গ্রীক বৈষ্ণব হেলিওডোরাস, গরুড়স্তম্ভ ও বিভূতিভূষণের “স্বপ্ন-বাসুদেব”

History of India
greek vaishnava heliodorus heliodorus pillar and bibhutibhushans dream basudev
স্থান: ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার ছোট্ট একটি জনপদ বেশনগর। সাঁচিস্তূপ থেকে পাঁচ মাইল দূরে এই বিদিশা নগরীতেই একসময় ছিল শুঙ্গরাজাদের অন্যতম শাসনকেন্দ্র। বিদিশার ভৌগোলিক অবস্থান অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হলো ২৩.৫৩ ডিগ্রি উত্তর, ৭৭.৮২ ডিগ্রি পূর্ব / ২৩.৫৩; ৭৭.৮২। সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা ৪২৪ মিটার (১৩৯১ ফুট)। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তাঁরই সেনাপতি পুষ‍্যমিত্র শুঙ্গ এই সাম্রাজ্যের পত্তন করেন। তখন রাজধানী ছিল পাটলিপুত্র। কিন্তু এই বংশের শাসক ভগভদ্র প্রভৃতি শাসকরা পূর্ব মালবের বেশনগর (বিদিশা) থেকেও শাসনকাজ চালাতেন। মগধ রাষ্ট্রের এক প্রাচীন সাম্রাজ্য এই শুঙ্গ বংশ খ্রিস্ট পূর্ব ১৮৭ অব্দ থেকে ৭৮ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত ভারতের উত্তর ও পূর্বভাগ নিয়ন্ত্রণ করতেন।
আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রভাব যে পশ্চিমদেশে গভীরভাবে পড়েছিল, তার প্রমাণ রয়েছে মধ্যভারতের এই বেশনগরে। এখানে রয়েছে একটি গরুড়স্তম্ভ, যা নির্মাণ করেছিলেন ভারতে আসা তৎকালীন গ্রীক রাষ্ট্রদূত হেলিওডোরাস। তাই সাধারণভাবে এটি হেলিওডোরাসের গরুড়স্তম্ভ নামে পরিচিত।
৩২৫ খ্রিস্ট পূর্বাব্দে আলেকজাণ্ডার তক্ষশীলার অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অংশ জয় করেছিলেন। গ্রীক শাসক অ্যাণ্টিয়াল্কিদাসের সময়ে আজকের আফগানিস্তান, পাকিস্তান ও পাঞ্জাব নিয়ে গঠিত অঞ্চলে গ্রীকরা শাসন করতো। এই ইন্দো-গ্রীক ও শুঙ্গ রাজাদের মধ্যে একটি বোঝাপড়া ছিল এবং এ কারণে ১১০ খ্রিস্ট পূর্বাব্দ নাগাদ সময়ে তাঁদের মধ্যে দূত পাঠানোর রেওয়াজ ছিল। সে হিসেবে তক্ষশীলার ইন্দো-গ্রীকরাজ অ্যাণ্টিয়াল্কিদাস খ্রিস্ট পূর্ব দ্বিতীয় শতাব্দীতে ভারতের শুঙ্গরাজ ভগভদ্রের কাছে হেলিওডোরাসকে দূত হিসেবে পাঠিয়েছিলেন।
বেশনগরে এই গ্রীক রাষ্ট্রদূত হেলিওডোরাস স্থানীয় বাসুদেব কৃষ্ণ মন্দিরের সামনে তৈরি করিয়েছিলেন পাথরের একটি গরুড়স্তম্ভ। একজন গ্রীক হয়েও হেলিওডোরাস আকৃষ্ট হয়েছিলেন ভারতের বৈষ্ণবধর্মের প্রতি এবং তার প্রমাণ হিসেবে তৈরি করান এই গরুড়স্তম্ভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুঞ্জগোবিন্দ গোস্বামীর মতে, বৈষ্ণবধর্মের ওপর হেলিওডোরাসের গভীর জ্ঞান ছিল।
greek vaishnava heliodorus heliodorus pillar and bibhutibhushans dream basudev
১৮৭৭ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ব্রিটিশ ভারতের প্রত্নতত্ত্ববিদ্ আলেকজাণ্ডার কানিংহামের নজরে আসে এই স্তম্ভটি। তিনি এটিকে তখন গুপ্তযুগের বলে ধারণা করেছিলেন। উচ্ছ্বসিত হয়ে তিনি লেখেন, “Perhaps the most curious and novel discoveries that I have ever made.”
আসলে তখন এটি ছিল স্থানীয় হীরাপুরী সাধুর আশ্রম এবং পাথরের তৈরি লম্বায় সাড়ে ৬ মিটার এই গরুড়স্তম্ভটি সাধারণ মানুষের চোখে ছিল “খাম্বাবাবা” স্বয়ং দেবাদিদেব শিব। তেল-সিঁদুরে মাখামাখি এই “খাম্বাবাবা” -র পুজো হয় নিয়মিত। জ‍্যৈষ্ঠ-আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় খাম্বাবাবার বিশেষ উৎসব। প্রচুর ভক্তরা আসেন তখন।
আশ্রম থেকে তেল-সিঁদুরে মাখামাখি খাম্বাবাবার গা পরিস্কারের অনুমতি না মেলায় তখন স্তম্ভের নিচে ব্রাহ্মী লিপি নজরে আসে নি।
এর জন্য অপেক্ষা করতে হয় আরও ৩০ বছর।
১৯০৯ খ্রিস্টাব্দে গোয়ালিয়র রাজ‍্যের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মি. লেকের নির্দেশে গরুড়স্তম্ভের গোঁড়া থেকে তেল-সিঁদুর তুলে ফেলতেই দেখা যায় ব্রাহ্মী লিপি। তখনও স্তম্ভটির অনেকটা অংশ ইঁট-পাথরের বেদিতে গাঁথা।
আরও ৫ বছর পর প্রত্নতত্ত্ববিদ্ ড: ভাণ্ডারকরের তত্ত্বাবধানে ১০ দিন ধরে চলে স্তম্ভের গায়ের রং পরিস্কারের কাজ। পুরো ভিত ভেঙে নতুন করে বসানো হয় স্তম্ভটিকে।
এবার খ্রিস্ট পূর্ব সময়কালের ব্রাহ্মী লিপি দেখে বোঝা গেল, গুপ্তযুগেরও বহু আগের খ্রিস্ট পূর্ব প্রথম শতকের তৈরি এটি। স্থানীয় বাসুদেব মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছিল এই গরুড়স্তম্ভটি।
greek vaishnava heliodorus heliodorus pillar and bibhutibhushans dream basudev
এরপর ১৯৬৩-৬৫ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ববিদ্ এম. ডি. খারে আশ্রম বাড়িটি ভেঙে উদ্ধার করলেন খ্রিস্ট পূর্ব তৃতীয় শতকে নির্মিত উপবৃত্তাকার এক বিশাল বাসুদেব মন্দিরের ভিত। জানা গেল, মন্দিরটির ক্ষেত্রফল ছিল ৮.১৩ বর্গ মিটার, প্রদক্ষিণ পথ চওড়া ছিল আড়াই মিটার। সামনে বড়ো আকারের সভামণ্ডপ। সভামণ্ডপের কাঠের দরজার অস্তিত্ব পাওয়া গেল। আরও জানা গেল, শুধু বর্তমান গরুড়স্তম্ভটি ছাড়াও মন্দিরের পূর্বদিকে উত্তর-দক্ষিণ বরাবর আরও সাতটি স্তম্ভ ছিল। হেলিওডোরাসের স্তম্ভটি অষ্টম স্তম্ভ। বিভিন্ন সময়ে ভক্তরা এগুলি তৈরি করেছিলেন।
হেলিওডোরাসের স্তম্ভটিও আধ ভাঙা। নষ্ট হয়ে গেছে স্তম্ভের মাথায় গরুড়স্তম্ভটিও। অনাদরে পড়ে থাকা অষ্টম স্তম্ভটি হীরাপুরী সাধু শিবজ্ঞানে রক্ষা করেছিলেন বলে এটি এখনো টিকে রয়েছে।
হেলিওডোরাসের গরুড়স্তম্ভের মূল ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে:
“দেবদেবস
বাসুদেবস
গরুড়ধ্বজে
অয়ংকারিতে
হেলিওদরেন
ভাগবতেন
দিয়সপুত্রেন
তখশিলকেন
যোগদতেন
আগতেন
মহারাজস
অন্তলিকিতস্
উপমতা
সংকাসম-রণো
ভগভদ্রস
ত্রাতারস
বসেন
চতুদশেন
রাজেন
বধমানস।”
অর্থাৎ, দেবতার দেবতা পরমেশ্বর বাসুদেবের এই গরুড়স্তম্ভটি বিষ্ণুভক্ত হেলিওডোরাসের দ্বারা স্থাপিত হয়েছে, যিনি ছিলেন তক্ষশীলার অধিবাসী ও ডিওনের পুত্র এবং যিনি রাজা অ্যাণ্টিয়াল্কিদাসের আদেশে গ্রীক রাষ্ট্রদূত হিসেবে ত্রাতা রাজা কাশিপুত্র ভগভদ্রের নিকট এসেছিলেন, যিনি ১৪ বছরকাল সাফল্যের সঙ্গে রাজত্ব করছেন।
আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রীকদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে গভীর প্রভাব পড়েছিল, হেলিওডোরাসের এই গরুড়স্তম্ভটি তাঁর প্রমাণ। “দ‍্য ওয়াণ্ডার দ‍্যাট্ ওয়াজ ইণ্ডিয়া” -র লেখক আলফ্রেড লেওয়েলিন ব‍্যাশামের মতো প্রখ্যাত ভারততত্ত্ববিদরা মনে করেন, এরকম আরও উদাহরণ ছিল। কিন্তু সব নিদর্শণ আবিষ্কৃত হয় নি বলে তা জানা যাচ্ছে না। তবুও ভারতীয় ধর্মের প্রতি গ্রীকদের যে বিশেষ শ্রদ্ধা-ভক্তি ছিল, হেলিওডোরাসের গরুড়স্তম্ভটিই তার এক প্রকৃষ্ট প্রমাণ।
সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়কেও প্রভাবিত করেছিল এই হেলিওডোরাসের গরুড়স্তম্ভ। বিষয়টি নিয়ে তিনি লিখেছেন তাঁর বিখ্যাত গল্প “স্বপ্ন-বাসুদেব।”
তথ্যসূত্র:
1) ASI Annual Report, 1908-1909.
2) A study of Vaisnavism by Kunja Govinda Goswami, Oriental Book Agency, Calcutta, 1956, p.6.
3) A Sunga Capital from Vidisa by Donald Stadtner, 1975, Antibus Asiae, 37 (1/2): 101-104.
4) A History of India, Routledge, p.73 by Hermann Kulke and Dietmar Rothermund, 2004.

Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.