কথায় বলে, আছে ঋণ তো ছাগল কিন্। অর্থাৎ ঋণ থাকলে ছাগল কেনা দরকার। এমন একটি অর্থকরী জীবের সঙ্গে আগুন বা অগ্নিদেবের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যজ্ঞের আগুন "যজ্ঞাগ্নি" থেকে জঠরাগ্নি, উনুনের আগুন থেকে দাবানল ও বাড়বানল এবং হনুমানের লঙ্কাকাণ্ড---সবকিছুর মূলেই রয়েছে অগ্নি। অগ্নির যিনি দেবতা, তিনিই অগ্নিদেব। বেদের সংহিতা ও ব্রাহ্মণে অগ্নিকে বলা হয়েছে "সপ্তজিহ্বা।" আগুনের লেলিহান শিখায় আহুতি না দিলে যজ্ঞের ফল হয় না, তাই দেবী কালীর রক্তবর্ণ জিব বলতে বোঝায় ওই অগ্নিকেই। আবার যে সব জায়গায় ছাগ বলি হয়, অতীতে সেসব জায়গায় নরবলি হতো বলেও গবেষকদের মত। (--নীহাররঞ্জন রায়)
অগ্নিপুরাণে ছাগলকে বলা হয়েছে অগ্নিদেবতার বাহন। এই রূপকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অগ্নির ধ্যানমন্ত্র থেকে অগ্নিস্তোত্র। বৈদিক ঋষিরা পরমাত্মাকে বলেছেন অগ্নি। অগ্নি সর্বত্র গতিশীল এবং তার রয়েছে বিশ্বকে দহন করার ক্ষমতা। এ হেন অগ্নির বাহন হিসেবে ছাগল নি: সন্দেহেই বড়ো বেমানান। তবে ঋষিরা আয়ুর্বেদের সঙ্গে যে ছাগলকে যুক্ত করেছেন, তার পিছনে বৈজ্ঞানিক সত্য আছে। কিন্তু কি সেই সত্য? এককথায় বলা যায়, আগুন সম্পর্কিত যে কোনও রোগ-ব্যাধি নিরাময়ের ইতিবাচক ক্ষমতা আছে ছাগলের। এ বিষয়ে প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ "ক্রিয়া কৌমুদী"-তে উল্লেখ আছে, --- "অগ্নিদগ্ধ প্রণং নশ্যেচ্ছাগেরক্তানুলপনাৎ" অর্থাৎ, আগুনে পোড়া ঘায়ের মহৌষধ হচ্ছে ছাগলের রক্ত।
প্লেগ রোগের আয়ুর্বেদিক নাম হচ্ছে "অগ্নিরোহিনী।" এই রোগের চিকিৎসায় ছাগলের দুধের প্রলেপ দেওয়ার ব্যবস্থা আছে। আরেকটি প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ "ভাব প্রকাশ।" সেখানেও বলা হচ্ছে, --- "সিততণ্ডুলসিত-কমলং ছাগক্ষীরেণ পায়সং সিদ্ধং। ভুক্তা চ তেন পুরুষো দশদিবসাৎ তুচ্ছ ভোজন ভবতি। ।" অর্থাৎ, জঠরাগ্নি বিকারগ্রস্থ রোগীর চিকিৎসায় আতপ চাল ও শ্বেতপদ্মের কেশর সমানভাবে নিয়ে তা ছাগলের দুধের পায়েস তৈরি করে খেলে এই রোগের উপশম হয়।
এই "ভাব প্রকাশ" অনুসারে, অগ্নিমান্দ্য রোগের মহৌষধ হচ্ছে ছাগলের দুধ থেকে তৈরি ঘি। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে চিতামূলের ব্যবহার আছে। সংস্কৃত ভাষায় এর নাম "অগ্নি।" চিতামূলকে ছাগল দুধের সঙ্গে সিদ্ধ করে নিলে তা শরীরের ভেতরের ক্ষত রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। এভাবেই অগ্নির বাহন হিসেবে ছাগল মিশে আছে ভারতীয় আয়ুর্বেদের বিভিন্ন ক্ষেত্রে।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
I am a history aficionado, wandering along the path in search of history, archaeology and folk culture. This journey is aimed at constructing an undiscussed chapter of the forgotten Bangla with the information obtained from field survey.