বেশি খেলতে যেও না, বাকি চার দফায় ১৬ টা শীতলকুচি হবে: বিস্ফোরক সায়ন্তন বসু

State
bjp leader sayantan basu says sixteen shitalkuchi will be happened if needed
বিজেপি নেতা সায়ন্তন বসু
রাইজ়িং বেঙ্গল নিউজ় ব্যুরো: রবিবারই ‘জায়গায় জায়গায় শীতলকুচি’ মন্তব্য করে শোরগোল ফেলে দেন দিলীপ ঘোষ। তার রেশ কাটার আগেই বিস্ফোরক আরেক বিজেপি নেতা সায়ন্তন বসু। জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, 'খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।' এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘বাকি চার দফায় প্রয়োজনে আরও ১৬টা শীতলকুচি ঘটবে’।

শীতলকুচির ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে। তৃণমূল ও বিজেপি যুযুধান দুই শিবির একে অন্যের বিরুদ্ধে এই দুর্ভাগ্যজনক ঘটনার দায় চাপাচ্ছে। এই প্রেক্ষিতে শীতলকুচির মৃতদের ‘দুষ্টু ছেলে’ আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর মধ্যে সায়ন্তনের কটাক্ষ, ‘সকাল বেলা আনন্দ বর্মনকে মেরে দিল। প্রথম ভোট দিতে গিয়েছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ৪ ঘণ্টার মধ্যেই ৪টে-কে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে’।

এই প্রসঙ্গে ‘শোলে’ সিনেমার বিখ্যাত ডায়লগের উদ্ধৃতি টেনে সায়ন্তন বলেন, ‘এক মারোগে তো চার মারেঙ্গে, শীতলকুচিতেও তাই হয়েছে’। তাঁর কথায়, ‘শীতলকুচির মতো ঘটনা বাকি চার দফায় প্রয়োজনে আরও ১৬টা ঘটবে। ভোট লুঠে এসেছিলেন, তাই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী’। সায়ন্তন যোগ করেন, ‘কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ নয়। তারা কিন্তু দাঁড়িয়ে থাকবে না, ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী যদি এরকম করে আরও সাধারণ মানুষকে প্ররোচিত করেন তবে, এমন ঘটনা আরও ঘটবে। শীতলকুচিতে যা ঘটেছে বাকি চার দফায় চারটে চারটে করে ষোলোটা ঘটবে’।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.