কর্মহীন ১৭ জন বাউল কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা দিয়েছে ফাস্ট পিপলস ফাউন্ডেশন

Bangladesh
first people foundation provides special food aid among the 17 baul singers and instrumentalists
রাইজিং বেঙ্গল ঢাকা ব্যুরো: আমার চাইর দশকের বাদ্যযন্ত্র, গানের খাতা নথিপত্র,
পুড়াইয়া করেছে ছাই, মনের দুঃখ কার কাছে জানাই...
আমার দোষ কি শুধু গান গাওয়া, না ভাটির দেশে উজান বাওয়া,
কোন দোষে শাস্তি পাইলাম, একবার শুধু জানবার চাই...'
যে প্রবল বেদনার কথা এই গানের প্রতিটি ছত্রে উঠে এসেছে, বাউল থেকে শুরু করে বাংলাদেশের লোকসংস্কৃতি ও লোক সংগীতের প্রতিটি শাখা সেই অনিশ্চয়তা আর বেদনার হতাশায় ধুঁকছে আজ অনেকদিন ধরেই। এই ভয়াবহ সংকট নিরসনে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে গিয়েই মূলত First People Foundation আইডিয়ার জন্ম।

বাউলদের উপর সাম্প্রদায়িক শক্তির গান গাইতে বাধা বা হামলা তো আছেই, কিন্তু তার চেয়েও গভীর সংকটটা আসলে আমাদের লোকসংস্কৃতির মানুষগুলোর যথাযথ সামাজিক স্বীকৃতি না থাকা এবং অর্থনৈতিক অস্বচ্ছলতা। যুগের পর যুগ ধরে আমাদের সাংস্কৃতিক চর্চায় লোকগান ও বাউল গানের শিল্পীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন।

একসময় গ্রাম-গঞ্জে সাধারণ মানুষের মনের খোরাক এবং বুকভরে দম নেবার ও জীবনকে সহজ করে উপভোগ করবার অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল বাউল গান, পালাগান, জারিগান, সারিগান, শরিয়তি, মারেফতি, দেহতত্ত্ব, রাই-শ্যামধারা ইত্যাদি লোকসঙ্গীতের নানা ধারার গানের আসর। জগত সংসার বিরাগী এই গানের মানুষেরা মনের আনন্দে গান রচনা করতেন, গাইতেন, সহজ-সরল বাউল দর্শনের গল্প শোনাতেন সাধারণ মানুষকে। একইসাথে তাদের তৈরি গান, সুর ও সঙ্গীতের সৃষ্টিশীলতায় সমৃদ্ধ করেছেন আমাদের লোকজ সংস্কৃতির ভান্ডারকে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক নানা পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পেরে এই সৃষ্টিশীল মানুষেরা পিছিয়ে গেছেন দিনের পর দিন, তার উপরে শহর থেকে গ্রামে জেঁকে বসেছে উগ্র মৌলবাদী ধর্মান্ধতা, বাউলদের ধর্ম ব্যবহার করে কাফের-মুশরিক বানিয়ে দেবার যে ভয়াবহ চর্চা চলে আসছে, তার জেরে এখন গ্রাম-গঞ্জেও অস্তিত্বের সংকটে বাউলশিল্পীরা।
একদিকে গ্রাম-গঞ্জে লোকসংগীতের আসর একেবারেই কমে যাওয়া, সরকারী-বেসরকারী পৃষ্ঠপোষকতার অভাব, সরকারী ভাতার আওতার বাইরে থেকে যাওয়া, অন্যদিকে নিরাপত্তাহীনতা এবং উগ্র ধর্মান্ধদের নানাবিধ অত্যাচার এবং সামাজিকভাবে হয়রানিতে লোকসংগীত ও বাউল ধারার শিল্পীরা এমনিতেই ছিলেন ভয়াবহ সংকটের মুখে।
এরমধ্যে প্রাণঘাতী কোভিড-১৯ মহামারী তাদের আরো অসহায় অবস্থায় নিয়ে গেছে। এক বছরেরও বেশি সময় জুড়ে বাউল শিল্পীরা কর্মহীন, গানের আসর বসে না, বৈশাখ-চৈত্র সংক্রান্তি বা ঈদের মত বড় বড় উপলক্ষ্যগুলো জুড়ে যে মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হত, সেগুলোও পুরোপুরি বন্ধ থাকায় তাদের জীবিকা উপার্জনের কোন রাস্তা নাই৷ অন্য শ্রেণীপেশার মানুষেরা তো তাও কিছু না কিছু করে পেটে ভাত যোগাচ্ছে, কিন্তু গানের মানুষেরা তো গান ছাড়া আর কোন আয়ের উপায়ও জানে না।
ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ফার্স্ট পিপল ফাউন্ডেশনের পক্ষ থেকে জরুরিভিত্তিতে সহায়তা কার্যক্রম নিয়ে কাজ শুরু করি আমরা। এর আওতায় খুব সম্প্রতি সুনামগঞ্জের দিরাই উপজেলা গণমিলনায়তনে করোনাকালীন সময়ে কর্মহীন ১৭ জন বাউল কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা ও বাজারসামগ্রী পৌঁছে দেয়া হয়। সুনামগঞ্জ জেলা সমন্বয়কারীর সঞ্চালনায় ফার্স্ট পিপল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদের গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাউলদের হাতে আপদকালীন সহায়তা হিসেবে চাল, তেল, ডাল, সাবান, মাস্ক, নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী তুলে দেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার প্রকল্প সমন্বয়কারী তার বক্তব্যে জানিয়েছেন, “লোকসংস্কৃতি বাঙ্গালী জাতির প্রাণের স্পন্দন হলেও নানা কারণে লোকসংষ্কৃতির নানা শাখায় চলছে চরম দুর্দিন। এমনিতেই সরকারী-বেসরকারী পৃষ্ঠপোষকতার অভাব, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতাসহ নানা কারণে লোক সঙ্গীত শিল্পী ও বাউলেরা সংকটে ছিলেন, তার উপর করোনা মহামারীর আঘাতে তাদের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে। বাউল ও লোকসঙ্গীত শিল্পীদের রক্ষায় ফার্স্ট পিপল ফাউন্ডেশন সারাদেশ জুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলগুলোতে হিসেবের বাইরে ছড়িয়েছিটিয়ে থাকা বাউলদের জন্য দীর্ঘমেয়াদী স্থায়ী আয়ের উৎস সৃষ্টিতে কাজ করতে চেষ্টা করছে। যেন জীবিকার জন্য দুশ্চিন্তা না করে অন্তত নিশ্চিন্ত নির্ভাবনায় লোক সঙ্গীত শিল্পিরা সুরের সাধনা করতে পারেন, দুর্যোগ দুঃসময়ে অনাহারে দিন কাটাতে না হয়। “
সবচেয়ে আশাবাদের ব্যাপার হচ্ছে, এই আয়োজনের মাধ্যমে অনেকদিন পর দিরাইয়ের বাউলদের অন্যতম প্রধান ভরসাস্থল বাউল সম্রাট শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও তার সন্তান শাহ নূর জালাল এবং শিষ্য বাউল রনেশ ঠাকুরসহ অনেক বাউল ও সাংষ্কৃতিক ব্যাক্তিত্বরা একত্রিত হয়েছিলেন। নিজেদের মধ্যে মতভেদ ভুলে বাউলদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে তারা একত্রে কাজ করবেন বলে জানিয়েছেন।
এই আয়োজন সফল করে তুলতে অনুদানের মাধ্যমে অংশ নেওয়া, বাউলদের খুঁজে বের করে তাদের কাছে সহায়তা পৌঁছে দেবার প্রতিটা ধাপে কাজ করে যাওয়া এবং অন্তহীন অনুপ্রেরণা যুগিয়ে যাওয়া প্রত্যেককে ফার্স্ট পিপল ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আশা করি এই চলমান মহাযজ্ঞে সবসময়ই আপনাদের পাশে পাবো।
মানুষকে মানুষের কাছে ফেরাবার যে গল্প লিখতে চলেছি আমরা, সেই আনন্দময় অভিযাত্রায় আপনাকে স্বাগতম। এই পৃথিবীটা একদিন বাউলের হবে!
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.