ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বাধীন ভারতের জন্ম হয় নি

History of India
independent india was not born as secular state
শুরুর শুরু থাকে। সেই শুরুটা হয়েছিল এইভাবে। ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারত ভাগের প্রথম প্রস্তাবটি উঠেছিল ১৮৮৮ খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স‍্যার সৈয়দ আহমেদের গলায়। তিনি বলেছিলেন, হিন্দু ও মুসলমান ধর্মীয় আচার আচরণ সংস্কৃতিতে নিজে নিজেই এক একটা দেশ, তারা একসঙ্গে থাকতে পারে না। সেই শুরু। তারপর গঙ্গা-পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করে “পাকিস্তান” আদায়ের লক্ষ্যে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ ই জানুয়ারি মহম্মদ আলী জিন্নাহ ও তাঁর মুসলিম লীগ বাহিনী শুরু করে “প্রত‍্যক্ষ সংগ্রাম দিবস” বা “ডাইরেক্ট অ্যাকশন ডে।” শুরু হয় এপারে ভাগীরথীর পাড়ে গ্রেট ক‍্যালকাটা কিলিং ও পদ্মাপারে নোয়াখালী দাঙ্গা। এর ফলে শেষ পর্যন্ত ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়। মুসলমানরা তাদের দাবিমতো পায় “পাকিস্তান”, এবং অন্যদিকে হিন্দুদের জন্য থাকে “ভারত।”
তাই যেহেতু ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়, সেহেতু বলাই যায়, ভারতের জন্ম হিন্দু রাষ্ট্র হিসেবেই হয়েছিল, “ধর্মনিরপেক্ষ” হিসেবে নয়। এমনকি, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় বলা হয়, “সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র” দেশ ভারতবর্ষ। সেখানেও ছিল না “ধর্মনিরপেক্ষ” শব্দটি। ভারতের সংবিধানে “ধর্মনিরপেক্ষ” শব্দটি জুড়ে দেওয়া হয় স্বাধীনতা লাভের প্রায় ২৯ বছর পর ১৯৭৬-এ। ওই বছর ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে “ধর্মনিরপেক্ষ” শব্দটি ঢোকায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার।
independent india was not born as secular state
এ বিষয়ে হিন্দুদের তরফে অভিযোগ করা হয়, দেশভাগের ভিত্তিতে পাকিস্তানের পাশাপাশি হিন্দু রাষ্ট্র হিসেবেই জন্ম হয়েছে স্বাধীন ভারতের। কংগ্রেস নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীও চেয়েছিলেন, ভারতে রামরাজ‍্য প্রতিষ্ঠা করতে। শ্রীরামচন্দ্রের ভক্ত গান্ধীর আশ্রমে গাওয়া হতো,
“রঘুপতি রাঘব রাজা রাম,
পতিত পাবন সীতারাম।”
অভিযোগে আরও বলা হয়, মুসলিম ভোটব‍্যাঙ্কের জন্যই কংগ্রেস সরকার ভারতের সংবিধানে “ধর্মনিরপেক্ষ” শব্দটি ঢুকিয়েছে।
এছাড়া ভারতের স্বাধীনতা লাভের দিন ঘোষণা নিয়েই হিন্দুরা জ‍্যোতিষ শাস্ত্র মেনে রাত ১২ টার পর অর্থাৎ ১৫ ই আগস্ট মধ‍্য রাতের সময়টা বেছে নিয়েছিলেন। তার আগের দিনের রাতে ভারতের ভাবী রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদের বাড়িতে বেদজ্ঞ ব্রাহ্মণের একটি দল বেদ মন্ত্র উচ্চারণ করে প্রজ্জ্বলন করেন একটি প্রদীপ। জানা যায়, স্বাধীন ভারতের হবু মন্ত্রীরা সকলে জড়ো হয়ে ওইসময় ওখানে ওই প্রদীপ প্রদক্ষিণ করেন এবং কপালে সিঁদুরের জয়টিকা পরেন।
independent india was not born as secular state
স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী লৌহপুরুষ সর্দার বল্লভভাই প‍্যাটেল ১৯৫০-এর ১৫ ই ফেব্রুয়ারি বলেন, পূর্ববঙ্গ বা পশ্চিম পাঞ্জাব থেকে আসা হিন্দুরা আমাদের রক্ত-মাংসের সমান। ওই বছরই ৪ ঠা এপ্রিল প্রধানমন্ত্রী জওহরলাল সই করলেন “নেহেরু-লিয়াকত চুক্তি।” এই চুক্তি অনুযায়ী ঠিক হয়, ভারত ও পাকিস্তান দুই দেশ-ই তাদের নিজ নিজ দেশের সংখ্যালঘুদের সুরক্ষার ব‍্যবস্থা করবে সে দেশের সরকার। এই চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চললো ভারত। কিন্তু পাকিস্তান মানে নি। এর বিষফল হিসেবে পূর্ববঙ্গে দাঙ্গায় বিধ্বস্ত হিন্দুরা স্থাবর-অস্থাবর কোনো সম্পত্তিই ফিরে পায় নি। বরং দিনের পর দিন হিন্দুদের ওপর অত‍্যাচারের মাত্রা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত হিন্দুরা ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছে ভারতের মাটিতে।
জানা গেছে, ভারতের মেঘালয় হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে, যেহেতু ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল, সেহেতু ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা উচিত। ভারতকে কেউ যেন আর একটি ইসলামিক দেশে পরিণত করার চেষ্টা না করেন, তাহলে সেটা হবে ভারত ও বিশ্বের ধ্বংসের দিন। এখনো পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে হিন্দু-শিখ-জৈন-বৌদ্ধসহ বেশ কয়েকটি জাতির মানুষের ওপর অত‍্যাচার করা হয়, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই। জানা গেছে, নিজের রায়ে এই মন্তব্য করেছেন মেঘালয় হাইকোর্টের বিচারপতি সুদীপরঞ্জন সেন।
এখন প্রশ্ন, ধর্মের ভিত্তিতে দেশভাগের পর ভারত কি “ধর্মনিরপেক্ষ” রাষ্ট্র হিসেবে স্বাধীন হয়েছিল?
তথ্য বলছে, এর উত্তর: না।
১৯৪৭ সালের ১৫ ই আগস্ট “ধর্মনিরপেক্ষ” রাষ্ট্র হিসেবে স্বাধীন ভারতের জন্ম হয় নি।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.