ফল প্রকাশের পর থেকে এক মাসে ২৪ জন বিজেপি কর্মী খুন হয়েছেন বাংলায়, দেখুন বিস্তারিত

State
in just one month over two dozen bjp workers have been killed in bengal
রাইজিং বেঙ্গল নিউজ ব্যুরো: বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে ২১৩ টি আসনের ‘দখল’ নিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু তারপরেও হিংসা থামেনি। বরং জেলায় জেলায় নতুন ‘উদ্যমে’ শুরু হয়েছে রাজনৈতিক সন্ত্রাস। চলছে হিসেব বুঝিয়ে দেওয়ার পালা।

ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেছেন খোদ রাজ্যপাল। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২ মে ফল প্রকাশের পর থেকে এক মাসে ২৪ জন বিজেপি কর্মী খুন হয়েছেন বাংলায়। কোথাও পিটিয়ে মারা হয়েছে, কোথাও মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। শুধুমাত্র বিজেপি করার অপরাধে। রিপোর্ট ঘেঁটে গত একমাসে ‘খুন’ হওয়া বিজেপি কর্মীদের তালিকা করল রাইজিং বেঙ্গল।

১। ৬ জুন বোমার আঘাতে মৃত্যু বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের
ফল প্রকাশের পর থেকেই একাধিক ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছিল। শেষে ৬ জুন তৃণমূল দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত্যু হয় ব্যারাকপুরের বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের। এমনি অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর কথায়, পরিকল্পনা করেই জয়প্রকাশকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

২। ৩০ মে কোচবিহারে বিজেপি কর্মী অনিল বর্মণের ঝুলন্ত দেহ উদ্ধার
সারা রাত নিখোঁজ ছিলেন। রবিবার সকালে বাড়ির সামনের বাঁশ বাগান থেকে উদ্ধার হয় বিজেপি কোচবিহারের সিতাইয়ের বিজেপি কর্মী অনিল বর্মণের। দেহে একাধিক ক্ষত চিহ্নও মিলেছে। পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধেই তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা।

৩। ২৯ মে বিজেপি কর্মী রাজা সামন্তকে পিটিয়ে খুন
অভিষেকের সাংসদ এলাকা ডায়মন্ড হারবারের সাধুরঘাট গ্রামে বাড়ি। বিজেপির বুথ প্রেসিডেন্ট ছিলেন। দিনেদুপুরে রাজা সামন্তকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

৪। ২৫ মে বিজেপি কর্মী ধীরেন বর্মণকে কুপিয়ে খুন
শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের ২৩৪ নম্বর বুথের বাসিন্দা। দুপুরে পাটক্ষেত পরিষ্কার করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর খোঁজ মেলেনি। রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি বাঁশবাগানের ভেতর থেকে ধীরেন বর্মণের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি মৃত ধীরেনের গলা এবং যৌনাঙ্গে ক্ষত রয়েছে।

৫। শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে আত্মহত্যা করেন বিজেপি কর্মী প্রসেনজিত দাস
রাজারহাটের গোপালপুর এলাকার হরিজন পল্লির বাসিন্দা প্রসেনজিত দাস। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, তাঁর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি। উল্লেখ্য, ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া ছিলেন প্রসেনজিত।

৬। বিজেপি কর্মী নির্মল মণ্ডলকে পিটিয়ে খুন
এই খবরটি প্রকাশ্যে আনেন একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিক। টুইটে লেখেন, উত্তর সোনারপুর কেন্দ্রের বিজেপি কর্মী নির্মল মণ্ডলকে পিটিয়ে খুন করেছে প্রতিপক্ষ দলের রাজনৈতিক কর্মীরা।

৭। খানাকুলে বিজেপি কর্মী ঘনশ্যাম রানাকে গুলি করে কুপিয়ে খুন
ফল প্রকাশের পরই আরামবাগের খানাকুলে নিজের বাড়িতেই হামলার শিকার হন বিজেপি কর্মী ঘনশ্যাম রানা। ঘরে ঢুকে প্রথমেই গুলি করা হয় তাঁকে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁর দেহ। গেরুয়া শিবির তৃণমূলকে কাঠগড়ায় তুললেও অভিযোগ অস্বীকার করেছ শাসক দল।

৮। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মী অরিন্দম মিদ্যার ঝুলন্ত দেহ উদ্ধার
ফলতার পাঁচকোলি গ্রামের বাসিন্দা অরিন্দম মিদ্যা। বাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর হিন্দুত্ববাদী দল করার ‘অপরাধে’ ইসলামিস্টরা তাঁর ওপর অত্যাচার চালায়।

৯। নদিয়ার বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে পিটিয়ে খুন
ফল প্রকাশের পর ১৪ মে নদিয়ায় নিজের বাড়িতেই হামলার শিকার হন ধর্ম মণ্ডল। বাড়িঘর ভাঙচুর করা হয়। সঙ্গে চলে মারধর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।

১০। নলহাটির বিজেপি কর্মী মনোজ জয়সোয়ালের নৃশংস খুন
এই ঘটনাটিও প্রকাশ্যে আনেন বাংলার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কর্মী। অনুব্রতর গড়ে নলহাটি বিধানসভায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই মনোজকে খুন করেছে।

১১। মালদহে বিজেপি কর্মী মনোজ মণ্ডল ও চৈতন্য মণ্ডলের জোড়া খুন
মালদহের উত্তর লক্ষ্মীপুর এলাকার ঘটনা। একটি গাছ থেকে বিজেপি কর্মী মনোজ মণ্ডল ও চৈতন্য মণ্ডলকে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দুজনের দেহ একসঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। অভিযোগ অস্বীকার করে বিজেপির দিকেই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করে তৃণমূল।

১২। বাঁকুড়ায় বিজেপি কর্মী অরূপ রুইদাসের ঝুলন্ত দেহ উদ্ধার
গলায় দড়ি দিয়ে আত্মহত্যার কায়দায় বিজেপি কর্মীদের দেহ উদ্ধারের ঘটনা বাংলায় নতুন নয়। বিজেপির বুথ এজেন্ট অরূপ রাইদাসের মৃতদেহও এভাবেই মেলে। গেরুয়া শিবির তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও স্বীকার করেনি শাসক দল।

১৩। গণপিটুনিতে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকার
২ মে ফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গণপিটুনির মুখে পড়েন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপর তৃণমূলের অত্যাচারের কথা লিখেছিলেন তিনি। অশ্রুসজল চোখে একটি ভিডিও-ও করেছিলেন। কীভাবে তাঁর ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, তার বিবরণ দিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই রাগেই তাঁকে দল বেঁধে পিটিয়ে মারে তৃণমূলের দুষ্কৃতীরা।

১৪। নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুন
ভোট পরবর্তী হিংসার শীকার হন নন্দীগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি। চোখে, মুখে একাধিক আঘাত নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। টুইটে এই খবর জানিয়ে শোকপ্রকাশ করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

১৫। বোলপুরে খুন বিজেপি কর্মী গৌরব সরকার
ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় হামলা ভাঙচুর করতে শুরু করে তৃণমূল। এমনই অভিযোগ বিজেপির। তাদের দাবি, সেই জয়ের আনন্দের মুখে পড়েই প্রাণ হারাতে হয় বিজেপির তরুণ কর্মী গৌরব সরকারকে।
১৬। শীতলকুচিতে খুন বিজেপি কর্মী মানিক মণ্ডল
২ মে ফল প্রকাশের পর থেকে ২৪ ঘণ্টায় রাজনৈতিক হিংসার বলি হন ৬ জন বিজেপি কর্মী। তাঁদের মধ্যে একজন কোচবিহারের শীতলকুচির মানিক মণ্ডল। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন বাংলার একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক। প্রসঙ্গত, চতুর্থ দফার ভোটের দিন এই শীতলকুচিতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল আনন্দ বর্মণের।

১৭। ভাটপাড়ায় বিজেপি কর্মী ছেলে-বৌমাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধা মায়ের
ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে রাহুতা বিআরএস কলোনি এলাকায় জগদ্দলের ১৭১ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কমলকে বাড়িতে দেখতে না পেয়ে তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করতে থাকে তারা। সেই সময় কমল ঘরের ভিতর থেকে বাইরে আসেন ৷ তাঁকেও মারধর করা হয় ৷ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কমলের মা শোভারানি মণ্ডল ছেলে ও বৌমাকে বাঁচাতে আসেন৷ তাঁকেও ছাড়েনি দুষ্কৃতীরা। আহত অবস্থায় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

১৮। রানাঘাটে খুন বিজেপি কর্মী উত্তম ঘোষাল
২ মে ফল প্রকাশের দিন মাঝরাতে রানাঘাটে বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই সময়ই আক্রান্ত হন উত্তম ঘোষাল। সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিক বিকাশ ভাদুরিয়ে এই খবর প্রকাশ্যে আনেন। রক্তাক্ত উত্তমের মৃতদেহের একাধিক ছবিও টুইটারে পোস্ট করেন তিনি।

১৯। সোনারপুরে বিজেপি কর্মী হরম অধিকারিকে নৃশংসভাবে খুন
দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের বাসিন্দা হরম অধিকারি। ভোট পরবর্তী হিংসার শিকার তিনিও। দিনের আলোয় নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। যদিও মূল ধারার সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এই খবর জায়গা পায়নি।

২০। শীতলকুচিতে খুন বিজেপি কর্মী শমীক মৈত্র
ভোটের সময় থেকেই সংবাদ শিরোনামে শীতলকুচি। জওয়ানদের গুলি চালানোর ঘটনা থেকে শুরু। ভোট পরবর্তী হিংসাতেও বারবার উঠে এসেছে কোচবিহারের শীতলকুচির নাম। অভিযোগ, ফল প্রকাশের পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন শমীক মৈত্র। যদিও এই অভিযোগও অস্বীকার করেছে তৃণমূল।

২১। ২ মে বিজেপি কর্মী চন্দন রায় এবং হারাধন রায়কে কুপিয়ে খুন
প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর এলাকা দিনহাটা। ভোট পরবর্তী হিংসাতেও বারবার উঠে এসেছে এই এলাকার নাম। অভিযোগ, ফল প্রকাশের দিনই বিজেপি কর্মী চন্দন রায় এবং হারাধন রায়কে কুপিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দনের। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হারাধনের।

২২। কোচবিহারে বিজেপি কর্মী মিন্টু বর্মণকে পিটিয়ে খুন
ভোট পরবর্তী হিংসায় উত্তরবঙ্গের যে জেলা থেকে সবচেয়ে বেশি প্রাণহানির খবর মিলেছে সেটা কোচবিহার। জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে মিন্টু বর্মণের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

এছড়াও বিজেপির পার্টি অফিস ভাঙচুর, মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা আক্রান্ত মহিলাদের সঙ্গে দেখা করে রিপোর্টও দিয়েছেন। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। রেখার অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা নিয়েছে পুলিশ। অভিযোগ জানিয়েও কাজ হয়নি।

এসবের মধ্যেই গত শনিবার সামনে এসেছে একটি লিফলেট। সেখানে ১৮ জন বিজেপি কর্মর নামের তালিকা দিয়ে তাঁদের সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে। লিফলেট থেকে জানা যায় সেটি মহিষদার ১৬৮ ও ১৬৯ নম্বর বুথের তৃণমূল কর্মীদের ছাপানো। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শাসক দলের ঘাড়ে দোষ চাপাতে এই কাজ করেছে বিজেপি। গুজব ছড়ানোর অভিযোগে একটি মামলাও দায়ের করেছে পুলিশ।

এই ঘটনার রেশ কাটার মধ্যেই চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আরও একটি পোস্টার। সেখানে বিজেপির মহিলা কর্মীদের নাম ধরে ধরে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কত নীচে নেমেছে এটা তারই প্রমাণ। অবশ্য এক্ষত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই লিফলেট, পোস্টারের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি নেতা সম্বিত পাত্র। টুইটারে লেখেন, ‘এটাকেই ফ্যাসিজম বলে’।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.