রবীন্দ্র সংগীত বিশেষজ্ঞ ও স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Art
sailajaranjan majumdar is expert of rabindra sangeet
রাইজিং বেঙ্গল ঢাকা ব্যুরো: শৈলজারঞ্জন মজুমদার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত বিশেষজ্ঞ ও প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিশিষ্ট বিজ্ঞানের শিক্ষক।

শৈলজারঞ্জন মজুমদারের জন্ম অবিভক্ত বৃটিশ ভারতের তথা আধুনিক বাংলাদেশের নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নামক গ্রামে ১৯০০ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই। শৈলজারন্ঞ্জনের পিতা ছিলেন নেত্রকোণা সদরের আইনজীবী রমণীকিশোর দত্ত মজুমদার। মায়ের নাম ছিল সরলা সুন্দরী, মা ছিলেন সংগীতের প্রতি অনুরাগী।

১৯১৭ খ্রিষ্টাব্দে নেত্রকোণা উচ্চ বিদ্যালয় হতে ম্যাট্রিক এবং ১৯২০ খ্রিষ্টাব্দে কলকাতার মেট্রোপলিটন কলেজ বর্তমানে বিদ্যাসাগর কলেজ হতে আই.এসসি পাশ করেন। ১৯২২ খ্রিষ্টাব্দে স্কটিশ চার্চ কলেজ থেকে মেধা তালিকায় বি.এসসি পাশ করেন।
১৯২৪ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে কৃতিত্বের সাথে এম.এসসি প্রথম শ্রেণীতে পাশ করেন। এরপর তিনি তাঁর পিতার ইচ্ছায় আইন নিয়ে পড়াশোনা করেন এবং ১৯২৭ খ্রিষ্টাব্দে আইন পাশও করেন।
১৯২৪ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে রসায়নশাস্ত্রে এম.এসসি পাশের পর কিছুদিন কলকাতার আশুতোষ কলেজে পড়িয়েছেন, সেই সঙ্গে গবেষণার কাজও করেছেন। আইন পাশ করার পর অল্পকাল বাংলাদেশের নেত্রকোণার বার লাইব্রেরিতে ছিলেন।
ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি শৈলজারঞ্জনের বিশেষ আগ্রহ ছিল। আট-নয় বছর বয়সে পাঠশালায় পড়ার সময়, তিনি তাঁর ঠাকুরমা প্রখ্যাত লেখক নীরদচন্দ্র চৌধুরীর পিসিমার কাছে গান শেখেন।
এবং তাঁর কাছ থেকেই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ও তাঁর গানের কথা শুনেছেন। এমনকি তিনি স্থানীয় শিল্পীদের কীর্তন, শ্যামাসংগীত, বাউল, ভাটিয়ালী, প্রভৃতি লোকসঙ্গীত শুনে শুনে কিছু কিছু গান আয়ত্ত করেন।
বিদ্যাসাগর কলেজে আই.এসসি পড়ার সময়ে সৌমেন্দ্রনাথ ঠাকুরের "পাগলাঝোরা" নামের এক অনুষ্ঠানে গানের দলে নাম লেখান।
১৯২০ খ্রিষ্টাব্দে কলকাতায় অবস্থানকালে তিনি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কণ্ঠে ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গান এবং ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ কবিতার আবৃত্তি শুনে মুগ্ধ হন – রবীন্দ্র অনুরাগী হয়ে পড়েন।
শান্তিনিকেতনের অর্থনীতির অধ্যাপক প্রভাতচন্দ্র গুপ্তর উদ্যোগে তিনি ১৯৩২ খ্রিষ্টাব্দে শান্তিনিকেতনে রসায়নশাস্ত্রের অধ্যাপকরূপে যোগ দেন। এর সুবাদে কবিগুরুর কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাগ্রহণ শুরু করেন।
রবীন্দ্রনাথের কাছে গান শেখার পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি করা শুরু করেন। ধ্রুপদী সংগীতে তালিম নেন হেমেন্দ্রলাল রায়ের কাছে।
ক্রমে ক্রমে রসায়ন বিজ্ঞানের অত্যন্ত কৃতিত্বপূর্ণ অধ্যাপক শৈলজারঞ্জন মজুমদার ১৯৩৯ খ্রিস্টাব্দে হয়ে উঠলেন শান্তিনিকেতনের সঙ্গীতভবনের অধ্যক্ষ।
১৯৬০ খ্রিস্টাব্দে সঙ্গীতভবনের অধ্যক্ষ পদে ইস্তফা দিয়ে তিনি শান্তিনিকেতন ছেড়ে স্থায়ীভাবে কলকাতায় চলে আসেন। কলকাতায় তাঁর প্রধান শিক্ষাকেন্দ্র ছিল "সুরঙ্গমা"।
শৈলজারঞ্জন মজুমদারের পরিকল্পনায় ও সক্রিয় তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। এর আগে 'গীতবিতান' ও 'দক্ষিণী' প্রতিষ্ঠার ব্যাপারে তাঁর অনেক খানি অবদান ছিল।
তিনি রবীন্দ্রনাথের বহু গানের স্বরলিপি রচনা স্বরবিতানের সম্পাদনা ও প্রকাশনার কাজ করতে থাকেন। রবীন্দ্র সংগীতের প্রায় দেড়-শোটি গানের সুরকার তিনি। রবীন্দ্রনাথের প্রধানত শেষ যুগের গানগুলির তিনিই প্রধান স্বরলিপিকার। কয়েক খণ্ড স্বরবিতানের সম্পাদনাও করেছেন তিনি। তাঁর সঙ্গীতচর্চায় তানপুরা ও এস্রাজ- এ দুটি অনুষঙ্গ যন্ত্রই ব্যবহৃত হয়েছে।
শৈলজারঞ্জন মজুমদার শেষ জীবন পর্যন্ত রবীন্দ্র সংগীতে হারমোনিয়াম ব্যবহারের বিরুদ্ধতা করে গেছেন রবীন্দ্রসংগীতের সংরক্ষণ ও তার শুদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। তিনি তাঁর সুদীর্ঘ জীবনে বহু ছাত্রছাত্রীকেও রবীন্দ্র-সঙ্গীতের শিক্ষাও দিয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, অরুন্ধতী দেবী প্রমুখ।

শৈলজারঞ্জনের কাছে রবীন্দ্রনাথ ছিলেন উপাস্য দেবতার মতো, আর 'গীতবিতান' ছিল তাঁর কাছে 'বেদ' বা 'গীতার মতোই পবিত্র গ্রন্থ'। ও দিকে রবীন্দ্রনাথও তাঁকে ভালবাসতেন নিবিড় মমতায়। এক জন্মদিনে কবি তাঁকে আশীর্বাণী দিয়েছিলেন - “জন্মদিন এল তব আজি, ভরি লয়ে সংগীতের সাজিবিজ্ঞানের রসায়ন রাগ রাগিণীর রসায়নেপূর্ণ হল তোমার জীবনে। কর্মের ধারায় তব রসের প্রবাহ যেথা মেশে সেইখানে ভারতীর আশীর্ব্বাদ অমৃত বরষে।”

১৯৩০ খ্রিস্টাব্দে শৈলজারঞ্জনই প্রথম নেত্রকোণায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেন এবং তাঁর উদ্যোগে ১৯৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত নেত্রকোণায় রবীন্দ্র সংগীত অনুষ্ঠিত হয়। সুতরাং, বলাচলে দুই বাংলায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনের অনুষ্ঠান-শুরু এই রবীন্দ্র অনুরাগী শৈলজারঞ্জন মজুমদারের উদ্যোগেই।
শৈশবে তিনি রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মাবোধানন্দের (সত্যেন মহারাজ) সংস্পর্শে আসেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে তাঁর আজীবন সংযোগ ছিল।
১৯৭৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সংগীত আকাদেমি পুরস্কার দেন এবং ১৯৮৫ খ্রিষ্টাব্দে তিনি বিশ্বভারতী থেকে ‘দেশিকোত্তম’ সম্মাননা পান। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট প্রদান করে। ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৪ মে কলকাতার সল্টলেকে শৈলজারঞ্জন মজুমদার প্রয়াত হউন।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.