মানুষ বিক্রির দলিল

History of India
document of human sell
উদাহরণটা রাজা হরিশ্চন্দ্রের কাহিনীতেই পাওয়া যায়। ঋষি বিশ্বামিত্রের কাছে প্রতিজ্ঞাবদ্ধ দানবীর রাজা হরিশ্চন্দ্র রাজ‍্য-রাজপাট ছেড়ে স্ত্রী শৈব‍্যা ও একমাত্র পুত্র রোহিতাশ্বকে সঙ্গে নিয়ে পৃথিবীর বাইরে কাশীতে চলে যান। পৃথিবীর বাইরে মানে এখানে নিজের রাজ‍্যসীমার বাইরে।
কিন্তু সেখানেও দুর্গতি পিছু ছাড়ে না। শেষ পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রকে এক শ্মশানের ডোমের কাছে "আত্মবিক্রয়" করতে হয় গ্রাসাচ্ছাদনের জন্য। পাঠক লক্ষ্য করুন, "আত্মবিক্রয়" শব্দটির দিকে। তার মানে, আত্মবিক্রয় অর্থাৎ নিজেকে বিক্রি করে দেওয়ার রেওয়াজ ছিল। তাই হরিশ্চন্দ্র আত্মবিক্রয় করে বাঁচতে চেয়েছিলেন। এ তো গেল কাহিনীর কথা। কিন্তু বাস্তবেও যে এই বাংলায় আত্মবিক্রয় বা মানুষ বিক্রি হতো, তার প্রমাণ রয়েছে ইতিহাসে। আসছি সে কথায়।
অভাবে মানুষ ঘরের ঘটি-বাটি থেকে শুরু করে জমি-জায়গা, গয়না-গাঁটি হয় বন্ধক দেয়, কিংবা বিক্রি করে। কিন্তু সত্যি সত্যি মানুষ বিক্রি কিংবা নিজেকে বিক্রি করে দেওয়া? বিষয়টি যতই বিস্ময়ের হোক না কেন, খ্রিস্টিয় অষ্টাদশ শতাব্দীর বাংলায় এই মানুষ বিক্রির ঘটনা ঘটেছে, যার ঐতিহাসিক তথ্য-প্রমাণ রয়েছে। এবার আসছি সে প্রসঙ্গে।

প্রথম পত্রটি এই রকম:

লিপিকাল: ১১৩৪ বঙ্গাব্দ।
আত্মবিক্রয় পত্র
৭-ই আদি কির্দ্ধ সকল মঙ্গলালয়
শ্রীজয়কৃষ্ণ গুহ সুচরিতেষু লিখিতং
শ্রীমুচিরাম চঙ্গ তস‍্য স্ত্রী শ্রীমতী তপী তস‍্য পুত্র শ্রীপঞ্চা চঙ্গ ও বারু চঙ্গ ও শ্রীরঞ্জিত চঙ্গ কন্যা শ্রীমতী কালিন্দি বালা আপ্ত বিক্রয় পত্র মিদং কার্যাঞ্চাগে
আমরা সপরিবারে অন্নরিণ উপহতিক্রেমে নগদ মূল্য তোমার স্থানে ১১ এগার রূপাইয়া পাইয়া স্ব ইচ্ছাপূর্ব্বক আপ্ত বিক্রি হইলাম
তোমার পুত্র পৌত্র আদি ক্রেমে আমার পুত্র পৌত্র আদি ক্রেমে গোলামি করিব এহি করারে আপ্ত বিক্রয় পত্র দিলাম
ইতি সন ১১৩৪ চৌত্রিষ তেরিখ ১৬ ফাল্গুন

অপর পৃষ্ঠায় রয়েছে---

নিসান সহি---
শ্রীমুচিরাম চঙ্গ
শ্রীমতী তপী
শ্রীপঞ্চা চঙ্গ
শ্রীবারু চঙ্গ ও শ্রীরঞ্জিত চঙ্গ
শ্রীমতা কালি চঙ্গ
----নব‍্যভারত, সন ১২৩৭, শ্রাবণ, পৃষ্ঠা-১৮১-১৮৩
শুধুমাত্র পেটের তাগিদে নিজেকে কিংবা সপরিবারে বিক্রি বা বন্ধক রাখার সপক্ষে কয়েকটি দলিল রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে। এর মধ্যে একটি চিঠি বাংলা ১১৬৮ সালে অর্থাৎ ১৭৬১ খ্রিস্টাব্দে লেখা ১৪৯৩-ক সংখ্যক চিঠি। মানুষ বিক্রির এই দলিলটিতে স্বাক্ষর দিচ্ছেন ব্রাহ্মণভিটা গ্রামের "শ্রীরাধু দাষ।"

দলিলটিতে লেখা---

"...নরবিক্রয় পত্রমিদং সন ১১৬৮ এগারহ সত্ত আটসট্টী সাল লিখনং কার্য্যাঞ্চাগে
বিক্রিদার শ্রীরাধু দাষ---
আমার কন্যা শ্রীমতী তারণী কৈবর্ত্ততানী বর্ণ গৌর বএক্রম ১১ এগারহ বৎস্বর আত্মমনুমানে সের্চ্ছাপূর্ব্বক শ্রীযুত নন্দপঞ্চানন ঠাকুরস্থানে মবলক ৫্ পাঁচ রুপেয়া লইয়া বিক্রয় করিলাঙ্ জীবানাবধী তোমার নকরী করিবেক কখন হিল্লাসাজী করিয়া লইয়া পলাইয়া জাই সজাত্তর করিয়া লইয়া আনাঞা বিহিত প্রতিকার করিবেন
এতদর্থে নরবিক্রয় পত্র দিল
ইতি তারিক ২১ একইষা ফাল্গুন।"
এ ধরণের আরেকটি দলিলে দেখা যাচ্ছে, ১৭৩৫ খ্রিস্টাব্দে বর্ধমানের আত্মারাম বাগদী তার ছেলে শ‍্যামাপদকে বিক্রি করে দিতে দেখা যাচ্ছে গ‍্যাসপার সাহেবের কাছে।

এ বিষয়ে দলিলে স্বাক্ষরকারী আত্মারাম বাগদীর ঘোষণা---

"এই ছোকরার দান বিক্রিয় সত্তাধিকার তোমার আমার সহিত এবং আমার ওয়ারিশের সহিত এই ছোকরার কোন এলাকা নাই এই করারে ছোকরা বিক্রয় করিলাম।"

এছাড়া বর্তমান বাংলাদেশের ঢাকার কাছে ধামরাই গ্রামের "বদন চান্দ" তার স্ত্রী "সরেস্বতি" ও তিন বছর বয়সী শিশুপুত্র "ডেঙ্গুচন্দ"-কে নিয়ে ধার শোধের জন্য কৃষ্ণরাম মৌলিকের কাছে আত্মবিক্রয় করছে।
কলকাতার যাদুঘরে রাখা বাংলা ১২১০ সাল অর্থাৎ ১৮০৩ খ্রিস্টাব্দের চিঠিতে এর উল্লেখ রয়েছে। ওখানেই আরেকটি চিঠিতে দেখা যাচ্ছে, বাংলা ১১৭৪ সালের (১৭৬৭ খ্রি: ) ২৯ শে শ্রাবণ কারস্থ নিবাসী গোপীনাথ মজুমদারকে আত্মবিক্রয় করতে দেখা যাচ্ছে ইসিন্দার খানের কাছে।
ক্ষেত্রানুসন্ধানী গবেষক তারাপদ সাঁতরা'র সংগৃহীত হাওড়ার বাগনান থানার নবাসন গ্রামের আনন্দ নিকেতন কীর্তিশালায় সংরক্ষিত একটি চিঠিতে দেখা যাচ্ছে, জনৈক সুবল চন্দ্র মণ্ডলকে অভাবের তাড়নায় ওই গ্রামেরই চন্দ্রকুমার সাঁতরা'র কাছে আত্মবিক্রয় করতে। চিঠির তারিখ---বাংলা ১৩২৬ সনের (১৯১৯ খ্রি: ) ১৩ ই জ‍্যৈষ্ঠ।

শুধুমাত্র দলিলের পাতায় নয়, সমকালীন সংবাদপত্রের পাতাতেও প্রকাশিত হয় এই ধরণের সংবাদ। এমনই একটি সংবাদ প্রকাশিত হয় "সমাচার দর্পণ"-এর ১৮২৫ খ্রিস্টাব্দের ১৮ই জুনের সংখ্যায়। সংবাদটির শিরোনাম ছিল "কন‍্যা বিক্রয়।"

আর বক্তব্য ছিল---

"কএক দিবস হইল মোং বর্দ্ধমান হইতে এক বৈষ্ণবী আপন দ্বাদশ বর্ষীয়া সুন্দরীকন্যা সমভিব‍্যাহারে মোং কলকাতায় বাবু রামদুলাল সরকারের শ্রাদ্ধের দান উপলক্ষে আসিতেছিল তাহাতে মোং ফরাসডাঙায় আসিয়া অবগত হইল যে শ্রাদ্ধ হইয়া দান সকলকে দিয়া বিদায় করিয়াছেন এজন্য ঐ বৈষ্ণবী ধনলোভে শ্রীযুক্ত রাজা কিষণচাঁদ রায় বাহাদুরের নিকট যাইয়া ঐ কন‍্যাকে ১৫০ দেড়শত টাকায় আপন স্বেচ্ছাপূর্বক বিক্রয় করিয়া দেশে প্রস্থান করিয়াছে।"
দলিলের ভাষা যাই হোক না কেন, এর প্রতিটি পাতায় রয়েছে দু: স্থ অসহায় মানুষের চোখের জল!

তথ‍্যসূত্র:

১). "একখানি মনুষ‍্যবিক্রয় পত্র", বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা, বর্ষ ৫৮, সংখ্যা-১-২: চিন্তাহরণ চক্রবর্তী।
২). তারাপদ সাঁতরা সম্পাদিত "কৌশিকী" পত্রিকা, ১-২ সংখ্যা: দেবাশিস বসু ও ইন্দ্রজিৎ চৌধুরী, কলকাতা, ২০০৪।
৩). চিঠিপত্রে সমাজচিত্র, ১-২: পঞ্চানন মণ্ডল, বিশ্বভারতী, ১৯৫৩, ১৯৬৮।
৪). বীরভূমের ইতিহাস: গৌরীহর মিত্র, কলকাতা, ২০১২।
৫). Bengal District Gazetteers, Burdwan: J.C.K. Peterson, Re-print, Kolkata, 1997.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.