বিজয়নগর, রাজা রাম রায় ও নেমকহারামের তালিকোট যুদ্ধ
দাক্ষিণাত্যের উত্তর কর্ণাটকের বিজাপুর শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে তালিকোট শহর। ১৫৬৫ খ্রিস্টাব্দের ২৩ শে জানুয়ারি তালিকোট শহরে জলপথে ঘটে গেল এক নেমকহারামের যুদ্ধ, ইতিহাসে এই যুদ্ধের নাম "তালিকোটের যুদ্ধ।" এই যুদ্ধের একপক্ষ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং অন্যপক্ষে ছিল আরব ঔপনিবেশিক জোটশক্তি, যে জোটে ছিল দাক্ষিণাত্যের পাঁচটি সুলতানী রাজ্য---আহম্মদনগর, বিজাপুর, গোলকুণ্ডা, বেরার ও বিদর। বিজয়নগর সাম্রাজ্যের শাসক তখন আলিয়া রাম রায়। এককভাবেই বিজয়নগর লড়ে যাচ্ছিল দাক্ষিণাত্যের পাঁচটি সুলতানী শাসকের আগ্রাসনের বিরুদ্ধে।
এই যুদ্ধে ছিলেন:
একদিকে---
বিজয়নগররাজ আলিয়া রাম রায় এবং তাঁর তিন সেনাপতি
১) ভেনকাদ্রত্রী,
২) তিরুমালা দেব রাজা,
অচ্ছুথাপা নায়েক।
অন্যদিকে পাঁচটি সুলতানী সাম্রাজ্যের শাসক---
১) হোসেন নিজাম শাহ,
২) আলী আদিব শাহ,
৩) ইব্রাহিম,
৪) আলী বরিদ শাহ ও
৫) বুরহান ইমাদ শাহ।
তালিকোটে জলযুদ্ধের আগে যুদ্ধ হয়েছিল ডাঙায়---রাক্কাসাগি ও তাঙ্গাদীঘি গ্রামের কাছে। এই যুদ্ধ "রাক্কাসাগি-তাঙ্গাদীঘি যুদ্ধ" নামে পরিচিত। এই যুদ্ধে বিজয়ী হয় বিজয়নগর। এর পরের যুদ্ধ "তালিকোটের যুদ্ধ।" এই যুদ্ধেও জয় প্রায় সুনিশ্চিত ছিল বিজয়নগরের। কিন্তু শেষ মুহূর্তে নেমকহারামির ফলে ঘুরে গেল যুদ্ধের মোড়।"গিলানি ভাই " বলে পরিচিত বিজয়নগর সাম্রাজ্যের দুই মুসলমান সেনাপতি শেষ মুহূর্তে যোগ দেয় বিরোধী জোটে। দীর্ঘদিনের নুন খাওয়া দুই "বিশ্বস্ত" সেনাপতি যুদ্ধক্ষেত্রেই বিজয়নগররাজ আলিয়া রাম রায়কে বন্দি করে এবং শেষে তাঁর মাথা কেটে দেয়।
ঐতিহাসিকের ভাষায়---
"When battle was joined in January 1565, it seemed to be turning in favour of Vijayanagara---suddenly, however, two Generals of Vijayanagara changes sides. Aliya Rama Raya was taken prisoner and immediately beheaded."
---A History of India: Hermann Kulke, Page 191.
আরেক ঐতিহাসিক লিখছেন বিজয়নগর ধ্বংসের বিবরণ:
"আগুন, তরবারি, লৌহদণ্ড ও কুঠার দিয়ে দিনের পর দিন চলেছিল ধ্বংস কাজ। ধনী ও পরিশ্রমী জনগোষ্ঠীর সম্মিলিত পূর্ণ উদ্যমে তৈরি এক সুন্দর শহর যেভাবে ধ্বংস হয়, পৃথিবীর ইতিহাসে এরকম ধ্বংসের ঘটনা ঘটেনি। এরপর দেখা যায় বর্বর গণহত্যা, দখল ও ভিক্ষাবৃত্তি---যার পরিণতি বিজয়নগর ধ্বংস।"
কিন্তু ওই বছরই অতিরিক্ত মদ্যপানে তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। তালিকোটের যুদ্ধের পর বিজয়নগর রাজপরিবার চলে যান অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার পেনুকোণ্ডার কাছে এবং সেখানে একটি রাজ্য স্থাপন করেন। ১৫৯৭ খ্রিস্টাব্দে তাঁরা চন্দ্রগিরিতে নিজেদের রাজধানী স্থানান্তরিত করেন। ১৬৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তাঁরা সেখানেই রাজত্ব করেন। হাম্পির প্রাচীন ঐশ্বর্য আজও যেমন বিজয়নগর সাম্রাজ্যের অতীত গৌরবের এক উজ্জ্বল সাক্ষী, অন্যদিকে তেমনি এক নেমকহারামের যুদ্ধ হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে আছে "তালিকোটের যুদ্ধ।"
তথ্যসূত্র:
---এ ফরগটন এম্পায়ার: বিজয়নগর, এ কন্ট্রিবিউশন টু দ্য হিস্ট্রি অব্ ইণ্ডিয়া: রবার্ট সিওয়েল।
এছাড়াও তথ্য রয়েছে:
১) এ হিস্ট্রি অব্ সাউথ ইণ্ডিয়া: নীলকান্ত শাস্ত্রী, পৃষ্ঠা-২৬৭-এ এবং
২) হিস্ট্রি ভার্সেস 'ক্রসিং টু তালিকোট': গিরিশ কার্ণাড-এর লেখায়।
তালিকোটের যুদ্ধের পর দাক্ষিণাত্যের পাঁচটি সুলতানী সাম্রাজ্যের জোট বিজয়নগরে লুটপাট, হত্যা, ধ্বংসলীলা চালায়। বিজয়নগরের রাজধানী সুন্দর সাজানো শহর হাম্পিকে ভেঙে দেওয়া হয়।
তালিকোটের যুদ্ধ শেষে বিজয়নগর থেকে প্রচুর সোণা-রূপো নিয়ে আহম্মদনগরে ফিরলেন হোসেন নিজাম শাহ।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.