচে একদিকে ছিল ইংরেজিতে "ইস্ট ইণ্ডিয়া" এবং অন্যদিকে "পোস্ট কার্ড" কথাগুলি লেখা ছিল। আর এর নিচেই লেখা থাকতো "দ‍্য অ্যাড্রেস ওনলি টু বি রিটন্ অন্ দিজ সাইড" ( The address only to be written on this side)। পোস্টকার্ডের রঙ ছিল বাদামি। তখন পোস্টকার্ডে দু'দিকে লেখা যেতো না। একদিকেই লিখতে হতো। এ নিয়ে আন্দোলন হয়েছিল। এ নিয়ে সরব হয়েছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ "সংবাদ মাধ্যম।" তখন ইংরেজি জনপ্রিয় দৈনিক ছিল "অমৃতবাজার পত্রিকা।" এর সম্পাদক ছিলেন মহাত্মা শিশিরকুমার ঘোষ।

১৮৭৯-এর ১৮ ই জুলাই সম্পাদক শিশিরকুমার ঘোষের কলমে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হলো---

"...But the great difficulty is to teach the people on which side of the card the address is to be written and we think it will be some years before they are enlightened in this respect. But really does it matter much if the address is written on the wrong side? We think that the people of India living under the enlightened rule of the British should have the privilege of writting the address on whichever side they like...."

পরবর্তীতে ১৮৮০ খ্রিস্টাব্দে ভারতে চালু হয় "রিপ্লাই কার্ড"সহ জোড়া পোস্টকার্ড। এটি আগের মতোই ছিল। শুধুমাত্র বাঁ-দিকে লেখা ছিল "দ‍্য অ্যানেক্সড্ কার্ড ইজ্ ইনটেনডেড্ ফর্ আনসার্ "( The annexed card is intended for answer) কথাগুলি। পরে আরও একপ্রস্থ পরিবর্তন হয় ১৮৮২ খ্রিস্টাব্দে। এতদিন ধরে পোস্টকার্ডে "ইস্ট ইণ্ডিয়া পোস্টকার্ড" লেখা হয়ে আসছিল, এবার লেখা হলো "ইণ্ডিয়া পোস্টকার্ড।" সেই সঙ্গে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির প্রতীক শীলমোহরটিকে বাঁ-দিকে সরিয়ে দেওয়া হয় এবং ডানদিকে লেখা হয় "ইণ্ডিয়া পোস্টকার্ড।"
ভারতে প্রথম বিদেশি পোস্টকার্ড চালু হয় ১৮৭৯ খ্রিস্টাব্দে। তখন এর দাম ছিল ৬ পয়সা। পরে ১৮৯২ খ্রিস্টাব্দে এর দাম কমে হয় ১ আনা। মূলত বিদেশি পোস্টকার্ডকে জনপ্রিয় করতেই এই মূল‍্য হ্রাস। পোস্টকার্ডের আরেক প্রস্থ নকশা বদল হয় ১৯০২ খ্রিস্টাব্দে। তখন ইংলণ্ডের রাজা ছিলেন সপ্তম এডওয়ার্ড। তাঁর আমলে পোস্টকার্ড ও ডাকটিকেট ছবিতে মুকুট ব‍্যবহার করা হয়। বর্তমান পোস্টকার্ডের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি লম্বা ও সাড়ে তিন ইঞ্চি চওড়া। এখন পোস্টকার্ডে দু'দিকেই লেখা যায়।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.