পানিপথের তৃতীয় যুদ্ধ: আহম্মদ শাহ আবদালী বনাম মারাঠা

History of India
third battle of panipat ahmad shah abdali versus maratha
সময়কাল: ১৭৬১ খ্রিস্টাব্দের জানুয়ারি।
স্থান: দিল্লির অদূরে পানিপথের প্রান্তর।
মুখোমুখি যুদ্ধের জন্য প্রস্তুত আবদালী ও মারাঠা শক্তি। মারাঠা সেনাপতি সদাশিব রাও ভাও এবং তাঁর নেতৃত্বে লক্ষাধিক মারাঠি সৈন্য। যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা। যুদ্ধ কৌশল হিসেবে আবদালী সরাসরি যুদ্ধ না করে মারাঠা বাহিনীর বিরুদ্ধে অবরোধ গড়ে তুললেন। বিচ্ছিন্ন হয়ে গেল দিল্লি ও পুণার মধ্যে যোগাযোগ ব‍্যবস্থা। ৬ মাস ধরে আবদালী বাহিনী অবরোধ করে রাখলো মারাঠাদের।
বাধ‍্য হয়ে ১৭৬১ খ্রিস্টাব্দের জানুয়ারির প্রথম সপ্তাহেই মারাঠা সেনাপতি সদাশিব রাও ভাও অযোধ‍্যার নবাব সুজাউদ্দৌল্লার মাধ্যমে আবদালীর কাছে সন্ধির প্রস্তাব পাঠালেন। আবদালীর বিচক্ষণ রাজকর্মচারী ওয়াজির শাহ ওয়ালি সাম্রাজ্য রক্ষার কথা ভেবে নতুন জেগে ওঠা মারাঠা শক্তির সঙ্গে সন্ধির প্রস্তাবে রাজি হলেন। কিন্তু বেঁকে বসে আবদালী বাহিনী। তাদের মুখপাত্র হিসেবে কাজী ইদ্রিস তখন আবদালীকে জানান, ---

"Fix your eyes on your faith; and let not any greed of money influence you in this matter, because the merit of Jihad would be lost thereby... This world is for a few days only...Fear not the enemy, fear not the lack of money for your army expenses. Fear God rather."---Fall of the Mughal Empire, Vol.II, Page-228: J.N. Sarkar.

অর্থাৎ, ধর্মের প্রতি আনুগত্য দেখাও। অর্থের লোভ করো না। তাহলে জিহাদের বকশিশ মিলবে না। ...সংসার অনিত‍্য। শত্রু ভয় ত‍্যাগ করো। সেনাবাহিনীর খরচের কথা ভেবে অর্থ চিন্তা করো না। ভয় করো শুধু ওপরওয়ালাকে।
কাজীর কথায় উদ্বুদ্ধ হয়ে গেল আবদালী বাহিনীর সেনানায়করা। তারা একসঙ্গে আবদালীকে জানিয়ে দিলো, ---

"On hearing this speech, the Durani captions cried out with one voice----the Kazi has spoken the truth. In this holy war, we shall follow your wishes in every eventuality. Whether we are hungry or with full stomach, we shall not lessen our exertions."----Fall of the Mughal Empire, Vol.II, Page-228: J.N. Sarkar.

অর্থাৎ, ঠিক বলেছেন কাজী। নিষ্ঠার সঙ্গে সব অবস্থায় এই ধর্মযুদ্ধে মেনে চলবো আপনার কথা। অর্ধাহার কিংবা অনাহার, কোনো অবস্থাতেই নষ্ট হবে না আমাদের উদ‍্যম। আবদালী মেনে নিলেন সৈন‍্যদের অভিমত। মারাঠা দূত ফিরে গেল। যুদ্ধ অনিবার্য এবার।
এদিকে রঘুনাথ রাওয়ের নেতৃত্বে উত্তর ভারতে দীর্ঘদিন সামরিক অভিযান চালানোর ফলে মারাঠা শক্তি তখন ক্ষয়িষ্ণু। মারাঠা পেশোয়ার রাজকোষ শূন্য প্রায়। মিত্র জোটে নি, বরং বেড়েছে শত্রুর সংখ্যা।
বিদেশি আক্রমণকারী আবদালীর বিরুদ্ধে লড়াইয়ে মারাঠারা উত্তর ভারতের শাসকদের কাছে সাহায্য চেয়ে ব‍্যর্থ হোন। অন্যদিকে, সমস্ত মুসলিম শক্তি আবদালীর পক্ষে এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়।
অযোধ‍্যার নবাব সুজাউদ্দৌল্লা ছিলেন দ্বিধাগ্রস্থ। রোহিলা নেতা ও আবদালীর প্রধান প্রতিনিধি নাজিব খান এ বিষয়ে তাঁকে জানান, ---

"...Najib on the other hand, pressed the Nawab of Oudh to side with Ahmad Shah in this conflict between Islam and infidelity.----Fall of the Mughal Empire, Vol.II, Page-193: J.N. Sarkar.

অর্থাৎ, কাফের ও ইসলামের মধ্যে এই যুদ্ধে তাঁর কর্তব্য হচ্ছে আবদালীর পক্ষে যোগ দেওয়া। অন‍্যদিকে, হিন্দুদের মধ্যে এই ধরণের কোনো ধর্মীয় উন্মাদনা দেখা যায়নি। পূর্ব শত্রুতার কারণে রাজপুত শক্তি ছিল নিরপেক্ষ।
সমর উপকরণের দিক দিয়ে আবদালীর বাহিনী ছিল এগিয়ে। তাদের ছিল এশিয়ার সেরা অশ্বারোহী বাহিনী। ছিল আরবের তেজি ঘোড়া। আফগান সেনাপতিদের ছিল বর্ম। এমনকি, আবদালীর সাধারণ সৈন‍্যরাও চামড়ার জ‍্যাকেট ব‍্যবহার করতো। আর তাদের ছিল দু'ধরণের উন্নত আগ্নেয়াস্ত্র---সুইভেল (swivel) ও জিজালি(jijali) বন্দুক।
অন্যদিকে, মারাঠাদের ছিল দেশি ঘোড়া। মারাঠা সেনাপতিদের ছিল না কোনো বর্ম। আর সাধারণ মারাঠি সৈনদের ছিল ধুতির মতো সাধারণ পোশাক। যদিও মারাঠা নায়ক সদাশিব রাও ভাও ছিলেন এক অসম সাহসী যোদ্ধা, কিন্তু তাঁর মতো দক্ষ যোদ্ধা আর কেউ ছিলেন না। তাছাড়া আবদালী বাহিনীর অগ্রবর্তী সৈন‍্যদলের সঙ্গে সংঘর্ষে আরেক মারাঠা যোদ্ধা দত্তাজী সিন্ধিয়ার মৃত্যুতে মারাঠা বাহিনীর অপূরণীয় ক্ষতি হয়েছিল। এরপর দীর্ঘদিন অবরুদ্ধ থেকে অনাহারক্লিষ্ট হয়ে পড়েছিল মারাঠা বাহিনী।
এসব কারণে সম্মুখ সমরে আবদালী বাহিনীর সঙ্গে মারাঠা বাহিনী এঁটে উঠতে পারে নি। যাই হোক, সন্ধির চেষ্টা ব‍্যর্থ হবার পর ১৭৬১ খ্রিস্টাব্দের ১৪ ই জানুয়ারি আবদালী-মারাঠা তৃতীয় পানিপথের যুদ্ধ শুরু হয়ে যায়।
"হর হর মহাদেব" ধ্বনি দিতে দিতে সদাশিব রাও ভাওয়ের নেতৃত্বে মারাঠা বাহিনী ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আবদালী বাহিনীর ওপর। হতভম্ব হয়ে যান শ'দুয়েক রক্ষী পরিবেষ্টিত বিপক্ষ দলের প্রধান সেনাপতি শাহ ওয়ালি খান। আবদালীর সৈন‍্যরা তখন পালাচ্ছে। ঘোড়া থেকে নেমে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়লেন শাহ ওয়ালি খান।
তারপর মাটিতে কপাল ঠুকে আফগান সৈন‍্যদের ভর্ৎসনা করে বলতে থাকেন, ---

"...the grand wazir stood with only a hundred or two hundred troopers....He himself, in full armour, dismounted from his horse and sat down on the ground, beating his forehead...and cursing and haranguing his fleeing followers, " Brethren ! our country is far off. Whither are you going? " ---Fall of the Mughal Empire, Vol.II, Page-241: J.N. Sarkar.

অর্থাৎ, "ভাই সব ! বহুদূরে আমাদের দেশ। কোথায় পালাচ্ছো তোমরা? "

মারাঠাদের অদম্য সাহস দেখে মনে হয়েছিল, ---

".....yet from the unabated courage and wild onslaught of Marathas it seemed likely that they would triumph in the end."----Fall of the Mughal Empire, Vol.II, Page-242: J.N. Sarkar.

অর্থাৎ, জিতে যাবে মারাঠা শক্তি। কিন্তু এই ঝড়ের গতিতে আক্রমণে ছত্রভঙ্গ আফগান বাহিনীকে পরাজিত করার মতো কোনো অভিজ্ঞ সেনাপতি মারাঠাদলে না থাকায় যুদ্ধের মোড় ঘুরে যায়। যুদ্ধক্ষেত্রেই তিনজন আফগান সেনাকে হত্যা করে মৃত‍্যবরণ করলেন মারাঠা সেনানায়ক সদাশিব রাও ভাও।
এরপর শুরু হয় আবদালী বাহিনীর তাণ্ডব। মারাঠা সৈন‍্যদের হত্যা করা শুরু হলো। এমনকি, মারাঠা বাহিনীকে সাহায্য করার জন্য পঞ্চাশ হাজারেরও বেশি পুরুষ-মহিলা ছিল, তাদের বেছে বেছে পুরুষদের হত্যা করা হলো এবং নারীদের বন্দি করে আবদালীর সৈন‍্যদের উপহার দেওয়া হলো। প্রত‍্যক্ষদর্শী পানিপথের মারাঠা দূত কাশীরাজ রাওয়ের তথ‍্য উদ্ধৃত করে ঐতিহাসিক যদুনাথ সরকার জানাচ্ছেন, ---

"Every Durani soldier brought away a hundred or two of prisoners and slew them in the outskirts of their camp, crying out, " when I started from our country, my mother, father, sister and wife told me to slay so many Kafirs for their sake after we had gained the victory in this holy war, so that the religious merit of this act (of infidel-slaying) might accrue to them."----Fall of the Mughal Empire, Vol.II, Page-250: J. N. Sarkar.

অর্থাৎ, প্রত‍্যেক দুরাণী সৈন্য শতাধিক বন্দিকে হত্যা করে। তার আগে তারা চীৎকার করে বলে, যুদ্ধে আসার আগে আমার বাবা, মা, বোন ও স্ত্রী আমাকে বলেছে, এই ধর্মযুদ্ধে যত পারবে, কাফের মারবে, যাতে এর জন্য অর্জিত পুণ‍্যের ভাগীদার তারাও হতে পারে। মারাঠা সেনাপতি সদাশিব রাও ভাওয়ের মুণ্ডু কেটে তা আবদালীকে উপহার দিয়েছিল তাঁর আফগান সৈন‍্যরা। স্তূপীকৃত মৃতদেহের ভেতর থেকে উদ্ধার হয় তাঁর ছিন্ন দেহ।
তিনদিন পর অযোধ‍্যার নবাব সুজাউদ্দৌল্লার অনুরোধে আবদালীর কাছ থেকে সদাশিব রাওয়ের কাটা মুণ্ডুটি ফেরৎ পাওয়া যায়। এরপর সৎকার হয় মারাঠা সেনাপতি সদাশিব রাও ভাওয়ের মৃতদেহ।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.