বউ আনতে, বিনা পণে, বিনা বরযাত্রীতে একলা সাইকেলে রওনা যুবক, হলেন প্রশংসিত

Society
bihar the youth went out for marriage alone without procession on his cycle married without taking dowry got appreciation
প্রতীকী ছবি
রাইজ়িং বেঙ্গল নিউজ় ব্যুরো:
দেশজুড়ে বিভিন্ন রাজ্যে করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য নাইট কারফিউ থেকে শুরু করে লকডাউনের মধ্যে কার্যকরী পদক্ষেপ প্রয়োগ করা হচ্ছে। কিন্তু, প্রতিনিয়তই এই সমস্ত নিয়ম ভাঙার খবর চোখে পড়ছে। বিবাহ অনুষ্ঠানে নির্ধারিত নিমন্ত্রকের বাইরে উপস্থিত থাকা তো সাধারণ ব্যাপার। কিন্তু, বিহারের বাঙ্কা জেলার শম্ভুগঞ্জ এলাকার এক যুবক লকডাউনকে সমর্থন করে এমন বরযাত্রী নিয়ে গেল, সবাই তাঁর এই পদক্ষেপে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে বাধ্য হল।
“প্রথম লকডাউনে স্থগিত হয়ে গেছিল বিয়ে”
শম্ভুগঞ্জ এলাকার উঁচাগাঁও এলাকার বাসিন্দা গৌতম কুমারের বিয়ে ভরতশিলা পঞ্চায়েত এলাকার কাঞ্চন নগরের বাসিন্দা কুমকুম কুমারীর সঙ্গে হওয়ার ছিল। এই বিয়ে আগের বছর হওয়ার ছিল, কিন্তু লকডাউন হওয়ার কারণে স্থগিত হয়ে গেছিল। এই বছরেও পুনরায় বিয়ের দিন ব্যাস ঠিক হয়েছিলও, আবার লকডাউন ঘোষিত হয়ে গেল। কিন্তু, এইবারে গৌতম ঠিক করে নিয়েছিলেন যে, এইবারে তিনি বিয়ে করেই ছাড়বেন। তাও আবার, বিনা পণে ও বিনা বরযাত্রীতে। পরিবার ও গ্রামের লোক কিছু বুঝতে পারার আগেই গৌতম টোপর পরলেন এবং সাইকেল নিয়ে একলাই বেরিয়ে পড়লেন বউ আনতে।
বর সেজে সাইকেল নিয়ে যখন কনের বাড়িতে পৌঁছালেন তখন গৌতমের শ্বশুরবাড়ির লোক খুশিতে আত্মহারা হয়ে পড়েন। এই ধরণের অনন্য বরযাত্রী হয়তো এই প্রথম কারোর দুয়ারে গেছে। এই পদক্ষেপের মাধ্যমে গৌতম তাঁর শ্বশুর, শাশুড়ি ও তাঁর পরিবারের সদস্যদের মনে এক ছাপ ফেলে দেয়। গৌতম শ্বশুরবাড়ি পৌঁছিয়েই বিয়ে করে নেন এবং বিনা পণে নিজের বউ কুমকুমকে নিয়ে নিজের বাড়ি ফিরে যান। বিয়ের পরে গৌতম কুমার ও তাঁর স্ত্রী কুমকুম কুমারী বললেন যে, তাঁরা এই ছোট্ট পদক্ষেপ নিয়েছে, যাতে এর থেকে অন্যরা অনুপ্রাণিত হয়।
“আধিকারিকগণ নববিবাহিত এই দম্পতিকে করলেন আশীর্বাদ”
গৌতমের এই অন্যন্য বিবাহের খবর বিডিও প্রভাত রঞ্জনের কাছে পৌঁছায়। শনিবারে, বিডিও প্রভাত রঞ্জন উঁচাগাঁও পৌঁছান এবং নবদম্পতিকে আশীর্বাদ করে নগদ টাকা পুরস্কারস্বরূপ দিলেন। এরপরে, বিডিও প্রভাত রঞ্জন নববিবাহিত দম্পতিকে “মুখ্যমন্ত্রী বিবাহ যোজনা” -এর অধীনে আরও অন্যান্য সুবিধা দেওয়ানোরও প্রতিশ্রুতি করলেন। সিও অশোক কুমার সিংহ, থানা প্রধান উমেশ প্রসাদ ও ফোনের মাধ্যমে গৌতম ও কুমকুমের সঙ্গে কথা বললেন এবং এই অন্যন্যভাবে বিয়ে করার জন্য অভিনন্দনও জানালেন। এ প্রসঙ্গে আধিকারিকগণ বললেন যে, এই বিয়ে থেকে আশেপাশের গ্রামের মানুষও অনুপ্রাণিত হবে।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.