কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সন্ধ্যা রায়ের আজ জন্মদিন

Cinema
today is sandhya roys birthday
রাইজ়িং বেঙ্গল ঢাকা ব্যুরো: ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সন্ধ্যা রায়। সন্ধ্যা রায় ১৯৪৬ সালের আজকের দিন ১১ এপ্রিল নবদ্বীপে মামা বাড়ীতে জন্মগ্রহণ করেন। সন্ধ্যা রায়ের পৈত্রিক নিবাস পূর্ববাংলার যশোরের বেজপাড়াতে। শৈশবকালেই তাঁর মাতৃ ও পিতৃ বিয়োগ ঘটে।
এই জন্যে তাঁর লেখাপড়া বিঘ্নিত হয়। যশোরের বেজপাড়াতেই চলে সন্ধ্যা রায়ের শাস্ত্রীয় সংগীত ও সংস্কৃতির চর্চা। সেই সময়ের শাস্ত্র সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র মফস্বল শহর যশোরেও দেশ বিভাগের অস্থিরতা আছড়ে পড়েছে। তার পর দেশ ত্যাগের হিড়িক।
সন্ধ্যা রায়ও এই সময় যশোর থেকে চলে যান পশ্চিমবঙ্গে। প্রথমে নবদ্বীপে এবং পরবর্তীতে কোলকাতায় আত্মীয় স্বজনের সঙ্গে বসবাস শুরু করেন।

১৯৬৭ সালে সন্ধ্যা রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন গুণী বাংলা চলচ্চিত্রের পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে। দীর্ঘ শান্তিপূর্ণ বিবাহ জীবন অতিবাহিত হয়েছে টালিগঞ্জের চিরচেনা ‘সন্ধ্যানীড়ে’।

একটি ছোট খাট কিন্তু অসম্ভব মায়াবী মিষ্টি মুখের কিশোরী পায়রা উড়িয়ে গেয়ে উঠলেন পায়রার মত শুভ্র উচ্ছ্বলতায় - ‘ও বাক বাকুম বাকুম পায়রা’ ...।
আর প্রেক্ষাগৃহ ভরা দর্শক আবিষ্কার করলেন বাংলা চলচ্চিত্রের আগামী দিনের এক উজ্জ্বল নায়িকাকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে ঠোঁট মিলিয়ে বাকবাকুম করে উঠা সেই কিশোরীর নাম সন্ধ্যা রায়। আর ছবির নাম ‘মায়ামৃগ’।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তীর নায়ক উত্তম কুমারের পাশাপাশি বিশ্বজিতের বিপরীতে ‘মায়ামৃগ’ ছবি দিয়ে চলচ্চিত্রের নায়িকা জীবন শুরু হয়েছিল এক অসামান্য অভিনেত্রী সন্ধ্যা রায়ের।
today is sandhya roys birthday
যদিও তাঁর চলচ্চিত্র জীবনের সূচনা ১৯৫৮ সালে রাজেন তরফদারের পরিচালিত ‘অন্তরীক্ষ’ ছায়া ছবির মাধ্যমে। ‘মায়ামৃগ’ ছবিতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাননি। একের পর এক বিজয় মাল্য নিয়ে ছড়িয়ে পড়ে এই গুণী শিল্পীর অগ্রযাত্রা।
সন্ধ্যা রায়কে সহজাত অভিনয় প্রতিভার অধিকারী শিল্পী হিসাবে আখ্যায়িত করা যায়। কত বিচিত্র চরিত্রে সহজ রূপায়ন করেছেন। ছবিতে কাজ করেছেন কোলকাতা, বোম্বে এবং ঢাকায়।
বাংলাদেশের ঢাকায় চলচ্চিত্রে তিনি দুটি ছবিতে অভিনয় করেছেন। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘পালংক’ তাঁর ক্যারিয়ারের স্মরণীয় ছবি। এছাড়া কাজী জহিরের পরিচালনায় ‘ফুলের মালা’ নামে একটি বাণিজ্য সফল ছবিতেও তিনি অভিনয় করেছেন।
তাঁর অভিনীত হিন্দী ছবি একটি ‘আসলী নকলী’। সত্তর হতে নব্বই এর দশক পর্যন্ত অর্থাৎ ত্রিশের অধিক বছর ধরে দাপটের সংগে কলকাতার অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তিনি গড়েছিলেন।
সুচিত্রা, সাবিত্রি, সুপ্রিয়া, অরুন্ধতি, অর্পনা প্রমুখ অসম্ভব জনপ্রিয় নায়িকাদের মধ্যে নিজের অবস্থান করে নেওয়া অসম্ভব কঠিন কাজ হলেও সন্ধ্যা রায় তা করেছেন সহজেই নিজের অভিনয় প্রতিভা দিয়ে দর্শক হৃদয় জয় করে।
সহজাত প্রতিভার কল্যাণে ধরে রেখেছিলেন তাঁর মিষ্টি মুখের লাবণ্যে যা একেবারেই বাঙ্গালীর চিরন্তন প্রতিমা বললে অত্যুক্তি হবে না।
শিল্পী জীবনের পরম আরাধ্য শিল্পচর্চাই তাঁর ধ্যান- জ্ঞান-সাধনা যে সাধনা তাঁকে পরিচিতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে অসংখ্য পুরষ্কারে। পুরষ্কার আজও রয়েছে তাঁর প্রতীক্ষায়।
তাঁর অভিনীত অসংখ্য ছবির মধ্যে উল্লেখযোগ্য ছবির সংখ্যাও কম নয়। বিশেষ করে উত্তমকুমারের বিপরীতে ‘তিন অধ্যায়’, ‘ভ্রান্তি বিলাস’, ‘সূর্যতপা প্রভৃতি ছবির নাম উল্লেখ না করলেই নয়।
তবে অধিক ছবি তার বিশ্বজিৎ, সৌমিত্র এবং অনুপ কুমারের সঙ্গে। বিশ্বজিৎ ও সৌমিত্রের বিপরীতে ‘মনিহার’ তাঁর অসাধারণ এক ব্যবসা সফল চলচ্চিত্র।
তাঁর অভিনয় প্রতিভার স্ফুরন সমৃদ্ধ ছবিও অনেক। ‘পালংক’, ‘গঙ্গা’, ‘বাঘিনী’, ‘সংসার সীমান্তে, ‘নিমন্ত্রণ’, ‘দীপের নাম টিয়া রং’ এবং বিশেষ করে সত্যজিৎ রায় পরিচালিত অমর ছবি ‘অসনী সংকেত’ সন্ধ্যা রায়কে অমর করে রাখবে আগামী প্রজন্মের চলচ্চিত্রের পিপাসুদের কাছেও।
যশোরের স্মৃতি অজ অত উজ্বলভাবে সন্ধ্যা রায়ের মনে না থাকলেও শিল্প সাহিত্যের এই চিরকালীন নন্দন ভূমির মায়া তাঁর সারাটা মনজুড়ে রয়েছে আজও।
কেননা ‘যশোর’ বা যশোরের লোক শুনলেই আজও তাঁর চিত্ত চঞ্চল হয়। শত ব্যস্ততার মধ্যেও যশোরের অপরিচিত কোন মানুষ আজও নিমিষেই তাঁর অতি আপনজন হয়ে ওঠে।
সেই নির্বাক যুগ থেকে এ পর্যন্ত কলকাতার চলচ্চিত্র জগতে যশোরের কে কোথায় আছেন তা অবলীলায় বলে যান যা তার একরকম মুখস্থ প্রায়। কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায়ের জন্মদিনে আমাদের অশেষ শ্রদ্ধার্ঘ্য।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.