করোনার দৈত্যের কবল থেকে উদ্ধারে ভারত সরকারের উদ্যোগে আসতে চলেছে পেটেন্টবিহীন ‘ওপেনভ্যাক্স’

National
unpatent openvax to be launched by indian government to rescue in covid 19
রাইজ়িং বেঙ্গল নিউজ় ব্যুরো: একুশের বর্ষে মাঝ বরাবর পৌঁছে গেলেও, করোনার দৈত্যের কবল থেকে এখনও পরিত্রাণ পায়নি মানুষ। এ এমন দৈত্য না চোখে দেখা যায়, আর না ছুঁয়ে অনুভব করা যায়। কিন্তু আণুবীক্ষণিক গঠন সম্পন্ন ঠিক এমনই দৈত্য নিয়ন্ত্রণ করে রেখেছে সারা বিশ্বের সাধারণ মানুষের জীবনযাপনকে, প্রভাবিত করেছে মানুষের কর্মজীবনকে, মানুষের ব্যক্তিগত জীবনকে, মানুষের ব্যক্তিগত সম্পর্ককে।
যদিও এই দৈত্যের প্রকোপ থেকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞান, দাঁড়িয়েছেন বিজ্ঞানীরা, দাঁড়িয়েছেন ডাক্তারেরা, দাঁড়িয়েছেন সেই সমস্ত সক্রিয় অসাধারণ কর্মকর্তারা, যারা প্রতি পদক্ষেপে সাধারণ মানুষের পাশে থেকেছেন। উল্লেখ্য, ঢালের মতো দাঁড়িয়ে থাকা মানুষদের এগিয়ে যেতে সাহায্য করতে পিছপা হননি প্রহরীরূপী সরকারেও। সাধারণ মানুষের সমস্যা লাঘব করতে, করোনা দৈত্যের সঙ্গে মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে প্রত্যেক রাজ্যেই উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরই মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল কেন্দ্রীয় সরকার কর্তৃক "ওপেন সোর্স কোভিড-১৯ ভ্যাকসিন” অনুমোদন। সাধারণ মানুষের স্বার্থে বেশ কিছুদিন আগেই ভারত সরকারের তরফে "ওপেন সোর্স কোভিড-১৯ ভ্যাকসিন” -এর কাজ শুরু হয়েছিল। উল্লেখ্য, করোনার সঙ্গে মোকাবিলায় ভারতকে এ কাজে একলা ছেড়ে দেননি বিশ্বের অন্যান্য দেশ। “ওপেন সোর্স কোভিড-১৯ ভ্যাকসিন” -এর উৎপাদনের ক্ষেত্রে সঙ্গী হয়েছে হার্ভার্ড স্কুল অফ মেডিসিন আর ইউরোপিয়ান ভ্যাকসিন ইনিশিয়েটিভ (ইভিআই)।

"Existing, widely-available vaccines have the potential to protect the world against COVID-19, as well as to prevent or mitigate pandemics caused by other viruses. We should not just be reactive, we should be proactive. We should be ready for both this pandemic and the next ones."— Jaykumar Menon, Chair and Co-Founder, Open Source Pharma Foundation

প্রসঙ্গত উল্লেখ্য, এই “ওপেন সোর্স কোভিড-১৯ ভ্যাকসিন” জনমধ্যে “ওপেনভ্যাক্স” (openvax) নামেও পরিচিত। বর্তমানে এই “ওপেনভ্যাক্স” -এর ক্লিনিকাল ট্রায়ালের ফেজ-থ্রি চলছে।

“অন্যান্য করোনা ভ্যাকসিনের থেকে এই করোনা ভ্যাকসিন আলাদা কোথায়? ”

কেন্দ্রীয় সরকার অনুমোদিত এই করোনা ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হওয়াতেই “ওপেনভ্যাক্স” নামকরণের স্বার্থকতা। উল্লেখ্য, এই ভ্যাকসিনের কোনো পেটেন্ট থাকবে না, অর্থাৎ এই ভ্যাকসিনের উৎপাদনে কোনো বিশেষ কোম্পানি অধিকার ফলাতে পারবে না। ফলত এর উৎপাদন নিয়ে বিভিন্ন ভ্যাকসিন উৎপাদনকারী কোম্পানির মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না এবং যে কোনো কোম্পানিই এই ভ্যাকসিন উৎপাদন করতে পারবে। আর সেই জন্যেই, “ওপেনভ্যাক্স” বাজারে হবে অনেক সস্তা, সাধারণ মানুষ কম খরচেও এই ভ্যাকসিন হাতের নাগালে পাবেন, এই ভ্যাকসিন করোনা থেকে বাঁচার স্বার্থে ব্যবহার করতে পারবেন।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.