কাশ্মীর নিয়ে ভি.পি. মেননের উদ্বেগ এবং মাউন্টব‍্যাটেন, নেহেরু ও লিয়াকৎ আলীর দ্বিচারিতার দু’ কথা

History of India
vp menons concern with kashmir
১৯৪৭ খ্রিস্টাব্দের ২১শে নভেম্বর পার্লামেন্টে বিবৃতি দিয়ে কাশ্মীরের জনগণকে রাষ্ট্রসংঘের তদারকিতে ফের গণভোট নেওয়ার কথা বললেন নেহেরু। সেই মতো ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জয়েন্ট ডিফেন্স কাউন্সিলে যোগ দিতে দিল্লি এলেন পাক প্রধানমন্ত্রী লিয়াক‍ৎ আলী খান।
এরপর নেহেরু-লিয়াকৎ আলোচনায় ঠিক হলো:
১) যুদ্ধবিরতিসহ কাশ্মীর ছেড়ে আসতে আজাদ কাশ্মীর সেনাবাহিনীকে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করবে পাকিস্তান।
২) তারপর রাষ্ট্রসংঘের ব‍্যবস্থাপনায় কাশ্মীরে গণভোটের জন্য উভয় সরকার আবেদন জানাবে রাষ্ট্রসংঘের কাছে।
কিন্তু দিল্লি থেকে করাচি ফিরেই পাক প্রধানমন্ত্রী লিয়াকৎ আলী ঘোষণা করে জানিয়ে দিলেন, পাকিস্তান কখনও কাশ্মীর ছাড়বে না।
কিন্তু আশ্চর্যজনকভাবে পাকিস্তানের এই দ্বিচারিতার প্রত‍্যুত্তরে নেহেরুর কোনো প্রতিক্রিয়া মেলে নি। বরং এরপরও মাউন্টব‍্যাটেনের সঙ্গে লাহোরে গিয়ে জিন্নার সঙ্গে বৈঠক করেছেন নেহেরু। অবশ্য সে বৈঠক ব‍্যর্থ হয়েছিল।
এরপর লর্ড মাউন্টব‍্যাটেন নেহেরুকে বলেন, একমাত্র রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়াটাই হলো কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র রাস্তা। তাতে মন্ত্রীসভার সদস্যরা তীব্র আপত্তি জানান, কিন্তু নেহেরু রাজি হয়ে যান‌।
vp menons concern with kashmir
এরপর ১৯৪৭-এর ৩১শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের কাছে সরকারিভাবে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আবেদন জানায় ভারত সরকার। এর পরিপ্রেক্ষিতে ১৯৪৮-এর ডিসেম্বরে রাষ্ট্রসংঘের নিযুক্ত কমিশন নতুন দিল্লি ও করাচি সফর করেন।
এরপর ভারত সরকার সেনাধ‍্যক্ষ রায় বাউচারকে নির্দেশ দেয়, পাক সেনাধ‍্যক্ষ ডগলাস গ্রেসিকে জানিয়ে দেওয়া হোক্, পাকিস্তান রাজি থাকলে ভারত যুদ্ধবিরতি চায়।
১৯৪৯-এর ১ লা জানুয়ারির মাঝরাত থেকেই যুদ্ধবিরতি সিদ্ধান্ত কার্যকর হয়।
vp menons concern with kashmir
নেহেরু সরকারের এই হঠকারি সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয় কাশ্মীরে যুদ্ধরত সেনাবাহিনী। আর নেহেরু তা বুঝতে পেরেছিলেন। এজন্য দিল্লির সদর দপ্তর থেকে কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধরত সেনাবাহিনীর রসদ পাঠানো বন্ধ করে দেওয়া হয়।
তবুও বীর বিক্রমে লড়াই চালিয়ে যায় ভারতীয় সেনা। আর ঠিক তখনই সদর দপ্তর থেকে সৈন্যদের গতিপথ বদলের অবাক করা নির্দেশ আসে।
vp menons concern with kashmir
এর ফলে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে যায় পাকিস্তান হানাদার বাহিনী। ওদিকে ভারতে বিজয়ের বদলে দেখা দেয় অচলাবস্থা।
ভারতের স্বরাষ্ট্র সচিব ভি.পি. মেনন বলছেন,
কাশ্মীরের প্রায় অর্ধেকটা অংশ তখনও পাকিস্তানের দখলে। যুদ্ধের পরিস্থিতি ভারতের অনুকূলে।
তবুও এই পরিস্থিতিতেই কাশ্মীরে গণভোটের জন্য রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানায় ভারত। পাকিস্তান কিন্তু জানায়নি।
vp menons concern with kashmir
নিশ্চিত জয়ের মুখে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার পিছনে তবে কি কোনো উদ্দেশ্য ছিল?
তবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব যা লিখছেন, তা যেন কথার কড়া চাবুক! শ্রীমেনন লিখছেন,
উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে বিদেশি শক্তির দ্বারা বার বার আক্রান্ত হয়েছে ভারত।
পাকিস্তান তার জন্মের দু’ মাসের মধ্যে সেই উত্তর-পশ্চিম সীমান্ত পথেই ভারতকে আক্রমণ করেছে। মাতৃভূমির নিরাপত্তার জন্যই সুরক্ষিত করা দরকার কাশ্মীরকে। …আজ শ্রীনগর, আগামীকাল দিল্লি। যে জাতি ভুলে যায় তার ইতিহাস-ভূগোল, তার বিনাশ আসন্ন !
( “Srinagar today, Delhi tomorrow. A Nation that forgets its history or geography, does so at its peril”
–The Story of the integration of the Indian States: V.P. Menon, p.387)
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.