প্রাগৈতিহাসিক বন্ধু বিটল বা গুবরে পোকা

Environment
role of beetles in the environment

-শুভদীপ সামন্ত

১৪০ বছর আগে ১৮৮১ সালে, বিবর্তনের স্পষ্ট বৈজ্ঞানিক ধারণা ও প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জনক চার্লস ডারউইন, অঙ্গুরীমাল প্রাণী কেঁচোদের "কৃষকদের বন্ধু" বলে চিহ্নিত করেন। চাষভূমির উর্বরতা বৃদ্ধিতে তাদের গুরুত্ব সকলেই জানে। কিন্তু উপেক্ষিত থাকে পরিবেশে গুবরে পোকাদের অবদান।
পতঙ্গ শ্রেণীর, কলিওপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত এই প্রাণীরা পরিচিত "বিটল" নামে। আন্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই উপস্থিত বিটল ফুলের মকরন্দ, রেণু থেকে তৃণভোজীদের গোবর ও অন্যান্য প্রাণীদের বিষ্ঠাও এদের খাদ্য তালিকাভুক্ত।
প্রায় ১১ কোটি বছর আগে ডাইনোসরদের আবির্ভাব। বৃহদাকার প্রাণীদের বর্জ্য নিঃশেষ করতে অভিযোজিত হয় গুবরে পোকা। সাড়ে ছয় কোটি বছর আগে উল্কাপাতে ডাইনোসরা নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু গুবরে পোকা খুঁজে নেয় খাবারের নতুন উৎস, তা হোল স্তন্যপায়ীদের বিষ্ঠা। এর পরে পথ চলা স্তন্যপায়ীদের সঙ্গেই। তবে এরা এই বর্জ্য নিয়ে করে কী?

পুরুষ গুবরে পোকা মলের বল বানিয়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে যায়, এদের বলে roller। মলের বল ছিনিয়ে নিতে আসতে পারে অন্য গুবরে, তখন দুজনের মধ্যে চলে দারুণ লড়াই। যে জেতে সেই বলের স্বত্ব পায়! ইতিমধ্যে স্ত্রী পোকারা বলের আকারে আকৃষ্ট হয় ও উড়ে আসে সেই মলের বলের কাছে। তার পরে দুজনেই সেই বলটিকে মাটির গভীরে নিয়ে যায়। স্ত্রী বিটল ডিম পারে। ডিম থেকে গ্রাব অর্থাৎ গুবরে পোকার লার্ভা ফোটার জন্য স্ত্রী পোকারা অপেক্ষা করে মাটির নীচে। কিছু গুবরে পোকা যেখানে মলের স্তূপ খুঁজে পায়, তার পাশেই অথবা নীচেই নালী তৈরী করে ও মলকে পৌঁছে দেয় মাটির গভীরে। সেখানেই তারা সংসার পাতে। এরা হলো tunneler।

কেউ কেউ dweller, তারা মলের মধ্যেই ডিম পারে ও জীবদ্দশা সম্পন্ন করে। এই বিষ্ঠাভূক অর্থাৎ coprophagus পোকাদের গুরুত্ব কোথায়? প্রথমত, এরা বিপুল পরিমাণ বর্জ্য মাটির তলায় জমা করে, ফলে জমা মল, ধীরে ধীরে সারে রূপান্তরিত হয়। উদ্ভিদের বৃদ্ধিতে জৈব সারের গুরুত্ব প্রচুর। তা ছাড়া, গুবরে পোকাদের মাটির ভিতরে চলাচল, আনাগোনা বাতাসের সঞ্চার ঘটায়। যার ফলে উদ্ভিদের মূলের বৃদ্ধি হয় ও মূলে অক্সিজেনের অভাব মেটে। দ্বিতীয়ত, মলে ডিম পাড়ে বিভিন্ন পরজীবী ও রোগ বহনকারী মাছি। গুবরে পোকা এদের সঙ্গে লড়াই করে ও তাদের প্রজননে বাধা দেয়।

মিশরীয় সভ্যতায় এই পোকাদের সন্ধান মেলে

গুবরে পোকাদের সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে মিশরীয় দেবতা "Khepri "র। মলের বল গড়িয়ে নিয়ে যাওয়া ও পরবর্তী কালে সেই বল থেকেই উদ্ভব হয় এই পোকাদের, এই ঘটনা জানা ছিল মিশরীয়দের। সেই ধারণা থেকেই মিশরীয়দের মতে Khepri হলো সূর্যকে ঠেলে নিয়ে চলা ও পুনরুত্থানের দেবতা। এমনকী কিছু কিছু মিশরীয় মমির ভিতর থেকেও উদ্ধার হয়েছে গুবরে পোকার দেহের অংশ।
role of beetles in the environment
গুবরে পোকাদের নিয়ে, আমাদের দেশে পুঁথিগত তথ্য কম হলেও গ্রামাঞ্চলের মানুষেরা পরিবেশবন্ধু এই পোকা সম্পর্কে ভালো করেই জানেন। বড় প্রজাতির পোকা, যেমন Catharsius molossus এর লার্ভাকে গ্রামের লোকেরা "চিংড়ি পোকা " নামে চেনেন। পূর্ণবয়স্ক পোকারা রাতে শব্দ করে আলোর দিকে উড়ে আসে, তাই গ্রাম বাংলায় এদের নাম হয়েছে "Helicopter পোকা। ২০১২ থেকে সুন্দরবনের মথুরাপুর অঞ্চলে পরীক্ষা চালিয়ে দেখা গেছে আগে অনেক প্রজাতির গুবরে পোকার দেখা মিলত যেমন Onthophagus sp., Sisyphus sp., Drepanoceros sp., Onitis sp., Catharsius sp. এবং Aphodius sp. কিন্তু ২০১৯-এ Onthophagus sp., Catharsius sp. ছাড়া অন্য প্রজাতির বিশেষ দেখা মেলে না। এই দুই প্রজাতিভুক্ত পোকার সংখ্যাও নিম্নগামী। ক্ষতিকারক কীটনাশক ও পরিবেশের দূষণের ফলে হারিয়ে যেতে বসেছে নানা প্রজাতির গুবরে পোকা।
এদের অবদান সম্পর্কে বিশেষ জ্ঞান আমাদের নেই, তাই এদের সংরক্ষণ নিয়ে কোনও তাগিদও নেই। কিন্তু এই প্রাগৈতিহাসিক বন্ধুদের যদি এ ভাবেই হারিয়ে যেতে দিই, তা হলে ভবিষতে এদের উপকার থেকে আমরাই বঞ্চিত হব ও পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে।
লেখক সহকারী শিক্ষক, মথুরাপুর
বিজ্ঞানচর্চা, পরিবেশ, প্রকৃতি নিয়ে বিশেষ আগ্রহী।
ইমেল- samantasuvadeep@gmail.com
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.