জগন্নাথ বৌদ্ধ দেবতা নন

History of India
jagannath not buddhist deity
শ্রীক্ষেত্র পুরীর দারুব্রহ্মরূপী অদ্ভুত দর্শন জগন্নাথকে ঘিরে মানুষের অপার বিষ্ময় আর জিজ্ঞাসা।
কে এই জগন্নাথ?
জগন্নাথ কি বুদ্ধ?
পুরীর মন্দির কি তবে বৌদ্ধ মন্দির?
এমনই বহু প্রশ্ন মানুষের।
তবে তিনি বৈষ্ণবের কৃষ্ণ, শাক্তের কালীকা, শৈবের শিব, সৌরের সূর্যনারায়ণ, গাণপত‍্যের গণপতি, বৌদ্ধের বৌদ্ধ, জৈনের কাছে জিনাসন। তিনি রত্নবেদিতে দক্ষিণা কালিকা, শয়নে বিষ্ণু, রথযাত্রায় তিনিই সূর্যনারায়ণ আবার স্নানযাত্রায় তিনি গণপতি।
কলকাতার কালীর সঙ্গে অদ্ভুত মিল রয়েছে পুরীর জগন্নাথের। জগন্নাথ মন্ত্রে জগন্নাথকে “দক্ষিণা কালী” বলা হয়েছে। আবার জগন্নাথের বীজমন্ত্রে বিষ্ণু ও দুর্গা— দু’ জনেই রয়েছেন। ভৈরব অর্থাৎ দুর্গার পতি হিসেবেও পুজিত হোন।
প্রতি বছর দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে রাত বারোটার পর জগন্নাথের শয়ন শেষে জগন্নাথ মন্দির প্রাঙ্গণেই দুটি করে পাঁঠা উৎসর্গ করা হয় একান্ন পীঠের এক দেবী— দেবী বিমলাকে। পুজো মন্ত্রে বলা হয়, “বিমলা ভৈরবী যত্র, জগন্নাথস্তু ভৈরব: ।”
আবার রামনবমী ও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আগের দিন জগন্নাথের নাকে নোলক পরানো হয় এবং দেওয়া হয় জেউড় ফলের ভোগ, যে জেউড় ফল উৎকলে আসন্ন প্রসবা নারীকে তার প্রসব ত্বরান্বিত করার জন্য খাওয়ানো হয়ে থাকে।
উৎকলে খ্রিস্ট পূর্ব দ্বিতীয় শতাব্দী নাগাদ সময়ে সেখানকার রাজা খারবেলের সময় বহু জৈন তীর্থযাত্রী জগন্নাথ দর্শনে এসেছেন। ভুবনেশ্বরের কাছে উদয়গিরি পাহাড়ে রাজা খারবেলের হাতিগুম্ফা লিপি আবিষ্কৃত হয়েছে। এই লিপিতে জগন্নাথ ও তাঁর রত্নবেদিকে “জিন-আসন” বলে উল্লেখ করা হয়েছে।
আবার মৌর্য সম্রাট অশোকের সময় পুরীতে প্রতিষ্ঠিত হয় বৌদ্ধদের প্রাধান্য এবং সে সময় জগন্নাথকে পুজো করতেন বৌদ্ধরা।
jagannath not buddhist deity
জগন্নাথ মন্দিরে জৈন ও বৌদ্ধদের প্রবেশাধিকার রয়েছে।
একই অঙ্গে এত রূপ এই জগন্নাথের। তাই তাঁকে নিয়ে কৌতুহলও অনেক।
আমরা এখানে জগন্নাথ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবো।
চলুন, তাহলে জগন্নাথক্ষেত্র উড়িষ্যার পুরীতেই যাই। …
চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ চরিত্রপুরে গিয়ে পাঁচটি বৌদ্ধস্তূপ দেখেছিলেন এবং সেই চরিত্রপুর হচ্ছে আজকের পুরী— হিউয়েন সাঙের সাক্ষ‍্য থেকে এমনই তথ্য তুলে প্রত্নতাত্ত্বিক জেনারেল কানিংহাম বলেছেন, এই বৌদ্ধস্তূপগুলির একটি হচ্ছে বর্তমান পুরীর জগন্নাথ মন্দির। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত‍্যেন্দ্রনাথ ঠাকুরও জেনারেল কানিংহামের কথার প্রতিধ্বনি করেছেন।
এ থেকে অনেকেই পুরীর জগন্নাথকে বৌদ্ধ দেবতা বলে থাকেন।
কিন্তু এর মধ্যে সত্যতা কতটুকু, আসুন, এবার আমরা তা বিচার করি।
এ বিষয়ে আমরা বিশ্ববিখ্যাত চিনা ভাষাবিদ্ বিল্ ( Beal) সাহেবের বক্তব‍্য জানবো আর তাহলেই পরিস্কার হবে বিষয়টা। খ্রিস্টিয় সপ্তম শতাব্দীতে হিউয়েন সাঙ যখন পুরীতে যান, তখন তিনি সেখানে যা দেখেছিলেন, সেগুলি হলো রাজা গাল্-এর তৈরি পাঁচটি বড়ো আকারের মন্দির। আর এগুলোকেই হিউয়েন সাঙ ভুল করে বৌদ্ধস্তূপ ভেবেছিলেন।
(তথ্যসূত্র: Beals Si-Yu-Ki or Records of Western Countries, Vol. II, P-206)
কিন্তু কে এই রাজা গাল্?

jagannath not buddhist deity
দেখা যাচ্ছে, স্কন্দপুরাণের উৎকল খণ্ডে (২৬/৪৬) এই রাজা গাল্-এর নাম রয়েছে। গৌতম বুদ্ধের বহু আগে মালবরাজ প্রথম ইন্দ্রদ‍্যুম্ন পুরীতে মন্দির তৈরি করে সেখানে নীলমাধবের প্রতিষ্ঠা করেছিলেন। কালক্রমে সেই মন্দির সমুদ্রের বালিতে চাপা পড়ে গিয়েছিল। রাজা গাল্ সেই মন্দিরের সংস্কার করেন এবং মন্দিরের কাছাকাছি তৈরি করিয়ে দেন পর পর বড়ো আকারের পাঁচটি পাথরের মন্দির। পরে সেগুলিতেই পাথরের মাধব মূর্তি প্রতিষ্ঠা করেন।
কাজেই বলা যায়, আজকের জগন্নাথ মন্দিরের জায়গায় ছিল রাজা গালের তৈরি পাথরের মাধব মন্দির, যেগুলিকে হিউয়েন সাঙ ভুল করে বৌদ্ধস্তূপ বলেছেন।
jagannath not buddhist deity
সুতরাং, পুরীর জগন্নাথ মন্দির আগে বৌদ্ধস্তূপ ছিল বলে হিউয়েন সাঙকে অনুসরণ করে জেনারেল কানিংহাম যে মত প্রকাশ করেছেন, তা ভুল। পুরীর জগন্নাথ মন্দির কখনোই বৌদ্ধস্তূপ ছিল না এবং বিল্ সাহেব তা প্রমাণ করে দিয়েছেন।
জগন্নাথ মন্দিরের প্রাচীন মাদলা পঞ্জীতে উল্লেখ রয়েছে, পুরীতে যে যখন রাজা হয়েছেন, তখন তাঁর ইচ্ছেতেই হয়েছে জগন্নাথের সেবা-পুজো। যেমন, মৌর্য সম্রাট অশোকের সময় বৌদ্ধমতেই পুজিত হয়েছেন জগন্নাথ।
(— তথ্যসূত্র: প্রখ্যাত উৎকল পণ্ডিত মহামহোপাধ‍্যায় সদাশিব মিশ্র, কাব‍্যকণ্ঠ রচিত প্রবন্ধ “শ্রীজগন্নাথ মন্দির”, ১৩১৮ বঙ্গাব্দ )
jagannath not buddhist deity
অনেকে আবার পুরীকে বলেছেন, গৌতম বুদ্ধের দাঁত সংরক্ষিত স্থান— “দন্তপুর।” কিন্তু পুরী কখনোই বৌদ্ধদের দন্তপুর ছিল না, এখানে গৌতম বুদ্ধের দাঁত সংরক্ষিত নেই।
বিষয়টি নিয়ে বিস্তৃত আলোকপাত করেছেন এল.এস.এস. ও’ ম‍্যালি, আই-সি-এস। তিনি লিখছেন:
“There are weighty reasons for rejectting the theory of Buddhist Origin. The legend of Buddha’ s teeth is after all only a legend, the historical basis of which has not been proved, and it is very doubtful whether Dantapura, the city of the tooth, can be identified with Puri. Modern scholars hold that this town, the Dantapura of Mahabharata and the capital of Kalinga, should with greater probability be identified with Pliny’ s Dandagula near Godavari River.
— Puri Gazetteers, 1929, Chapter IV, Page 102-3 by L.S.S. O’ Mally, ICS.
সুতরাং, পুরী বৌদ্ধক্ষেত্র দন্তপুর নয়।
জগন্নাথের কথা পাওয়া যাচ্ছে গৌতম বুদ্ধের বহু আগে ঋগ্বেদের দশম মণ্ডলের ১৫৫ তম সূক্তের ৩ য় ঋকে:
“অদোযদ্দারু প্লবতে সিন্ধো: পারে অপুরুষম্।
তদারভম্ব দুর্হণণা তেন গচ্ছ পরস্তরম্। ।”
সায়নাচার্যের ভাষ‍্য: দূরে বর্তমান অপৌরুষেয় যে দারুময় পুরুষোত্তম ভগবদ্ বিগ্রহ সমুদ্র তীরে রয়েছেন, হে অমর স্তবকারীণ, সেই দারুব্রহ্মকে আশ্রয় করে তাঁর উপাসনা করে গমন করো শ্রেষ্ঠ বৈষ্ণবলোকে।
তারপরেও একটি কথা এসে যায়, তা হলো, দশাবতার ছবিতে বুদ্ধের জায়গায় রয়েছেন জগন্নাথ। এর উত্তর অতি সহজ। বৌদ্ধযুগে কোনো শিল্পী এই ছবি এঁকেছেন।
তাই, জগন্নাথ কখনও বৌদ্ধ নন, বহু বিবর্তনের পথ হেঁটে তিনি দারুব্রহ্মরূপী নীলমাধব থেকে হয়েছেন জগন্নাথ।
খ্রিস্টিয় দশম শতাব্দীর একটি লিপি আবিষ্কৃত হয়েছে মধ্য প্রদেশের সাতনা জেলার মাইহারে। সেখানকার একটি সরস্বতী মন্দিরের গায়ে লিপিটি ছিল। এই লিপিতে উৎকলের সমুদ্র তীরে পুরুষোত্তম তীর্থের উল্লেখ দেখা যাচ্ছে।
(–তথ্যসূত্র: দীনেশচন্দ্র সরকার ও ভি.এস. সুব্রহ্মণ‍্যম্: এপিগ্রাফিক ইণ্ডিকা, XXXV, 1963-64)
সুতরাং, পুরুষোত্তম পুরীর জগন্নাথ বহু আগে থেকেই সুপরিচিত। তিনি গৌতম বুদ্ধের বহু আগে থেকেই পুরীতে জগন্নাথ ছিলেন। কাজেই, জগন্নাথ কখনোই বৌদ্ধ দেবতা নন।

Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.