৫ই অগাস্ট অযোধ্যাতে ভূমিপূজন করে রামমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মোদী

Society
narendra modi visiting ayodhya for bhoomi pujan ceremony
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কোটি কোটি হিন্দুর দীর্ঘকালীন স্বপ্নের সমাপ্তি অবশেষে হতে চলেছে। আগামী ৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর ১২ টা বেজে ১৫ মিনিটে ভূমি পূজা করবেন। শ্রী রাম জন্মভূমি ন্যাস প্রেরিত ভূমি পুজোর আনুষ্ঠানিক আমন্ত্রণও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে খবর। গত শনিবার রাত ১১ টায় রাম জন্মভূমি ন্যাসের প্রধান রামদাসের বাসভবনে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়। তাতে তার উত্তরসূরি মহন্ত কমলায়ন দাস সাংবাদিকদের বলেন, বৈঠকে সমস্ত লোকের সাক্ষাত হয়েছিল বলে। আর সেখানেই স্থির হয়ে যায় রামমন্দিরের ভূমিপুজোর দিনক্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ই আগস্ট ঠিক ১২ টা ১৫ মিনিটে ভূমি পূজো করবেন বলে স্থির করেছে রাম জন্মভূমি ন্যাস। রাম মন্দির নকশার চূড়ান্ত করার জন্য স্থাপত্যবিদ চন্দ্রকান্ত সোমপুরার দুই পুত্র নিখিল ও আশীষ উভয়ই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
তাঁর তরফ থেকে রাম মন্দিরের নকশার পরিবর্তনের পর প্রস্তাবিত মানচিত্রটিও ট্রাস্টের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয় সেদিনই। চূড়ান্ত নকশা অনুযায়ী প্রস্তাবিত মন্দিরের আয়তনও দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাসের সদস্যরা। সূত্রের খবর, মূল রাম মন্দিরটি হবে তিন একর জায়গার উপর। মন্দির চত্বরটিকেও সম্প্রসারণ করা হবে। সূত্রের খবর ন্যাস সাধুগণ দ্বারা গৃহীত মন্দির সম্প্রসারণের দাবিটিকেও গুরুত্ব সহকারে নিয়েছিল পূর্বে। তাতে স্থির হয়, মন্দিরটির তিনটির পরিবর্তে পাঁচটি গম্বুজ থাকবে। এটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বৃদ্ধি পাবে। ন্যাসের সভাপতি মহন্ত নিত্তগোপাল দাস নিজেই প্রধানমন্ত্রীকে রাম মন্দিরের ভূমি পুজোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বৈঠকের দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ভূমি পুজোর তারিখ স্থির করে মোদীজিকে আমন্ত্রণ জানিয়েছি। এখন করোনার মহামারী এবং দেশ-সমাজের পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রীর কার্যালয় তারিখ নির্ধারণ করবে এবং একই দিনে ভূমিপুজো করা হবে’।
narendra modi visiting ayodhya for bhoomi pujan ceremony
সেখান থেকে প্রধানমন্ত্রী তার অযোধ্যা সফরের কর্মসূচি প্রকাশিত হলে পরে প্রকাশ করা হবে বলে জানা তিনি। আর তারপরই ৫ই আগস্ট দিন ঠিক হয় বলে খবর। ন্যাসের সদস্য কামেশ্বর চৌপাল বলেন, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী অযোধ্যা সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে করোনার কারণে তার বিলম্ব হয়েছিল। এখন প্রধানমন্ত্রীকে তাঁর সুবিধার্থে তারিখটি ঠিক করে এবং মন্দিরের গর্ভে ভূমিপুজো করার জন্য অযোধ্যায় আসার অনুরোধ করা হয়েছে। তিনি বলেন যে মন্দিরটির নকশা বাড়ানোর সঙ্গে সঙ্গে এর উচ্চতা ১২৮ ফুট থেকে বাড়িয়ে ১৬১ ফুট করা হবে। গম্বুজটিও তিন থেকে পাঁচটি করা হবে বলে জানান তিনি। এতে মন্দিরটি আরও বড় এবং জমকালো হয়ে উঠবে।
করোনা পরিস্থিতির দিকে তাকিয়েই প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সীমিত সংখ্যক লোককে আমন্ত্রন জানানো হবে বলে স্থির হয়েছে। ন্যাসের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেন, মন্দির নির্মাণে শুধুমাত্র চন্দ্রকান্ত সোমপুরার দলই অংশ নেবে। সোমনাথ মন্দিরও এই লোকেরা তৈরি করেছিলেন। মন্দির নির্মাণে অর্থের অভাব হবে না। এর জন্য প্রায় ১০ কোটি পরিবার ইতিমধ্যেই অনুদান দিয়েছে বলে খবর। শ্রী রামজন্মভূমি চত্বরে অবস্থিত প্রায় ১২ টি প্রাচীন মন্দিরকে পুনরায় গড়ে তোলা হবে জানিয়েছে ন্যাসের সদস্যরা। ন্যাসের সভাতে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। সভায় অংশ নেওয়া মহন্ত দীনেন্দ্র দাস বলেন, ২৮ বছর ধরে বন্ধ থাকা প্রাঙ্গণে অবস্থিত পৌরাণিক মন্দিরটি ভেঙে পুনরায় গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে সকলেই। এই বিষয়ে পরে সাধুদের সঙ্গেও আলোচনা করে পরে তাদের মতামত নেওয়া হবে জানান তিনি।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.