সোমনাথ মন্দিরের ভাঙা-গড়া: ধ্বংসশক্তিকে হারিয়ে সৃষ্টিশক্তির জয়ের এক মাইলস্টোন

History of India
building and rebuilding of somnath temple
ভারতের গুজরাট রাজ‍্যের পশ্চিম উপকূলে সৌরাষ্ট্র অঞ্চল। এই সৌরাষ্ট্রের বেরাবলের কাছেই মহাভারতের প্রভাসক্ষেত্রে বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সোমনাথ মন্দির। দ্বাদশ জ‍্যোতির্লিঙ্গের মধ্যে পবিত্রতম এই পীঠটি একটি চিরন্তন পীঠ। “সোম” মানে চন্দ্র। আর সোমের “নাথ” অর্থাৎ আরাধ্য ঈশ্বর হিসেবে পরিচিত “সোমনাথ।”
চন্দ্র দেবাদিদেব শিবের আরাধনা করে শিবের “সোম” নামটি পেয়েছিলেন। সোমনাথের শিবের নাম–সোমেশ্বর মহাদেব। প্রজাপতি দক্ষের ২৬ জন কন্যার সঙ্গে বিয়ে হয়েছিল চন্দ্রের। কিন্তু চন্দ্র অন‍্যান‍্যদের চেয়ে রোহিনীর প্রতি আকৃষ্ট ছিলেন। ফলে অন‍্যান‍্যরা ছিলেন অবহেলায়। তাঁরা অভিযোগ জানান পিতার কাছে। পিতা দিলেন অভিশাপ। দক্ষের সেই অভিশাপে ক্ষয়রোগে আক্রান্ত হলেন চন্দ্র। এরপর এই প্রভাসতীর্থেই দেবাদিদেব শিবের আরাধনা করে সুস্থ হয়ে ওঠেন চন্দ্র। ছড়িয়ে পড়ে সোমনাথের খ‍্যাতি। গড়ে ওঠে সোমনাথ মন্দির।
building and rebuilding of somnath temple
এরপর শুরু হয় মন্দির ভাঙা-গড়ার পালা। প্রাকৃতিক কারণে সোমনাথের প্রথম মন্দিরটি ভেঙে গেলে ৬৪৯ খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভীর যাদবরাজারা তৈরি করে দেন দ্বিতীয় মন্দির। ৭২৫ খ্রিস্টাব্দে সেনা পাঠিয়ে সে মন্দির ধ্বংস করে দেন সিন্ধুর আরব শাসক জুনায়েদ খান। ৮১৫ খ্রিস্টাব্দে লাল বেলে পাথর দিয়ে বিশাল তৃতীয় মন্দিরটি তৈরি করে দেন গুর্জর-প্রতিহাররাজ দ্বিতীয় নাগভট্ট। ১০২৪ খ্রিস্টাব্দে গজনীর সুলতান মামুদ আবার তা ধ্বংস করে দেন।
এরপর ১০২৬-১০৪২ খ্রিস্টাব্দের মধ্যে গুর্জর পরমাররাজ মালোয়ার ভোজ এবং সোলাঙ্কিরাজ আনহিলওয়ারার প্রথম ভীমদেব তৈরি করেন কাঠের মন্দির।
পরে কুমারপাল ( ১১৪৩-৭২ খ্রি: ) কাঠের বদলে পাথরের মন্দির তৈরি করে দেন। ১২৯৬ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজির সেনাবাহিনী ফের সেটি ধ্বংস করে। ১৩০৮ খ্রিস্টাব্দে সৌরাষ্ট্ররাজ মহীপালদেব আবার মন্দির তৈরি করে দেন। পরে তাঁর পুত্র খেঙ্গরদেব ১৩২৬-১৩৫১ খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরে প্রতিষ্ঠা করেন শিবলিঙ্গের।
১৩৭৫ খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান প্রথম মুজফ্ফর শাহ ফের ধ্বংস করেন মন্দির। আবার তৈরি হয় মন্দির। আবার ১৪৫১ খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান মামুদ বেগ তা ধ্বংস করেন। ফের তৈরি হয় মন্দির।
building and rebuilding of somnath temple
এবার ১৭০১ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব তা ধ্বংস করে দেন। তারপর ভাঙা মন্দিরের উপাদান দিয়ে ওই মন্দিরের জায়গায় তৈরি করেন একটি মসজিদ। এরপর ১৭৮৩ খ্রিস্টাব্দে পুণার পেশোয়া, নাগপুরের রাজা ভোঁসলে, মহারাষ্ট্র কোলাপুরের ছত্রপতি ভোঁসলে, ইন্দোরের রাণী অহল‍্যাবাঈ এবং গোয়ালিয়রের শ্রীমন্ত পাতিলবুয়া সিন্ধের যৌথ উদ্যোগে ফের তৈরি হয় সোমনাথের মন্দির। কিন্তু ঔরঙ্গজেব মন্দিরের জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছিলেন বলে পাশে মন্দির তৈরি করতে হয়। এবার সোমনাথ ধ্বংসের কিছু বৃত্তান্ত এই প্রসঙ্গে আলোচনা করা যাক।
৪১৬ হিজরির জ্বিলকদ্ মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ ১০২৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে গজনির সুলতান মামুদ ভারতে আসেন।
খ্রিস্টিয় ত্রয়োদশ শতকের আরব ভূগোলেবিদ্ আসারুল বিলাদ তাঁর “Wonder of thinks created and marvelous of thinks existing” গ্রন্থে বলছেন, বিগ্রহের দিকে সুলতান আশ্চর্য হয়ে চেয়ে রইলেন। বিগ্রহটি মন্দিরের মাঝখানে শূন্যে ঝুলে রয়েছে। …চন্দ্রগ্রহণের দিন লক্ষ লক্ষ হিন্দু এই মন্দিরে আসেন। ….সুলতান লুটের মাল নিয়ে যাওয়ার আদেশ দিলেন। সোনা-রূপোর অনেক মূর্তি ছিল ওখানে। ছিল রত্নখচিত বহু পাত্র। লুঠের জিনিসপত্রের অর্থমূল্য ছিল ২০ হাজার দিনারের বেশি। সুলতান মামুদের সোমনাথ আক্রমণের সময় হাজার হাজার হিন্দুকে জোর করে মুসলমান করা হয়েছিল। এরপর ১২৯৬ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর হাতে যখন মন্দির ধ্বংস হয়, তখনকার বিবরণ দিতে গিয়ে হাসান নিজামীর তাজ-উল-মাসির লিখছেন, ৫০ হাজার কাফেরকে তরবারি দিয়ে দোজাখে পাঠানো হয়। ২০ হাজারেরও বেশি মানুষকে বন্দী করা হয় এবং সেইসঙ্গে বিজয়ীদের দখলে আসে অগণিত গবাদি পশু।
building and rebuilding of somnath temple
এরপর স্বাধীন ভারতে সোমনাথ মন্দির নিয়ে চর্চা শুরু হয়। স্বাধীনতার পূর্বে প্রভাস পত্তন ছিল দেশিয় রাজ‍্য জুনাগড়ের অংশ। জুনাগড়ের ভারতভুক্তির পর ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ নভেম্বর স্বাধীন ভারতের উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প‍্যাটেল জুনাগড় পুনর্গঠনের কাজে সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে এই অঞ্চলে আসেন। সে সময় তিনি সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সর্দার প‍্যাটেল এবং জওহরলাল নেহেরু সরকারের তৎকালীন খাদ‍্য ও সরবরাহ মন্ত্রী কে. এম. মুন্সি দেখা করলেন মহাত্মা গান্ধীর সঙ্গে। গান্ধীজী তাঁদের আশির্বাদ করে বলেন, সরকারের টাকায় নয়, জনগণের টাকায় তৈরি হবে মন্দির। এরপর গান্ধীজী ও সর্দার প‍্যাটেল দুজনেই মারা যান। কে. এম. মুন্সি একাই মন্দির তৈরির কাজে এগিয়ে চলেন। ১৯৫০ খ্রিস্টাব্দের অক্টোবরে ধ্বংসাবশেষ পরিস্কার করা হয়। সে সময় ঔরঙ্গজেবের তৈরি মসজিদটি কয়েক মাইল দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
building and rebuilding of somnath temple
এরপর ১৯৫০ খ্রিস্টাব্দের মে মাসে কে. এম. মুন্সির আহ্বানে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড: রাজন্দ্রপ্রসাদ শিলান‍্যাস করলেন সোমনাথ মন্দিরের। সেদিন রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ তাঁর ভাষণে বলেন, ধ্বংসের চেয়ে সৃষ্টির শক্তি যে মহৎ, সোমনাথ তার প্রতীক। কিন্তু এরপর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ এবং খাদ‍্য ও সরবরাহ মন্ত্রী কে. এম. মুন্সীর বিরোধ শুরু হয়।
নেহেরু এটিকে হিন্দুদের পুনর্জাগরণ হিসেবে দেখেছিলেন। অন্যদিকে, রাজেন্দ্রপ্রসাদ এবং কে. এম. মুন্সির কাছে এটি ছিল অতীতে হিন্দুদের ওপর ঘটে যাওয়া অবিচারের প্রতিকার এবং স্বাধীনতার ফলশ্রুতি। অবশেষে অনেক বাধার বাঁক পেরিয়ে নতুনভাবে গড়ে ওঠে সোমনাথের মন্দির। ধ্বংসশক্তিকে হারিয়ে জয় হলো সৃষ্টিশক্তির। আর সে জয়ের প্রতীক হিসেবে ভারতের ইতিহাসে আজও এক অমলিন মাইলস্টোন সোমনাথের মন্দির।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.