‘ভোট-হিংসায় ঘরছাড়া ৪০০ বিজেপি কর্মী পালিয়ে আশ্রয় নিলেন অসমে’, টুইট হেমন্ত বিশ্বশর্মার

National
300 400 bengal bjp karyakartas and family members have crossed over to dhubri in assam after confronted with brazen persecution and violence
ছবি: টুইট থেকে সংগৃহীত
রাইজ়িং বেঙ্গল নিউজ় ব্যুরো: ডবল সেঞ্চুরি করে পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল। অন্যদিকে হিংসা আর অত্যাচারে ঘরছাড়া হয়ে পাশের রাজ্য অসমে আশ্রয় নিচ্ছেন বাংলার বিজেপি কর্মী-সমর্থকরা। এমনই মর্মান্তিক ছবি তুলে ধরলেন অসমের বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা। টুইটে নিজভূমে পরবাসী সেই সব ‘শরণার্থী’ দের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেমন্তর আবেদন, গণতন্ত্রের এই নোংরা নাচ বন্ধ করুন দিদি’।

মঙ্গলবার বেলার দিকে একটি টুইট করেন হেমন্ত। সঙ্গে ৯টা ছবিও পোস্ট করেছেন তিনি। কোনও ছবিতে ঘরছাড়া সহায়-সম্বলহীন মানুষের ঢল। কোনওটায় পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছেন সেই সব মানুষেরা। আবার কোনও ছবিতে স্থানীয় মানুষ বিস্মিত দৃষ্টিতে দেখছেন সেই সব ‘উদ্বাস্তু’ দের। হেমন্ত লিখেছেন, ‘হিংসা আর অমানুষিক অত্যাচারের মুখে পড়ে ঘরছাড়া পশ্চিমবঙ্গের ৩০০-৪০০ বিজেপি কর্মী ও তাঁদের পরিবার। তাঁরা ধুবড়ি হয়ে অসামে ঢুকেছেন। আমরা তাঁদের খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা করেছি’। এরপর মমতাকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘দিদি গণতন্ত্রের এই নোংরা নাচ বন্ধ করুন। এটা বাংলার প্রাপ্য নয়’।

হেমন্তের এই পোস্টে ভাইরাল হতে সময় লাগেনি। কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অসংখ্য নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি সিরিয়া হবে। দুঃখের বিষয়’। আবার কেউ অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন। রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে টিএমসি-কে ‘তালিবানি মুজাহিদিন কংগ্রেস’ বলে কটাক্ষ করেছেন কেউ কেউ। বঙ্গে একাধিক সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটলেও মমতা সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে বারবার। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভোট পরবর্তী হিংসায় ঘর ছেড়ে যদি পাশের রাজ্যে আশ্রয় নিতে হয় তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য।

ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে হিংসা। বিজেপি কর্মীদের খুন করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকির জেরে বহু পরিবার ঘরছাড়া। এবার তারাই বাংলা ছেড়ে পালিয়ে গেল অসমে। কর্মীদের পাশে দাঁড়াতে মঙ্গলবারই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আক্রান্ত কর্মী-সমর্থকদের বাড়ি ঘুরে দেখে নাড্ডা বলেন, ‘দেশভাগের সময় এমন হিংসার কথা শুনেছি। স্বাধীন ভারতে এমন ঘটনা আগে ঘটেনি’।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.